নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

দার্শনিক্‌

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !

দার্শনিক্‌ › বিস্তারিত পোস্টঃ

বডি বিল্ডার বুয়া :D

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

সকাল বেলা ঘর ঝাড়ু দিতে ব্যালকনিতে গিয়ে বুয়া অবাক ।

: ভাইজান ! ক্রস-ট্রেইনার কবে কিনলাইন?

আমিও অবাক বুয়া এই জিনিস চেনে দেখে। অবশ্য চিনতেও পারে, অন্য বাসায়ও কাজ করে , সেখানে হ্য়তো দেখেছে । জবাব দিলাম-

: এইতো গতকাল কিনলাম। সারাদিন বসে থাকতে থাকতে মুটিয়ে যাচ্ছি , তাই ভাবলাম নিয়মিত ব্যয়াম করা দরকার । বুঝলা বুয়া, স্বাস্থ্যই সকল সুখের মূল ।

: ঠিকই কইছুইন, ভাইজান। আমিও এই জন্য জিম-এ যাই , ডেইলি এক ঘন্টা বিয়াম করি ।

এবার আমার আবার টশকি খাওয়ার পালা , যাকে বলে একেবারে আকাশ থেকে পড়লাম ।

: কী বল বুয়া ! তুমি জিম-এ যাও?

: হ , ভাইজান ! গরীব বইলা কী জিম-এ যাইতে পারুম না?

: না, তা বলিনি , মানে...............

: ঐ যে গতবছর ডাইবেটিস ধরা পরল, তারপর ডাক্তার বলসে ডেইলি এক ঘন্টা হাঁটতে । তারপর পোলায় আমারে 'লেডিস স্লিম' জিম-এ ভর্তি করায়া দিল- মাসে ৫০০ টেকা । টেকা একটু বেশী, কিন্তু স্বাস্থ্য সবার আগে ; কী বলেন ভাইজান ?

: হুম ! তা তো বটেই ! তা তো বটেই ।

: এই জন্য ডেইলি জিমে যাই । টুইশটার করি, এবি কিং মারি, ট্রেডমিল-ক্রসট্রেইনার করি, এরপর গায়ে জোশ থাকলে শ'খানেক ডাম্বেলও মারি।

: ও!!! আচ্ছা ।

: কোন ইন্সটাকশন লাগলে কইনযে! এক বছর এসপেরিয়েন্স হইসেতো, এহন নতুন কেউ জিম করলে আমি ইন্সটাকশনও দিতে পারি।

: ঠিক আছে, বুয়া ! ইন্সটাকশনও দিও, এই সার্ভিস এর জন্য আগামী মাস থেকে তোমার বেতন ২০০ টাকা বাড়িয়ে দেবো ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

ডরোথী সুমী বলেছেন: চরম লাগলোরে ভাই! অভিনন্দন রইলো।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

এ্যামালগাম বলেছেন:
=p~ =p~ =p~

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২

সোহানী বলেছেন: হেহেহেহেেহেহ... ডিজিটাল বুয়া..........

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

ফিলিংস বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

ডি মুন বলেছেন: হা হা হা হা

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

রবি কিরণ বলেছেন: আমি এ রকম বুয়া কে খুঁজছিলাম। আমার যে স্বাস্থ্য। উন্নতি করতে হবে।
আপনার পোস্ট পড়ে মনে হল জীবনে কত আজব জিনিস শুনতে ও দেখতে হবে।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| :|| :-B বেসম্ভব ভালো লাগলো দেশ এগিয়ে যাচ্ছে..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.