নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

দার্শনিক্‌

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

দার্শনিক্‌ › বিস্তারিত পোস্টঃ

সেকেন্ড ক্লাস মুসলমান

০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

প্রথম পরিচয়েই মেজাজটা বিগড়ে দিল হিশাম এল-মাসরি। ২০০৮ সালের কোনো এক সকাল । জ্যাকসন স্টেট ইউনিভার্সিটির ডাইনিংয়ে বসে খোশগল্প করছিলাম সদ্য পরিচিত বন্ধুদের সাথে । এর মধ্যে দশাসই শরীর নিয়ে হাজির হিশাম । আমার বাংলাদেশি পরিচয় শুনে হিশাম বলল-

''পাংলাডিচ ?! মুসলিম ? '' (বাংলাদেশ-কে বিদেশীরা ''ব্যাংলাডেশ'' বলে জানতাম, কিন্তু এমন অদ্ভূত নাম জীবনে শুনিনি !!!! )

''হুম্ ! মুসলিম । '' হাসিমুখে জবাব দিলাম

''হাওএভার ; তোমরা অবশ্য সেকেন্ড ক্লাস মুসলিম !'' দুম করে মন্তব্য করে বসল হিশামের বাচ্চা ।

''মানে কী? '' দাঁতে দাঁত চেপে কৈফিয়ত চাইলাম ।

''মানে হচ্ছে তোমরাতো অরিজিনাল আরব না, ইসলামও পাইসো দশ-বিশ হাত ঘুইরা, এইজন্য বল্লাম আর কী ! মাইন্ড খাইয়ো না ।'' বলে একটা শানুভূতির লুক দিল আমার দিকে। পাশের পাকি বন্ধুর মুখেও দেখলাম সহানুভূতির হাসি, যেন সে'ও একটা অরিজিনাল আরব

মাথা আর ঠিক রাখতে পারলাম না । হিশামের বাচ্চাকে জিজ্ঞেস করলাম-



: তোমার বাপে কী দাড়ি রাখসে ?

: না ।

: হুম্ । আমার বাপে রাকসে। তোমার মা কি বোরকা-টোরকা পরে?

: না !

: আমর মা বোরকা পরে ।

:তোমার বাপ-মায় হজ করসে?

:না ।

: হুম ! আমর বাপ-মায় করসে - পুরা ইসলামী আক্বিদা মত চলে । এইবার আমার পাসপোর্ট-টা একটু দেখো -তোমার পাসপোর্টে দেখাওতো এমন কিছু আছে নাকি?(এই কথা বলে তার দিকে পাসপোর্ট এগিয়ে দিলাম, সেখানে লেখা আছে "Valid for travel to all countries except Israel")



এটা দেখার পর হিশাম এল-মাসরির চেহারাটা হয়েীল দেখার মত, আর কোনোদিন আমার সাথে মুসলমানিত্ব নিয়ে সে ট্যান ট্যান করেনি। তবে তখনই অরিজিনাল মুসলমানদের চেনা হয়ে গিয়েছিল। তাই ফিলিস্তিনের এই দু:সময়ে আরবদের নপুংসক ভুমিকা আমাকে মোটেও অবাক করেনি ।

মন্তব্য ২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফিলিস্তিনের এই দু:সময়ে আরবদের নপুংসক ভুমিকা আমাকে মোটেও অবাক করেনি ।

ঐ নপুংশকরা নাকি উল্টো ইন্ধনদাতা!!!.. তাদের রাজতন্ত্র হারানোর ভয়ে!!!

তাদের আগে উৎখাত করা দরকার! যত্ত সব ..!!!

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫

নিজাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.