![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !
মেয়ে ! তুমি ভচকাইয়া যাইতেসো !
এইতো, আর মাত্র কয়েকটা বছর,
তারপর-
তোমার মাথায় পাকা চুলের আড়ৎ হবে,
মুখের বলিরখা বহুজাতিকের 'এজ-মিরাকল' -
ঢাকতে পারবে না কোনো জারিজুরিতেই ।
শরীরের আরো কিছু নিয়মিত কার্যকলাপে
অনিয়মটাই হবে নিয়মিত !
তাই বলতেসি, যাইতেসো- যাও,
লিটনের ফ্লাটে মধু বিলাও,
রং-চং মাখা মুখের সেল্ফিগুলো থাক ফেসবুকের যাদুঘরে।
কন্ঠটা রিনরিনে থাকতেই-
ব্যাকুল যুবকের টাকা চলে যাক নরওয়ে,মিশর,মালেশিয়ায় !
শুধু যৌবনটারে সামলাও খিয়াল কৈরা,
যৌবনটা ভচকাইয়া না যায় যেন কোন বেকুবের হাতে পইড়া।
যেন সেই সময়ে কোন এক 'মিস্টার চৌধুরীর' সাথে
ব্যাংকক-পাতায়া ট্যুর মারতে পার-
কর্পোরেট অফিসের প্রমোশনটা যেন আটকায়া না যায়-
সেইটুকু মধু না হয় জমানোই থাক।
মেয়ে ! তুমি ভচকাইয়া যাইতেসো !
যৌবন খরচ করো খিয়াল কৈরা !
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০
দার্শনিক্ বলেছেন: ধন্যবাদ !
২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
বাউল আলমগী সরকার বলেছেন: খুব মজার কবিতা
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০
দার্শনিক্ বলেছেন: ধইন্যা !
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
এনামুল রেজা বলেছেন: বিচিত্র শব্দচয়ন..
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১
দার্শনিক্ বলেছেন: নিরীক্ষা
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭
সোহানী বলেছেন: মানে কি !! শুধুই মেয়েরাই যৌবন খরচ করবে খেয়াল করে আর ছেলেরা বিলাবে ঢালাও ভাবে
ভালো তো ..... ভালো না !!!!!!!!!
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২
দার্শনিক্ বলেছেন: এইটা-তো ছেলের দৃষ্টিকোণ থেকে লেখা ; মেয়েরাও নিশ্চয় লিখবে তাদের দৃষ্টিকোণ থেকে।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: কিছু অদ্ভুত শব্দ ব্যাবহার করে চমকে দেওয়ার অভিলাষে কয়েকটা লাইন জড়ো করলেই কি কবিতা হয় ভাই ? দার্শনিকের এই দুর্দশা কেন ?
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬
দার্শনিক্ বলেছেন: কবিতা হয়না বলেইতো কবি হইতে পারি নাই ভাই; বইমেলায় আমার বই কেউ খাবে না বলেইতো অন্তর্জালে এই বিস্রস্ত খাবি খাওয়া ।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার মন্তব্য গেলো ক্যুনে ??
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
দার্শনিক্ বলেছেন: স্যরি ! অ্যাকসিডেন্টলি মুছে গেসে ! মাপ চাই, জনাব ।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
যোগী বলেছেন:
বুদ্ধি কম থাকলে যে কেও ভচকাতে পারে, ছেলে হোক বা মেয়ে হোক!
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
দার্শনিক্ বলেছেন: তাতো বটেই
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২০
নিলু বলেছেন: মচকালেও ভাং বেনা বোধ হয়
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
কলমের কালি শেষ বলেছেন:
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১
হামিদ আহসান বলেছেন: সবাই ভচকাইয়া যাইবে ..........................
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
♥কবি♥ বলেছেন: পাঠে ভ্যাবচ্যাকা খাইয়া গ্যালাম!!! সত্য কথন তবে বড্ড খোলামেলা। ভাল লিখেছেন। ভাল থাকুন।