![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !
৬/৭ বছর বয়সী এক পিচ্চিকে গতকাল গল্প শোনাচ্ছিলাম । ভূতের গল্প ! এই ভূত আবার আলাদিনের চেরাগের দৈত্যের মত ইচ্ছা পূরণ ভূত- যে কোন তিনটি ইচ্ছা সে পূরণ করে। আমি পিচ্চিকে জিজ্ঞেস করলাম - আচ্ছা তুমি যদি এই ভূতটাকে পাও, তাহলে কোন তিনটি ইচ্ছা পূরণ করবে?
- আমি বলব আমাকে তিনটা ট্যাব দিতে !
- তিনটা ট্যাব?! তোমারতো একটা ট্যাব আছেই, এত্তগুলা ট্যাব দিয়ে কী করবা ?
-আমি তাহলে ট্যাবে সারাদিন গেমস্ খেলতে পারব । একটার চার্জ শেষ হয়ে গেলে আরেকটা ট্যাবে গেমস্ খেলব ।
ডিজিটাল পিচ্চির জবাব শুনে আমি লা-জবাব হয়ে গেলুম
২| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭
মদন বলেছেন:
৩| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৫
চড়ুই বলেছেন:
আজকাল বাচ্চারা ড্যাম স্মার্ট হয়।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮
ডরোথী সুমী বলেছেন: হা হা হা কী মজা!