![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক !
ক্যানন ৬০ ডি ক্যামেরা কিনেছি । অ্যমেচার না হলেও ঠিক প্রফেশনাল ফটোগ্রাফার নই । সাধারনত প্রকৃতির ছবি তুলি - ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি । কিন্তু প্রকৃতি মানেতো শুধু ল্যান্ডস্কেপ না, তাই প্রো্ট্রেটও করতে হয় । জুম দরকার পড়ে মাঝে মাঝে, কিন্তু ম্যাক্রো একেবারেই করা হয় না । একটা সকল কাজের কাজী টাইপের লেন্স কিনতে চাই। যে লেন্সে প্রাইম লেন্স এর মতো শার্প ছবি আসবে, মূলত ল্যান্ডস্কেপ-এরপরে প্রোট্রেট ভাল আসবে।একটাই লেন্স- তাই বারবার লেন্স পাল্টানোর ঝামেলা থাকবে না এমন লেন্স কিনতে চাই। সর্বোচ্চ ২টা লেন্স কেনা যেতে পারে , বাজেট সর্বোচ্চ ৭০,০০০ । কিন্তু ৩০,০০০ এ কাজ হলে ৭০০০০ খরচ করার কোনো ইচ্ছা নাই। ফটোগ্রাফার ব্লগারদের হেল্প প্রত্যাশা করি ।
২৪-১০৫ পছন্দ, কিন্তু দাম অনেক বেশী
আবার ১৮-১৩৫ আর ১৮-২০০ এর মধ্যে কোনটা বেশি ভাল বুঝতে পারছি না
নাকি ৫০এমএম প্রাইম দিয়ে প্রোট্রেট আর ২৪ এম এম প্রাইম দিয়ে ল্যান্ডস্কেপ এর কাজ সেরে নয়া ভাল?
২| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪
দার্শনিক্ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৭
িনদাল বলেছেন: সকল কাজের কাজি লেন্স কিনতে হলে আসলে খরচ বেশি পড়বে। সেক্ষেত্রে ট্যামরন 24-70 mm f 2.8 কিনতে পারেন, ৭৫ এর মত পড়বে। পোরট্রেইট এর জন্য আসলে প্রাইম এর বিকল্প নাই। 85 mm f1.8 টা নিতে পারেন