![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিকতা একটি মহৎ পেশা। একবাক্যে আমরা সবাই তা মেনে নেই। আর এই সত্য মেনে নিয়েই মূলত সাংবাদিকতার ইতিহাস শুরু হয়েছিলো। এককালে যারা সাংবাদিকতার পতাকা বহন করত তারাও হয়ত এর উত্তরোত্তর উন্নতির কথা ভেবেছিল । ভেবেছিল যে সাংবাদিকতা তার নৈতিকতার জায়গায় কখনো আপোষ করবে না। কিন্তু পরিস্থিতি বোধহয় কিছুটা ভিন্ন রুপ নিয়েছে। আজ সাংবাদিকতা কতটা নৈতিকতা মেনে চলে তাই যেন সবচেয়ে বড় প্রশ্ন? সাংবাদিকতা কি তার জায়গায় আছে নাকি ভিন্ন গ্রহে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে কারণ পৃথিবী যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে বলে।আজ এই প্রশ্নগুলো সবসময় উঠে আসছে জনমনে। আর এর কারণ সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে গণমাধ্যমের মতামত। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খুদে গানরাজ ঝুমু ও ঐশীকে নিয়ে গণমাধ্যমের করা রিপোর্টগুলো।
গনমাধ্যমের এই রিপোর্টগুলোই জনগণের মনে প্রশ্ন তুলেছে সাংবাদিকতায় নৈতিকতার চর্চা কতটুকু হচ্ছে,নাকি নৈতিকতার নামে নতুন নতুন ধারা সৃষ্টি হচ্ছে। আজ সাংবাদিকতায় 'সাংঘাতিক' শব্দটি কী আক্ষরিক অর্থে ব্যবহারের সময় চলে এসেছে।এসব প্রশ্নই জনগনের মনে শুধু ঘোরপাক খাচ্ছে। আজ তাই সময় এসেছে সবকিছু সমূলে উৎপাটিত করার। আজ যারা এই ধরণের সংবাদ পরিবেশন করছে,কেন করছে,এর পেছনে তাদের কোন বিশেষ উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখার। এমনকি যারা এই পেশার সাথে জড়িত তারা কটটুকু যোগ্য এই পেশার জন্য তা বিবেচনা। তাহলে আমাদের সঙ্কটটা আসলে কোন জায়গায় তা বেড়িয়ে আসবে।কিন্তু যাই হোক না কেন আমাদের এই সমস্যার সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে।আর এর জন্য প্রয়োজনীয় কাজ করতে হবে। কারণ, টকশোর সংলাপও একসময় শেষ হবে।
©somewhere in net ltd.