![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির প্রতি ভালোবাসা থেকে লিখি
আইজক্যা নিরাপদ হইলাম। এই আনন্দে একটা ফ্রিডম পোস্ট, এইটাও সিনেমা নিয়া।
সামোয়ারে কয়েকদিন যাবত আমার খারাপ সময় গেল, যেমনি গিয়েছিল 'পারস্যুট অব হ্যাপেনেস' এ ক্রিস এর। প্রথমে ওয়াচে ছিলাম, একসপ্তাহ পরে মুক্তি পাইলাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে!
কিন্তু ওয়াচ থেকে হইলাম জেনারেল, (পাওয়ার ছাড়া), লেখা প্রথম পাতায় আসে কিন্তু সংকলিত পাতায় আসে না। মন খুবই খারাপ হৈল, তাই আবজাব অনেকগুলা পোস্ট দিলাম, সব নেট থেকে পাওয়া ছবি নিয়া। এই ক'দিন আর সামোয়ারে ঢুকিই নাই, নিরাপদ না হৈলে আর পোস্ট দিবো না, এই প্রমিজ! এই চামে কতগুলা মুভি দেখা হৈয়া গেল।
আজ নিরাপদ হৈছি... আহা কি আনন্দ আকাশে বাতাসে, পাতালে, রেলে, বাসে, গাছে!!!! void(0);
মন্দ মেয়ের উপাখ্যান :
কলকাতার বাংলা সিনেমা। বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনা। টিএসসিতে 'মায়ের জন্য চলচ্চিত্র' শিরোনামে ফিল্ম ফেস্টিভাল হচ্ছিল, 'স্বপ্নডানায়' দেখার জন্য টিকিট কিনে দেখা হয়ে গেল 'মন্দ মেয়ের উপাখ্যান', ভালো সিনেমা। ১৯৬৯ সালের কাহিনী, যৌনকর্মীদের জীবন যাত্রা নিয়ে। ঋতুপর্না অভিনয় করেছে, যদিও মূল চরিত্র তার কিশোরী মেয়ে, যার পড়াশোনার জন্য বিপুল আগ্রহ কিন্তু ঘটনাপ্রবাহ তাকে একজন যৌনকর্মী হিসেবেই গড়ে তুলতে চাচ্ছে। সুন্দর ল্যান্ডস্কেপে একটার পর একটা ঘটনা গেথে কাহিনীটিকে সাজিয়েছেন পরিচালক। পরবর্তীতে বিস্তারিত একটা রিভিউ দেয়ার ইচ্ছে আছে।
The Kite Runner (২০০৭)
আফগানিস্তানের কাহিনী নিয়ে তৈরী দ্যা কাইট রানার মুভিটি, পরিচালক মার্ক ফর্স্টার। বিশাল ব্যাপ্ত, ১৯৬৯ সাল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পূর্বে কাহিনীর শুরু, শেষ তালেবান শাসনামলে। ছোটবেলার দুই বন্ধূর ভালোবাসা, দ্বন্দ্ব, বিচ্ছেদ এবং পুনরায় দায়িত্ব পালন নিয়ে খুবই অসাধারন সিনেমা, তালেবান শাসনামলের কিছু চিত্র তুলে ধরা হয়েছে সামান্য সময়ে। তবে সবচে ভালো লেগেছে ঘুড়ি উড়ানোর উৎসব, যা তালেবান শাসনামলে বন্ধ করে দেয়া হয়। ঘুড়ি উড়ানো দেখে আমাদের পুরানো ঢাকার 'সাকরাইন' উৎসবের কথা মনে পড়ে যায়। প্রায় পুরো মুভিটিই আফগানিস্তানের লোকাল ভাষায় ।
The Pursuit of Happyness (২০০৬)
উইল স্মিথের এই মুভিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং এই মুভির মাধ্যমেই তার ছেলে 'ক্রিস্টোফারের' অভিষেক ঘটে। বায়োগ্রাফিক এই মুভিতে উইল স্মিথের সংগ্রামী জীবন চিত্র তুলে ধরা হয়েছে, দারিদ্রের কারনে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, কিন্তু ক্রিস রেখে দেয় তার ছেলেকে, আর সেলস ম্যানের পেশা পরিবর্তন করে স্টক ব্রোকার হিসেবে ইর্ন্টানশীপে যোগ দেয়, ছয় মাস শেষে হয়তো সে একটা ভালো চাকরি পাবে। এর মধ্যে বাকীর জন্য বাসা ছাড়তে হয়, উঠতে হয় মোটেলে, সেখান থেকেও বের করে দেয়া হয়, একরাত কাটে পাতাল রেলের টয়লেটে... খুব স্পর্শকাতর কাহিনী, তবে যারা বাইসাইকেল থিফ দেখেছেন তারা কোথাও কোথাও মিল খুজে পাবেন। বাবা-ছেলের কথোপকথন আর দৃশ্য গুলো চমৎকার!
WALL E (২০০৮)
২০০৮ সালে টাইম সেরা দশ মুভির তালিকায় স্থানপ্রাপ্ত এই এনিম টা দেখলাম আজকে। এর আগে পক্ষে বিপক্ষে নানা রকম মন্তব্য শুনেছিলাম, কারও ভালো লেগেছে কারও ভালো লাগেনি। ব্যক্তিগত ভাবে এ পর্যন্ত যত এনিম মুভি দেখেছি, সবচেয়ে খারাপ লেগেছে এটা, হয়তো ততটা এমিউজিং না বলে!
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
দারাশিকো বলেছেন: যাক, চরিত্র খারাপ হৈবে বলিয়া সাবধানবানী দাও নাই!
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
টানিম বলেছেন: পর্ঠম চবি টা ামি ডেখচি
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২০
দারাশিকো বলেছেন: টানিম ভাউগো, বিজয় বা ইউনিকোডে লেখাটা শিইখ্যা লন, নাহলে ব্লগারডের কারও দাট থাকবে না কিন্টুক!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
নূহান বলেছেন: প্রথমটি দেখতে হবে
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
দারাশিকো বলেছেন: তাই বলে কিন্তু দ্বিতীয়টি বাদ দেয়া উচিত হবে না, এইটা অস্কারের মনোনয়ন পাইছিল!
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: কাইট রানার দেখে খুবই ইমপ্রেসড আমি , ফার্সি ভাষার মুভি ।
উইল স্মিথের কথা আর না বা বললাম
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
দারাশিকো বলেছেন: ধন্যবাদ, সঠিক ভাষাটি উল্লেখ করার জন্য, এইটা মনে ছিল না।
উইল স্মিথের এক্সপ্রেশন গুলো অসাধারন ছিল!
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
ক-খ-গ বলেছেন:
ছেপ মুবারক! শেষের ২টা দেখছি!
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
দারাশিকো বলেছেন: জ্বি, ছেপ মোবারোক!
প্রথম দুইটা দেখেন, এইগুলান বেশী ভালা!
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০১
মে ঘ দূ ত বলেছেন: বুদ্ধদেবের মুভি মানেই নতুন একটা অভিজ্ঞতা। "মন্দ মেয়ের উপাখ্যান" ও তার ব্যাতিক্রম নয়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৬
দারাশিকো বলেছেন: বুদ্ধদেবের মুভি এই প্রথম দেখলাম, তারপর তার উপর একটা প্রবন্ধ পড়লাম, একটা সাক্ষাতকারও, বাকীগুলা দেখার ইচ্ছে হচ্ছে!
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
আসিফ ইশতিয়াক বলেছেন: পারস্যুট অফ হেপিনেস দেখছি, কাইট রানার দেখার ইচ্ছা আছে।
মন্দ মাইয়া দেখার কোন খোয়াহিশ নাই, বালা মাইয়ার উপাখ্যান পাইলে খবর দিয়েন।
*ভালো মাইয়া পাওয়া তো এখন আমাবস্যার চাদের মতন হয়া গেছে*
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
দারাশিকো বলেছেন: মন্দ মাইয়্যা দেখার দরকারও নাই, তবে উপাখ্যান টা দেখা যেতে পারে!
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৯
ভেংচুক বলেছেন:
অয়েল কাম
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
দারাশিকো বলেছেন: এহ হে... থ্যাঙ্ক্যু
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১১
অক্ষর বলেছেন: ফালতু মিয়া বলেছেন: বেশী ছিনেমা দেইখো না, চক্ষু খারাপ হইবেক।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
দারাশিকো বলেছেন: লেখক বলেছেন: যাক, চরিত্র খারাপ হৈবে বলিয়া সাবধানবানী দাও নাই!
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০১
কঁাকন বলেছেন: মন্দ মেয়ের উপাখ্যান দেখছিলাম
ভালো লাগছিলো কিন্তু ঋতুপর্ণার মেয়ের চরিত্রে যেয়ে মেয়েটা অভিনয় করছে তার অভিনয় খুব একটা ভালো লাগেনি
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
দারাশিকো বলেছেন: মেয়েটা নতুন, তার উপর তার অভিনয়ের বেশী সুযোগও ছিল না, এইটা একটা কারন হতে পারে। তবে আমার মনে হয়েছে একটি দুখী মেয়ের চরিত্রে নিরব অভিনয়ে সে যথেষ্ট ছিল।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৯
সুদীপ চৌধুরী বলেছেন: ------------
ও পার বাংলার ছবি দেখি না অনেকদিন।এই ছবির নাম শুনেছি বহুমুখে,কিন্তু অতটা বিশ্বস্তসূত্রে নয় মোটেও।আপনার অন্যান্য মুভি চয়েজ দেখে মনে হচ্ছে আপনাকে একটা রেফারেন্স ধরা যায়।
----------------------
উইল স্মিথ যে কেনো ফাউল মুভি গুলান করে?আই এম লিজেন্ড কিংবা হ্যাংকক এর কথাই ধরুন না!পারস্যুট দেখে ওর প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিলো বহুগুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
দারাশিকো বলেছেন: আই এম লিজেন্ড ফালতু মুভি?
আমি তো শুনছিলাম ভালো মুভি, অথেনটিক রিপোর্ট দেন, বাজে মুভি দেইখা সময় নষ্ট করা সম্ভব না।
হ্যানকক আমার বিরক্তি যথেষ্ট পরিমান উৎপাদন করেছিল, তাই কম্প্লিট করতে পারি নাই!
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০১
ফালতু মিয়া বলেছেন: বেশী ছিনেমা দেইখো না, চক্ষু খারাপ হইবেক।