নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকা

আর কাদায় ভরা মনের মধ্যে ........

দেয়াল

আমি ইমন, অর্থনীতিতে মাষ্টার্স করেছি। মাঝখানে বন্ধ হয়ে গেলেও, মূলত একজন পাঠক হিসেবে চলছি। লিরিক লিখি। গীটার বাজিয়ে গান করার চেষ্টা করছি বহুদিন থেকে। গান বাজনার মিথ্যে গেরস্থালি নিয়ে আছি।

দেয়াল › বিস্তারিত পোস্টঃ

অ্যাফেয়ার কি প্রেম?

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:৪৭

সুদীর্ঘ সময় ধরে আমি ব্লগে কবিতা লিখতেছিনা। অথচ আমার প্রাণ, কবিতা বেঁচে থাকার রসদের মত। কত উত্তাল সময় কাটিয়েছি কবিতাকে নিয়ে। অথচ এখন কেমন অস্বস্তি!

আবার বেপরোয়া হওয়ার জন্য যা খুশি তাই লেখার পরিকল্পনা নিয়েছি। ইচ্ছে হলেই কেউ পড়বেন। না পড়লেও আপত্তি নাই। আমিতো ভাল আছি কবিতাকে নিয়ে। সেইটাই সবচে জরুরি কথা।



সাম্প্রতিক সময়ে আমার উত্তরন প্রেমানুভূতি থেকে। সেখান থেকেই অ্যাফেয়ার থেকে তাকে আলাদা করার চেষ্টা।



অ্যাফেয়ার অনেকটা ফেয়ার প্লের মত ব্যাপার

নিঝঞ্ঝাট গা বাঁচানো।

কিম্বা আয় আজ ফেয়ারে যাই এর মত

বিকেলবেলার চুক্তি,

যেন পরেরবেলায় অন্য কেউ হলেও চলবে।

এইজন্যে বোধহয় আজকাল বলতে শোনা 'অ্যাফেয়ার আছে' এর

মূল্য বোঝা, বা মূল্য কতটা

তা ভাবতে গেলে ধাঁধা লাগে।

এই জন্যে অ্যাফেয়ারের শাব্দিক মানে 'কারবারো' বটে।



অ্যাফেয়ার বলেনি তার সাথে সাথে চোখে তৈরি হয় উপাসনা.....

অ্যাফেয়ার প্রেম না এটা আরো বোঝা যায় জোড়া খুন কিংবা চাপাতির কোপের পর।



অ্যাফেয়ার বড় শোকেসে রাখা জিনিস হে

আমরা বড় দেখাতে চাই।



আর প্রেম গোপন স্রোতের মত

যা শুধু রক্তে না,

'এই আমি' আত্বার ভেতরেও খেলা করে।



(পুনশ্চঃ ইয়ে তোমার অ্যাফেয়ারে কোথায় সেই সমর্পন? ......হু)

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:৪৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
হুমমম...

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:৫৯

দেয়াল বলেছেন: হুম, ভাল আছেন ভাই?

২| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:৫৮

গুহামানব বলেছেন: ভাল

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:০০

দেয়াল বলেছেন: ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:০১

তাশমিয়া বলেছেন: অ্যাফেয়ার বলেনি তার সাথে সাথে চোখে তৈরি হয় উপাসনা....

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৪

দেয়াল বলেছেন: সেটাই না? চোখে তার কই উপাসনা ?

৪| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:০১

রাজিবুল ইসলাম বলেছেন: ভালইতো লাগল।

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৮

দেয়াল বলেছেন: আজ সকালে এই যে অধীর বাতাস, মেঘ রোদ এবং ছায়ার আসা যাওয়া, ভালই তো লাগছে। ধন্যবাদ

৫| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:০৭

গুরুজী বলেছেন: হুমমমমমমমমমমম

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৩

দেয়াল বলেছেন: হুমম অবশেষে নাকি আপতত(?) দেখছি এই ঘরের দেয়ালের প্রতি যে প্রেম, তাতেই সুখ কিম্বা স্বস্থি।

৬| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১২

মাহামুদ রাহি বলেছেন: হা: হা: হা......ভাইজান সুন্দর করে এ্যাফেয়ার বিশ্লেষন করেছেন। ভাল লাগলো।

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৪

দেয়াল বলেছেন: হা হা হা ধন্যবাদ ভাইজান। আপনার মন্তব্যে আমিও প্রকৃত আনন্দ পাইলাম। :)

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৮

দেয়াল বলেছেন: আপনার প্রোফাইলের লেখাটাও ভাল লাগলো ,' নিজেকে বিলিয়ে দেবার মধ্যে যে আত্বতৃপ্তি..........'

৭| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৭

সেতূ বলেছেন:
অ্যাফেয়ার-হচ্ছে বট বৃক্ষ যা আপনাকে সুরক্ষা ও নিরাপত্তা দিবে :):)

প্রেম- হচ্ছে বট বৃক্ষের লাত যাতে আপনি আনন্দে ঝুলবেন- পরে গেলে কিন্তু খুব ব্যাথা পাবেন। :(( :((

এখন আপনার ইচ্ছে ........... ;) ;)
বট বৃক্ষে বসে থাকবেন/ =p~ =p~
বট বৃক্ষে থেকে নেমে যাবেন/ :( :(
বট বৃক্ষে লাতায় আনন্দে ঝুলবেন/ :P :P

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:২৬

দেয়াল বলেছেন: অ্যাফেয়ার হচ্ছে বটবৃক্ষের বর্তমান পাখির ঝাকের মানসিকতা.....
"বিকেলে এই ঝাকরা ডাল রেস্টুরেন্টেই কি ডেটিং হবে?" :D

আর প্রেম হচ্ছে বট ফলের অতি সেয়ানা বীজ, যার ভেতরে লুকিয়ে থাকে আগামীর মহীরুহ কিম্বা বিশালতা। :)

আর ঐ ঝুলন্ত শেকর ঐ টা ভাই অ্যাফেয়ার।
তবু "সেদিন দুজনে ......ফুলডোরে বাঁধা ঝুলনা" গাইতে বসলে আপনার মন্তব্যেরো সার্থকতা পাওয়া যায়।

৮| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৮

ওমর হাসান আল জাহিদ বলেছেন: প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে? কি মনে হয় আপনার?

অ্যাফেয়ারের বিশ্লেষণটা ভালোই লাগল।

২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:২৮

দেয়াল বলেছেন: কি জানি ভাই। কাউরে বলতে শুনিনাই আমার ভালবাসা হইছে। বলে আমার অ্যাফেয়ার।

আর ধন্যবাদ।

৯| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:১৯

ওমর হাসান আল জাহিদ বলেছেন: সেতূ ভাইর কমেন্টটা জোস্ হইছে!

১০| ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১১:৫৪

বর্ণচোরা বলেছেন: প্রেম ও অ্যাফেয়ার হলো যৌণতার সুন্দর একটা নাম। ভালোবাসা নিষ্কাম হতে পারে.... কিন্তু প্রেম , অ্যাফেয়ার ভন্ডামি.....

১১| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:০৭

দেয়াল বলেছেন: নিষ্কাম হলেই সেটা শুদ্ধতা, আর কাম কিম্বা শরিরী ভালবাসা ভন্ডামি।
শুকরিয়া।

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১২

দেয়াল বলেছেন: হেই! তোমার ভেতরে যে কামনা জাগে সেইটা কিন্তু স্বাভাবিক না অস্বাভাবিক ভন্ডামি, খেয়াল রাইখো। আর ঠোটে ঠোট রাইখা ব্যারিকেড, কোন কাব্যে বসাইতে চাইওনা ভন্ডিনী। ভাই ভন্ডের অপজিট লিংগ টা কি হইবো?

১২| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:২৭

নট ডিফাইন বলেছেন: প্রেম মানে প্রেমিকার মা-বাবারে গুলি
উড়িয়ে দিব খুলি।

আধুনিক প্রেমের কবিতা , কেমন হলো?

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩০

দেয়াল বলেছেন: প্রিয়তে হিসেবে ডিফাইন.............

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৫

দেয়াল বলেছেন: প্রিয়তে হিসেবে ডিফাইন.............

তবে রুবেল কইতেছিল তার নাকি অ্যাফেয়ারের প্রবলেম।
কলসির কানা মারলেও কেউ প্রেম দিতে চায়.......
আর কেউ বিয়ে করতে চায়.........
কেউ কয়েক জনের সাথে অ্যাফেয়ার করে স্টাটাস বজায় রাখতে চায়.........
কেউ কয় খালি আমার সাথে বাদ দিয়া অন্যের সাথে ক্যান চ্যাট করে......
কেউ কয় কমিন্টমেন্ট আবার কি জিনিস?
এই জন্যে কেউ গুলি দিতে চায়.....
শুরু হোক পোস্ট মর্ডানিজমের গোলা গুলি.............

১৩| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:০৪

ভেড়া বলেছেন: ছোট বেলায় আমরা বন্ধু-বান্ধবরা দুই ধরনের ভালবাসা চিনতাম । একটা হচ্ছে "ভালবাসা" আর আরেকটা হচ্ছে "ট্রু-লাভ" (সত্যি ভালবাসা) । এই দুটো টার্ম আমরা ব্যবহার করতাম আমাদের মধ্যে যারা দুইদিন পর পর প্রেমে পড়ত তাদেরটা আর ধরেন আমরা বাকিরা যারা ভাল ছিলাম তাদেরটার মধ্যে পার্থক্য করতে ।

বহুদিন পর সেই কথা মনে পইড়া গেল । ধন্যবাদ আপনাকে ।

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:১৫

দেয়াল বলেছেন: ধন্যবাদ, ওহে ভেড়া।:) আর সিগারেট ছাড়ার জন্যে আপনাকে অভিনন্দন।

১৪| ২৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:১০

আমি বীরবল বলেছেন: ধর তক্তা, মার পেরেক-তার নামই হলো অ্যাফেয়ার।

২৯ শে মার্চ, ২০১০ দুপুর ২:২১

দেয়াল বলেছেন: ওহ! বিউটি বিউটি।প্লাস :)

১৫| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:২৮

তায়েফ আহমাদ বলেছেন: দুঃখ!:((
জীবনে অ্যাফেয়ার হৈল না!

২৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১০

দেয়াল বলেছেন: হায়! প্রেম তো হইছে? :)

১৬| ২৯ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৭

চতুষ্কোণ বলেছেন: আর প্রেম গোপন স্রোতের মত

ঠিক কথা।

২৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১২

দেয়াল বলেছেন: শুধু প্রেমে পড়লেই এই অনুভূতি বোঝা যায়। প্রেম হচ্ছে একটা পাখি যার সোনালী ডানা ছুয়ে দেখবার সৌভাগ্য পাওয়া চাই।যার একটি................

১৭| ৩০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:১৪

বর্ণচোরা বলেছেন: কামকে আমি ভন্ডামি বলিনি.......... বলেছি বহিপ্রকাশ এর ধরণটাকে ....


প্রেম , অ্যাফেয়ারের মোড়কে আমি ঢাকতে চাই নি ব্যাপারটা।


কাম তো চির সত্য এবং সুন্দর ।

২১ শে মে, ২০১০ রাত ১১:৩৮

দেয়াল বলেছেন: ধন্যবাদ

১৮| ২২ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০১

সিনসিয়ার বলেছেন: অ্যাফেয়ার কি প্রেম?....ভাবছি!!!

২২ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৯

দেয়াল বলেছেন: কবিতা ও কিছু কাজ করতে পারলো হয়তোবা মানে খুঁজ়ে পেল।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৯

প্লাস_মাইনাস বলেছেন: Affair may refer to professional, personal, or public business matters or to a particular business or private activity, as in family affair, a private affair, or a romantic affair. -wikipedia ;)

১২ ই মে, ২০১০ রাত ৯:২৮

দেয়াল বলেছেন: এতদিনে একটা ধন্যবাদ আপনাকে দেইনাই, আফসোস, আসলে খেয়াল করিনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.