নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে মানুষ বলেই দাবি করি, কারন মানুষ নিলজ্জ প্রাণী

ধুসর আলো

ধুসর আলো › বিস্তারিত পোস্টঃ

@@@মুর্দা কথন@@@@পর্ব-০১

১৭ ই মে, ২০১৫ রাত ১১:০৮

এত মানুষ কেন নামছে বুঝতে পারছি না, আরে তেমন কিছু না, আঘাতটা মনে হয় একটু জোরেই লেগেছে, একটু না হয় রক্তই বের হয়েছে কিন্তু এতে তেমন কিছুই হবে না, আমি এত করে বললাম তাও কেন জানি কেও শুনছে না । ধরা ধরি করে তোলা হল, দেখি আমার রুম মেটের মুখটা কেন জানি অন্ধকার, চিন্তায় আছে অনেক বোঝা যাচ্ছে, আমি তো বলছি এটা তেমন কিছু না , শুনতে পেলাম পাশে দাঁড়ানো মানুষটা জিজ্ঞেস করছিল , কি হয়েছে ভাই...। কি যেন বলল বুঝতে পারলাম না, এতদিন ঢাকায় থেকেও আমি শুধু চিটাগং এর ভাষাটায় একটু কম বুঝি। তারপর মনে হল যেন চলতে শুরু করলাম, পরিবেশটা বেশ চমৎকার শুনলাম অনেক শীত পড়েছে নাকি , কিন্তু আমি কিছুই টের পাচ্ছি না, আর ভাল লাগত যদি রাতটা একটু গভীর হত, সোডিয়াম বাতি গুলো হলুদ আলো দিতে দিতে পিছনে সরে যাচ্ছে......
সন্ধ্যার দিকে বসেই তো ছিলাম, হঠাত মাথায় যেন কিছুর আঘাত লাগল, বুঝে ওঠার আগেই আমাকে কেও একজন জড়িয়ে ধরল, আমি বললাম আরে ভাই কিছু না, কিন্তু আসলে কথাটা মনে হয় শেষ নামে নাই, শরীরটা শির শির করে উঠল , মাথাটা কেমন জানি করে উঠল, কোন পরিবর্তনই টের পেলাম না শুধু একটা পরিবর্তনই দেখলাম আমার নামটা চেঞ্জ হয়ে গেছে , আমাকে কেও আমার নাম ধরে ডাকছে না.....................।
স্পীড এর নানা রকম বিভক্তি শুনেছি, কত রকম গতি , গতির চেয়ে গতির সূত্রের গতি যেন বেশি, আমার কেন জানি নিজেকে সুপার সনিক মনে হচ্ছে ইচ্ছা মত যেখানে খুশি যেতে পারছি ।
নিজেকে নিজের সামনে দাড় করিয়ে দেখার ইচ্ছা ছিল অনেক । ভাবতাম তাহলে মনে হয় নিজের ভুল আর বোকামিগুলো দেখতে পাব, আজ পাচ্ছি, আমি আমার আয়না হয়ে গেছি ,আমি শুয়ে আছি, অনেকটা নিথর !!!!!! হটাত পাশে বসে থাকা কোন একজনকে বলতে শুনলাম লাশ নিয়ে ওর বাসায় জাচ্ছি...।। আমার নামটা চেঞ্জ করলি তাই বলে এরকম একটা নাম দিলি, অবশ্য আরেকটা নাম তখন শুনে ছিলাম “বডি” । পাশের জনকে পকেট থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকতে দেখলাম, বেচারার চ্যাটটা শেষ করে আসতে পারিনি কিনা, দেখলাম ম্যাসেজে খুব হৃদয় বিদারক করে ঘটনার বর্ণনা দিচ্ছে , কিন্তু আমাকে কোথাও যেন খুজে পাচ্ছি না, সেখানে শুধু তার আমার প্রতি করা তার কাজের বর্ণনা দেখলাম, কিন্তু এত ঘটনা তো ঘটেনি যতটা তুই লিখলি, ইম্প্রেস করতে করতে লাশটাও বাদ দিলি না ...।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.