![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি তোমায় ভালোবাসি
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
এই গল্পটা আমার বন্ধুর নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা…..তাই তার ভাষায় লিখলাম।
♠♠
এপ্রিল এর ১৭ তারিখ ২০১০। আমি তখন ক্লাস ১০ এ। আমার ১ম সাময়িক পরীক্ষা চলছিল। আগেই বলে রাখি আমি পুলিশ লাইন স্কুলে পরতাম। আমাদের স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়তো। পরীক্ষাও একসাথে দিতাম।পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটা ক্লাস ৭ এর মেয়ে হল এ ঢুকে। মেয়েটা ঢঙ করে হাসছিল। ইচ্ছা করছিল ধরে দুটা চড় লাগাই। মেয়েটা আমার পেছনের বেঞ্চে বসছে। পরের দিন একি কাণ্ড,মেয়েটা হাসছে, আমি থাকায় থাকি। মেয়েটার কেন জানি আমার ভাল লাগতে শুরু করল। এভাবে চলতে চলতে আমার পরিক্ষা শুরু হয়ে গেল। পরিক্ষা শেষ হওয়ার পর আমি কিছুটা বুঝতে পারলাম আমার মনে কিছু হয়েছে। প্রি-টেস্ট এর আগে আমার একটা বন্ধুকে বললাম এই মেয়েটাকে আমি পছন্দ করি তাই আমি ওর সাথে বন্ধুত্ত করব। আমার ওই বন্ধুটা কয়েকজনের সাথে যোগাযোগ করলাম কিন্তু কিছুই করতে পারলনা। এভাবে আরও কিছু সময় অতিবাহিত হয়ে গেল। চলে এল টেস্ট পরিক্ষা, পরিক্ষা চলা কালিন সময় আমার কিছু বন্ধু আমাকে ওর কাছে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হলাম না। আমি এস,এস,সি পরিক্ষা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। এভাবে যেতে যেতে এ,এস,সি পরিক্ষাও শেষ হয়ে গেল। এস,এস,সি পরিক্ষা শেষে আমার ওই বন্ধুকে কিছু করতে বললাম। সে বলল তাকে টাকা দিতে হবে না হলে কাজ করবেনা। আমার কাছে মাত্র ৫০ টাকা ছিল,ওইটায় দিয়ে দিলাম। এরপর সময় করে গেলাম একদিন প্রস্তাব করতে,আমার খুব ভয় হচ্ছিলো। একটা মেয়েকে দিয়ে আমার ওই বন্ধুটা কাজ করিয়েছিল। ও আপনাদেরকে ত মেয়েটার নাম বলতে ভুলে গেলাম। মেয়েটার নাম হল মুনা। ত মুনা আমার কাছ থেকে একটু দূরে থেকে বলল “না আমি সম্পর্ক করবনা”। হাহ!!!!!! আমি অনেক হতাশ হয়ে চলে গেল্মা মুনার সামনে থেকে। আমি বুঝতে পারলাম আমার ওই বন্ধুটা আসলে টাকা দিয়ে কাজ করে। কারণ কাজ করার আগে ওর শর্ত ছিল আমি “MIDS IT”তে ভর্তি হওয়া। ত আমি আবার চেষ্টা করলাম কারণ আগের বার আমি মুনার সাথে কথা বলতে পারিনি। এবার ওই বন্ধুটা আমাকে বলল ২০ টাকা পাঠাইতে। আমি অনেক কষ্টে আব্বুকে বল কিনবো বলে মিথ্যে বলে টাকা নিলাম। টাকা নেওয়ার পর ওই ২০ টাকা আমি আমার ওই বন্ধুর মোবাইলে পাঠিয়ে দিলাম। এরপর সে বলল যে মুনার ফাইনাল পরিক্ষা চলছে। সুবিধাজনক সময়ে আবার বলবে। কিন্তু সে সময় নষ্ট করতে লাগল। একদিন বলল মেয়েটা তুকে পছন্দ করেনা। আমি বুঝতে পারলাম সে কখনোই আমার সত্যিকার বন্ধু ছিলনা কারণ আমি “MIDS IT”তে ঢুকলে সে বোনাস পাবে। কিন্তু আমি “MIDS IT”তে না ঢুকাই ও আর রাজি হলনা। হাহহহহহহহ!!!!!!!!! এবার আমি আরও হতাশ হলাম। কিন্তু আমার আর কিছুই করার ছিলনা। একদিন আমি স্বপ্নে দেখলাম আমি মুনার সাথে কথা বলছি,মুনা আমাকে বলল আমাকে পছন্দ করে। আমি যখন ঘুম থেকে জাগলাম তখন ফযর এর আযান দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম যে ওকে আমি ভুলে যাব। এরপর থেকে আমি আস্তে আস্তে পাল্টে গেলাম। ওকে ভুলার জন্য আমি অন্য মেয়ের পিছনে ঘুরতাম। মনে হচ্ছিল আমি ওকে ভুলে গেছি। কিন্তু একদিন আবার আমি স্বপ্নে দেখলাম মুনার সাথে আমি কথা বলছি। ঘুম
থেকে উঠে ভাবলাম যেটা স্বপ্নে হতে পারে সেটা বাস্তবে কেন হতে পারবেনা??? আমি আবার তথপর হলাম। এর কয়েকদিন আগে আমার একটা পুরানো বন্ধুর সাথে দেখা হয়। আমি তাকে ব্যাপারটা খুলে বললাম। সে আমার সাথে মজা করে বলল যে মুনার সাথে তার কথা হয় এবং মুনার মোবাইল নাম্বারও তার কাছে আছে। যেহেতু এককালে আমরা খুব ঘনিষ্ট ছিলাম বলে তার সব কথা বিশ্বাস করলাম। কিন্তু আমি যখন বললাম আমার সাথে মুনার সাথে আলাপ করিয়ে দিতে। তখন সে নানা ধরনের বাহানা দিয়ে কথা ঘুড়াতে লাগল। ওর মোবাইল নাম্বার চাইলেও মোবাইল নাম্বার দেয়নি। যে তারিখ এ কথা বলাবে বলে সেদিন আমার ওই বন্ধু আমার ফোন ধরতনা। আমি বুঝতে পারলাম সে আমার সাথে ফাইজলামি করছে। এরপর আমি আমার আরেক বন্ধুকে জানালাম। সে আমাকে কথা দিয়েছিল সে করে দিবে। কিন্তু সেও আমার সাথে বাটপারি করল। তার অনেক বড় গ্যাং দল ছিল। আমি তার মোবাইলে সবসময় টাকা পাঠাতাম। এমনকি আমার এয়ারটেল সিমটা পর্যন্ত তাকে দিয়ে দিলাম। সবাইকে বললাম আমি আমার সিমটা বিক্রি করে দিয়েছি। পরে তার গ্রুপ এর এক্তা ছেলে থেকে জানলাম সে আমার মোবাইলটাও হাতিয়ে নিতে চাইছিল। কথাই আছে “বিপদে বন্ধুর পরিচয়” এই সম্পর্ক করতে গিয়ে আমি আমার অনেক বন্ধুর আসল মুখোশটা চিন্তে পারলাম। পরে আমার একটা ভাগিনার সাথে যোগাযোগ করলাম। তাকে বললাম যে মু্না তার সাথে একি স্কুল ও একি ক্লাস এ পরে এবং একি এলাকাই থাকে। আমি ওখানের একটা প্রাইভেট এ ভর্তি হলাম। আমার ভাগিনাটা বলল ওর সাথে একজনের সম্পর্ক আছে। এ কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ত এরপরদিন আমি মন খারাপ করে কোচিং ক্লাস এ বসে ছিলাম। ওই সময়ে আমার একটা বন্ধু বলল তোর মন খারাপ কেন? আমি বললাম ‘এমনে’ সে বলল কোন পার্সোনাল সমস্যা? আমি ব্যাপারটা খুলে বললাম। সে বলল তাদের বাসার সামনে মুনা আসলে কথা বলতে। আমি যেদিন ওখানে দাঁড়াতাম মুনা সেদিন স্কুলেই যেতনা। অনেকদিন অপেক্ষা করলাম। একদিন আমার বন্ধুটা বলল যে তার মা সব যেনে গেছে, তাই ওখানে আর দাঁড়াতে পারলাম না। আমার ভাগিনাটাকে নিয়ে একদিন আমি স্কুলে গেলাম। সাথে ছিল আমার ওই বন্ধু তানবীর ও আর একটা বন্ধু। তানভীর মুনাকে গিয়ে বলল আমার একটা বন্ধু তোমার সাথে কথা বলবে কিন্তু মুনা আমাকে দেখে তানভীরকে বলল ভাইয়া রাস্তা-ঘাঠে এসব কি? মুনার মুখ থেকে এই কথাটা শুনার পর আমার মন একদম ভেঙ্গে গেল। কিন্তু আমি এখনও মুনাকে নিশ্চয় পছন্দ করি। আমি সবসময় হাসি-খুশি থাকি কিন্তু আমার বুকের মধ্যে যে ব্যাথা রয়েছে তা কেউ হয়ত অনুভব করতে পারবেনা। তবুও কেন জানি নির্লজ্জের মত মুনাকে ভালবেসে চলেছি।
মুনাকে আজও বলতে চাই ভালোবাসি ভালোবাসি………………………………………………………..
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
♠
♠
এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আসা করছি আপনাদের সবার কাছে ভাল লাগবে এবং আসা করছি ভালোবাসা কি সেটা একটু হলেও বুঝবেন।
©somewhere in net ltd.