![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম (বিঃদ্রঃ এই ব্লগে আমার যা কিছু ছবি ও লেখা কোনকিছুই আমার অনুমুতি ছাড়া অন্য কোথাও কোনভাবে প্রকাশ করা যাবে না
আর কয়েক বছরের মধ্যে দেশের প্রকৌশল শিক্ষার বাজারে কেবলই সিজিপিএ আর লো-কনফিডেন্স সেলফ এস্টিম মশলা যোগে নতুন হবু গ্রাজুয়েটদের কথাটা মাঝে মাঝে চিন্তা করলে মন বিষিয়ে ঊঠে। আমাদের সরকারী বেসরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর আল্লহার ওয়াস্তে সিলেবাস আর আর্য-পলাশীর হস্তক্ষেপের কথায় আসছি না, কখনো সেটা নিয়ে বিশদ লেখার ইচ্ছে আছে। কিন্তু এভাবে চলতে দেয়া যায় না। যখন সিস্টেমটাই ঘুনে ধরে যায়, সিস্টেম চেঞ্জ না করতে পারলে নিজেদের হাতেই নিয়ন্ত্রন নিতে হবে।
চাই গবেষনা, গবেষনা, গবেষনা। ল্যাব-সেশনাল ভাইভাগুলো থেকে কন্সাল্টেন্সি-খেকো সাইকোপ্যাথিক জাপানি ইউরোপী পিএইচডি ওয়ালাগুলোকে ঝেড়ে ফেলে তা ভরে উঠুক প্রান শক্তিতে বলীয়ান কোন সত্যিকারের শিক্ষকে, ছেলেমেয়েরা আনন্দে, গবেষনা আর সৃস্টির নেশায় মেতে থাকুক । ল্যাবের ছোট ছোট টুলস গুলো, ল্যাপ্টপে ভরা সিমুলেশনের আউটপুট দিয়ে মেতে উঠুক আড্ডা। একটার পর একটা কনফারেন্সে ভরে যাক সারা বাংলাদেশ , সবার সিভি ভরে ঊঠুক পাব্লিকেশন লিস্টে
এক্টার পর একটা প্যটেন্ট আর নিউ প্রোডাক্ট লঞ্চ এ সারা বছর ব্যাস্ত থাকবে সোনারগা, আগারগাও।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: রামুদা, চেঞ্জটা প্রথমে অবশ্যই মগজেই আনতে হবে, কিন্তু একবার জ্ঞানচর্চার মজাটা পেলে সেটার স্বাদ আর কিছুর সাথেই তুলনা করতে পারবে না, বিশেষ করে বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ক পড়াশোনা টাকে বাংলাদেশে যেভাবে গলা টিপে ফেল হচ্ছে। তবে তার জন্য একটু সহায়ক পরিবেশ দরকার, আর কিছু না হোক । এইসব নিয়ে প্রচুর কথা লেখতে ইচ্ছা করে। গন ইইই আর সিএসই এর পরে নেক্সট জোয়ার কি হবে সেটাও ভাবছি
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: অটঃ কেমুন আছেন ? এফবিতে নক কইরেন , গপ মারুম ।
২| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
পদ্মা_েমঘনা বলেছেন: ভাল লাগল। আপনি কোন ইউনিভার্সিটিতে, পাবলিক না প্রাইভেট?
২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:০১
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: কোন এক্টাতে !
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৪
আমিনুর রহমান বলেছেন:
আপনার আশা পূর্ণতা পাক যদিও আমি আশা দেখতে পাই না :/
২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:০১
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫
আমি তুমি আমরা বলেছেন: আর্য পলাশী???
২৮ শে মার্চ, ২০১৪ রাত ২:০১
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: জ্বি
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩১
রাতমজুর বলেছেন: আর হৈছে! ওনলি ছাট্টিফিকেট চাইলে হৈব না কোনো দিনই, শিক্ষাটা চাইলে হৈবার পারে। বড় মাপের বদল আনা দরকার মগজে-মননে।