নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু বলার আছে

পরিবেশবাদী ঈগলপাখি

সকল কাঁটা ধন্য করে ....বদলে দেবো সবকিছু ,যতক্ষন আমি “আমার আমি” ততক্ষন সংগ্রাম,নিজেকে ছাড়া আর কাউকে করিনা সালাম (বিঃদ্রঃ এই ব্লগে আমার যা কিছু ছবি ও লেখা কোনকিছুই আমার অনুমুতি ছাড়া অন্য কোথাও কোনভাবে প্রকাশ করা যাবে না

পরিবেশবাদী ঈগলপাখি › বিস্তারিত পোস্টঃ

মাসুদ রানা, ভিজুয়াল থ্রিলার স্টোরিটেলিং আর কল অফ ডিউটি বিষয়ক

১৯ শে জুন, ২০১৬ রাত ৩:৫৪

হিসাব করে দেখলাম কিভাবে কিভাবে যেন রোজার মাসে নিয়মিত কল অব ডিউটি গেম খেলা হয়ে যায়। বছরের অন্য কোন সময় না, রোজার সময়। গত ৫-৬ বছরের ট্রেন্ড তাই বলে
যদিও সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, এই ট্রেন্ডটা কেন জিইয়ে আছে এখণো কে জানে।

একটু চিন্তা করে আবার কল অব ডিউটি গেমের পপুলারিটি নিয়ে ভাবছিলাম। আগে এইটা নিয়ে ২ কথা বলি। এক কালে COD (কড) দুর্দান্ত এফপিএস গেম ছিল বটে। মডার্ন ওয়ারফেয়ার ১,২ ৩ ই বলা যায় এখনকার কড গেমের সবচেয়ে ভাল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এরপর এই গেমগুলার অবস্থা হয়ে গেল হুমায়ুনী সাহিত্য।

টেকাটুকার লোভে প্রতি বছর একটা কইরা নতুন গেম রিলিজ হয়। স্টোরিলাইন এর ১৪টা অনেক আগেই বাজছে্‌ মডার্ন ডে যুদ্ধ ক্ষেত্র বাদ দিয়া জোম্বি হাবিজাবি ফিউচার যুদ্ধ তে চলে গেছে। যথারীতি ফ্যান বেস খুবই নাখোশ, ডেইলি গালাগালি করে এরা কড সিরিজ কে। কিন্তু হুমায়ুন আহমেদের বই এর মত নতুন একটা গেম রিলিজ হইলে ঠিকই খেল্বে, অতঃপর গালাগালি

গেম হিসাবে গ্রাফিক্স বা গেমপ্লের দিক থেকে অন্য গেমগুলাও অবশই কডকে টেক্কা দিচ্ছে, যেমন ব্যাটলফিল্ড। আমার সেটা নিয়ে চিন্তা না, আমার চিন্তা হলো হুট করে এই গেমটার ফ্যান কিভাবে হলাম, আমরা যারা একটু বুড়ো খোকা , এক কালের বই পড়া পার্টি, এরা ? সেটাই কথা



এর সবচেয়ে ভাল কার্যকারন ব্যাখ্যা করতে গেলে মনে হয় সেই মাসুদ রানা আর থ্রিলার প্রেম নিয়ে। আমরা মনে হয় সেই শেষ জেনারেশন যারা শখ মিটিয়ে বই ও পড়সিলাম, আবার ১ম গেমের স্বাদ পেয়েছিলাম। শৈশব কৈশোর এর একটা বড় অংশজুড়ে সেবার বই, এবং অব্যশই মাসুদ রানা ।

সেই বইগুলো কল্পনার জগতটাকে যেভাবে দেখতে শিখিয়েছিল, নতুন এক দ্বার খুলে দিয়েছিল , অদ্ভুত এক জগত।!
রানার সাথে কখনো সাইবেরিয়া তে সাবমেরিন, কখনো কালাহারিতে খুনে জেনারেল এর হাত থেকে বাচতে ছুটে চলেছি, কখনো বলিভিয়ার জঙ্গলে কাদামাটি মেখে চুপসারে অপেক্ষা করেছি আমরা সবাই, কিংবা ইটালির কোন ক্যানেলে রক্তক্ষয়ী গানফাইটে হাতে এমপিফাইভ, শত্রুর ছররা গুলিতে রানার কাধ থেকে এক খাবলা মাংশ ঊড়ে গেল যখন, রানা থোরাই কেয়ার করে । !!

কল অফ ডিউটি গেমটাকে আমার নিজের কাছে হুট করে অনেক আপন মনে হয়েছিল সেই একই কারনে, সেই মাসুদ রানার দিনগুলো ফিরিয়ে আনার জন্য, নস্টালজিক হয়ে গিয়েছিলাম যখন ১ম কড খেললাম (মডার্ন ওয়ারফেয়ার ২, সেই ২০০৯ সালে)। গেম ডিফিকাল্টি হিসাবে পানিভাত, কিন্তু এটাকে গেম না বলে ভিজুয়াল স্টোরিটেলিং বলাই সই। দুর্দান্ত স্টরিলাইন, একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স , গেমের চেয়ে ইন্টারএক্টিভ ভিজুয়াল স্টরিটেলিং হিসাবেই বলা সই ।


অতএব কড, ব্রিং সামথিং নিউ অ্যান্ড নাইস।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৮

বিজন রয় বলেছেন: ++++

২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৯

বিজন রয় বলেছেন: আপনি আজকাল কম লেখেন।
কেন?

৩| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:




দেখছি ষোল আনাই মিছে, গেইম খেলছি না, মাসুদ রানাও পড়া হয়নি!

২২ শে জুন, ২০১৬ রাত ১২:৫৮

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হুম

৪| ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:১৩

আরণ্যক রাখাল বলেছেন: coc খেলেন??

৫| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: কড কি এখন মানুষকে টানে? ব্যাটলফিল্ড আর টাইটানফল খেলার পর কজন ফিরে আসে কল অফ ডিউটি খেলতে?

মাসুদ রানা পড়িনা অনেক দিন। একটা জোগাড় করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.