![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ ..পড়েছি পুরকৌশল এ, কাগজে-কলমে বেকারত্ব ঘুচলেও স্বভাবে রয়ে গেছে। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আগের ২ পর্বে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য বই এবং চলচ্চিত্রের তালিকা,সবার অংশগ্রহণে বেশ অনেকগুলো নাম পাওয়া গেছে। এবার দেয়া হল মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা,বেশিরভাগটাই ব্লগারদের দেয়া তালিকা থেকে নেয়া,১টা বড় অংশ নেয়া শ্রদ্ধেয় রাগিব ভাইয়ের উইকিপিডিয়া থেকে দেয়া তালিকা থেকে। অনুরোধ থাকবে আবারো সবাই এখানে নিজের পড়া এবং জানা বইয়ের নাম যোগ করে কৃতজ্ঞ করবেন এবং তালিকাটিও সমৃদ্ধ করবেন।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলন:
১। রাইফেল-রোটি-আওরাত : আনোয়ার পাশা
২। আমার বন্ধু রাশেদ : মুহম্মদ জাফর ইকবাল; (কাকলী প্রকাশনী)
৩। আকাশ বাড়িয়ে দাও : মুহম্মদ জাফর ইকবাল; (জ্ঞানকোষ প্রকাশনী)
৪। ১৯৭১ : হুমায়ুন আহমেদ
৫। জ্যোছনা ও জননীর গল্প : হুমায়ুন আহমেদ
৬। অনীল বাগচীর একদিন : হুমায়ুন আহমেদ
৭। আগুনের পরশমণি : হুমায়ুন আহমেদ
৮। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ
৯। জয়বাংলার দেশে-- মঞ্জু সরকার (গল্পের বই)
১০। ফ্রিডম : আলী মাহমেদ
১১। একাত্তরের পথের ধারে : শাহরিয়ার কবীর
১২। একাত্তরের যীশু : শাহরিয়ার কবীর
১৩। কালো ঘোড়া : ইমদাদুল হক মিলন
১৪। ঘেরাও : ইমদাদুল হক মিলন
১৫। মা : আনিসুল হক
১৬। বাংলাদেশ কথা কয় : ছোটগল্প সঙ্কলন
১৭। প্রেক্ষাপট ৭১ : ছোটগল্প সঙ্কলন
১৮। প্রতিবিম্বের প্রতিধ্বনি : ছোটগল্প সঙ্কলন
১৯। মুক্তিযুদ্ধের গল্প : ছোটগল্প সঙ্কলন
২০। জয় বাংলার জয় : শওকত ওসমান
২১। জলাঙ্গী : শওকত ওসমান
২২। জাহান্নম হইতে বিদায় : শওকত ওসমান; (স্টুডেন্ট ওয়েজ)
২৩। জন্ম যদি তব বঙ্গে : শওকত ওসমান
২৪। দুই সৈনিক : শওকত ওসমান
২৫। নেকড়ে অরণ্য : শওকত ওসমান
২৬। শেখের সম্বরা : শওকত ওসমান
২৭। একাত্তরের বর্ণমালা : এম. আর. আখতার মুকুল
২৮। ওরা চারজন : এম. আর. আখতার মুকুল
২৯। জয়বাংলা : এম. আর. আখতার মুকুল
৩০। একাত্তর : এম. আর. আখতার মুকুল
৩১। বিজয় : এম. আর. আখতার মুকুল
৩২। ফেরারী সূর্য : রাবেয়া খাতুন
৩৩। একাত্তরের নিশান : রাবেয়া খাতুন
৩৪। সাত ঘাটের কানাকড়ি : মমতাজ উদ্দিন আহমদ
৩৫। বকুল পুরের স্বাধীনতা : মমতাজ উদ্দিন আহমদ
৩৬। নিষিদ্ধ লোবান : সৈয়দ শামসুল হক
৩৭। একাত্তরের কথামালা : বেগম নূরজাহান
৩৮। তোমরাই : আবদুল্লাহ আল মামুন
৩৯। বাংলার মুখ : আশরাফ সিদ্দিকী
৪০। মুক্তিযুদ্ধ হৃদয়ে মম : মুসা সাদিক
৪১। যখন সময় এল : সৈয়দ আলী আহসান
৪২। যুদ্ধজয়ের গল্প : রবীন্দ্র গোপ
৪৩। আবার আসিব ফিরে : শিরীন মজিদ
৪৪। লোরিয়া : আলী ইমাম
৪৫। যুদ্ধ জয়ের গল্প : বিপ্রদাশ বড়ুয়া
৪৬। যুদ্ধে যাবার সময় : মঞ্জু সরকার
৪৭। রাজপুত্র : দাউদ হায়দার
৪৮। বাতাসে বারুদ রক্তে উল্লাস : জুবাইদা গুলশান আরা
৪৯। মুক্তিযোদ্ধা হতেম যদি : আবু হানিফ
৫০। সংগ্রামী বাংলা : আবুল কালাম আজাদ
৫১। একাত্তর কথা বলে : মঞ্জুর আহমদ
৫২। জয় জয়ন্তী : মামুনুর রশীদ
৫৩। নুরুল ও তার নোট বই (ছোটগল্প সংকলন) : মুহম্মদ জাফর ইকবাল
৫৪। সূর্যের দিন: হুমায়ুন আহমেদ
৫৫। A Golden Age - Tahmima Anam;
৫৬। কিশোর মুক্তিযোদ্ধারের সত্যিগল্প: আমীরুল ইসলাম
৫৭। বৃষ্টি ও বিদ্রোহীগণ : সৈয়দ শামসুল হক
৫৮। মনের ঘুড়ি লাটাই
৫৯। কালা কুঠুরি
৬০। মুক্তিযুদ্ধ: নির্বাচিত কবিতা - সাইফুল্লাহ মাহমুদ দুলাল
৬১। রাজনৈতিক ও অরাজনৈতিক প্রবন্ধ : আহমদ ছফা
৬২। একজন দুর্বল মানুষ (ছোটগল্প সংকলন) : মুহম্মদ জাফর ইকবাল
৬৩। পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক; (নাটক)
৬৪। উত্তরকাণ্ড মুজিবনগর : শওকত ওসমান
৬৫। তরুক্ষু
৬৬। তালাশ : শাহীন আখতার
৬৭। যুদ্ধ : সেলিনা হোসেন
৬৮। আব্বুকে মনে পড়ে : হুমায়ূন আজাদ
৬৯। নামহীন গোত্রহীন : হাসান আজিজুল হক; (গল্পগ্রন্থ)
৭০। দ্বিতীয় দিনের কাহিনী : সৈয়দ শামসুল হক; (উপন্যাস)
৭১। এখন দুঃসময় : আব্দুল্লাহ আল মামুন; (মঞ্চনাটক)
৭২। মেরাজ ফকিরের মা : আব্দুল্লাহ আল মামুন; (মঞ্চনাটক)
৭৩। কেরামতমঙ্গল : সেলিম আল দীন; (মঞ্চনাটক)
৭৪। জীবন ও রাজনৈতিক বাস্তবতা : শহিদুল জহির; (উপন্যাস)
৭৫। হাঙ্গর নদী গ্রেনেড : সেলিনা হোসেন; (উপন্যাস)
৭৬। ক্যাম্প : মুহম্মদ জাফর ইকবাল; (উপন্যাস)
৭৭। মুক্তিযুদ্ধের গল্প (সংকলন) : অবসর প্রকাশনী
৭৮। আরেক ফাল্গুন : জহির রায়হান (ভাষা আন্দোলন সংক্রান্ত , সরাসরি মুক্তিযুদ্ধ নয়)
৭৯। আমার যত গ্লানি : রশীদ করীম
৮০। জীবন আমার বোন : মাহমুদুল হক
৮১। খেলাঘর : মাহমুদুল হক
৮২। অশরীরী : মাহমুদুল হক
৮৩। কবেজ লেঠেল : মঈনুল আহসান সাবের
৮৪। অন্ধ কথামালা : রশীদ হায়দার
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:১৪
ফারহান দাউদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সময় করে কিছু নাম যোগ করে দিয়েন।
২| ১২ ই মার্চ, ২০০৮ রাত ২:১৬
শাহাদত হোসেন বলেছেন:
দারুন
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৩০
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই মার্চ, ২০০৮ রাত ২:২২
রাগিব বলেছেন: এই সংস্করণটা মোটামুটি সম্পূর্ণ হয়ে আসলে আমাকে পিডিএফটা ইমেইল করে পাঠিয়ে দিন, আমি আপলোড করে লিংক দিয়ে দিবো।
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৩১
ফারহান দাউদ বলেছেন: রাগিব ভাই,পাঠিয়ে দেব,অবশ্যই।
৪| ১২ ই মার্চ, ২০০৮ রাত ২:২৩
রাগিব বলেছেন: A Golden Age - Tahmima Anam
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৪৩
ফারহান দাউদ বলেছেন: যোগ করলাম।
৫| ১২ ই মার্চ, ২০০৮ রাত ২:২৫
রাতমজুর বলেছেন:
প্রিয়তে, লিষ্ট সম্পূর্ণ হবার অপেক্ষায়...
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:৩১
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ।
৬| ১২ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৫
পুতুল বলেছেন: ৩৪। সাত ঘাটের কানাকড়ি : মমতাজ উদ্দিন আহমদ
আমার মনে হয় এ নামে স্যারের একটা মঞ্চনাটক ছিল।
আর কেউ জানলে বলবেন।
ফারহান দাউদ, অত্যন্ত গুরুত্বপুর্ণ কাজ। অনেক বিপ্লবী কবিতার চেয়েও ভাল। ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৮
ফারহান দাউদ বলেছেন: খুব সম্ভবত এটা সেই নাটকটাই,পুতুল আপা। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
৭| ১২ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৬
একজন বলেছেন: +++++
ওয়াও! আরো অনেক বইয়ের নাম পেলাম...
১২ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪৯
ফারহান দাউদ বলেছেন: সার্থক মনে করছি,সম্ভব হলে কিছু নাম যোগ করে দিয়েন মনে পড়লে।
৮| ১২ ই মার্চ, ২০০৮ রাত ৩:৫৭
নেমেসিস বলেছেন: আরেকটা সংগ্রহে রাখার মতন পোস্ট
১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩৭
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ নেমেসিস।
৯| ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:২২
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: একজন দুর্বল মানুষ (ছোটগল্প সংকলন)- মুহম্মদ জাফর ইকবাল
একজন দুর্বল মানুষ আর নূরুল ও তার নোটবুকের প্রতিটা গল্পই মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একএকটা মাস্টারপীস ... কয়েকটা মনে পড়ছে "একজন দুর্বল মানুষ", "একজন অপদার্থ পিতা", "ফেরা", "ভালোবাসার নক্ষত্র", "চা", "আজব ছেলে" ...
হুমায়ূন আহমেদের "ফেরা" খুবই চমৎকার একটা লেখা, কিন্তু সেটা গ্রামীন জীবন নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে না ...
উদ্যোগটা চমৎকার, গুড জব ফারহান ...
১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৪০
ফারহান দাউদ বলেছেন: আরে কিংকর,অনেকদিন পরে দেখলাম,খবর কি? একজন দুর্বল মানুষ যোগ করে দিচ্ছি। 'ফেরা' যতদূর মনে পড়ে,যুদ্ধশেষে একজন যোদ্ধার ফিরে আসার পথটুকুর কাহিনী,কিন্তু পুরোপুরি নিশ্চিত না,কেউ কি একটু নিশ্চিত করবেন?
১০| ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সত্যিই দারুণ !
চলুক...ফারহান !
১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৩৮
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ শিপন ভাই,যতটুকু ক্ষমতা আছে চালাবো।
১১| ১২ ই মার্চ, ২০০৮ ভোর ৪:৫৬
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: তুমি যে ফেরার কথা বলতেছো সেটা জাফর ইকবালের একটা ছোটগল্প, একজন দুর্বল মানুষে আছে ... রুমী নামের এক ছেলে প্রথমে মুড়ির টিন বাস তারপরে কয়েক ঘন্টা হাঁইটা গভীর রাতে বাসার সামনে পৌছায়, দেখে বাসার সামনে দুইটা কবর ... বাবা আর ছোটভাইয়ের ... মা সারারাত উঠান ঝাড়ু দেয় ... ঘুমাইতে পারে না ...
আর হুমায়ূনের ফেরা উপন্যাসের মেইন ক্যারেক্টার আমিন ডাক্তার নামের এক গ্রাম্য ডাক্তার ... গ্রামের মাতব্বরদের একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া সে জেলে যায় ... বারো বছর পর জেল থেকে ফিরে সে আবার ঐ মাতবরের বাড়ীর সামনের মাঠে বসে প্রতিবাদ শুরু করে ...
দুইটাই জোস ... না পড়লে পড়ে নিও ...
১২ ই মার্চ, ২০০৮ ভোর ৫:০৩
ফারহান দাউদ বলেছেন: গুলায়া ফেলছিলাম রে,স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হইতাসে জাফর ইকবালের টা পড়া ছিল,হুমায়ুন আহমেদের সাথে প্যাঁচায়া দিসি
ধরায়া দেয়ার জন্য অনেক ধন্যবাদ,এখনি ঠিক করে দিচ্ছি।
১২| ১২ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৮
আরিফুল হোসেন তুহিন বলেছেন: পায়ের আওয়াজ পাওয়া যায়--সৈয়দ শামসুল হক
আর বৃষ্টি ও বিদ্রোহিগন ও সৈয়দ শামসুল হকের।
শওকত ওসমানের আরও একটা বই আছে......
নামটা পুরো পুরি মনে করতে পারছি না,
সম্ভবত 'উত্তরকান্ড মুজিবনগর'
আর একটা ছোট গল্পের নাম মনে পড়ছে
'তরুক্ষু' লেখকের নাম ভুলে গেছি,পশ্চিম বাঙলার কেউ।
বাসায় বইটা আছে ....দেখে এসে বলব।
কবিতা আলাদা করে বের হয়নি তেমন,
কবিতার নামের তালিকা করা কি বেশী সময়সাপেক্ষ হয়ে যাবে?
১২ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩০
ফারহান দাউদ বলেছেন: তুহিন,অনেক ধন্যবাদ।
না,বসেই আছি,কাজেই সময়সাপেক্ষ হলেও সেই সময়টা এখন দিতে পারব,কাজেই কবিতার নাম দিলে সেগুলো তুলে দিতে আমার কোন সমস্যা নেই।
১৩| ১২ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৮
ফারহান দাউদ বলেছেন: মুক্তিযুদ্ধের গল্প-উপন্যাস পড়তে কি কারো আগ্রহ নেই? এত কম নাম পাওয়া গেল কেন??
১৪| ১২ ই মার্চ, ২০০৮ দুপুর ২:১৮
মাজুল হাসান বলেছেন: আবারো ধন্যবাদ। পিডিএফ ফাইলে কিছু ফন্ট ভেঙ্গে যাবার প্রবণতা দেখা গেছে। সেটা কি করে রোখা যায় সেটা একটু ভেবে দেখবেন? রাগিব ভাই সেবিষয়ে কি বলেন?
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৬
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ। ফন্টের বিষয়টা অবশ্য বিশেষজ্ঞদের ব্যাপার,আমারো ভেঙে গেছে,কেউ জানলে একটু সমাধান দিয়েন।
১৫| ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪০
সিহাব চৌধুরী বলেছেন:
পুতুল বলেছেন:
ফারহান দাউদ, অত্যন্ত গুরুত্বপুর্ণ কাজ। অনেক বিপ্লবী কবিতার চেয়েও ভাল। ধন্যবাদ।
আমার ও একই কথা ।
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০৬
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ সিহাব,কিছু কাজ করার চেষ্টা করলাম আরকি।
১৬| ১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৪
জ্বিনের বাদশা বলেছেন: চমৎকার কাজ হয়েছে ... তিনটা পোস্টে অনেক তথ্য ...+++++
১২ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০৮
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ বস্,আপনারা পড়েন বলেই চেষ্টা করলাম।
১৭| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫৩
কোলাহল বলেছেন: @ ফারহান।
অনেক অনেক ধন্যবাদ থাকল।
গুরুত্বপূর্ন এবং অত্যাবশ্যকীয় দ্বায়িত্ব পালন করেছেন। দলিল হয়ে থাকবে আগামীর জন্য।
+
১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ,আশা করি সবার কাজে লাগবে।
১৮| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৯:১০
শফিউল আলম ইমন বলেছেন: অনেক খাটুনি করেছেন দেখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪০
ফারহান দাউদ বলেছেন: সময় করে কিছু যোগাড় করে পড়ে নিয়েন(ফ্রিতে আমারেও দিতে পারেন)।
১৯| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ৯:১২
রাশেদ বলেছেন: ধন্যবাদ ফারহান। অনেক কষ্ট করতেছেন। খুব ভালো লাগলো এইরকম একটা উদ্যোগ দেখে।
২০| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৪৫
শেখ জলিল বলেছেন: পরপর তিনটা পোস্ট বেশ তথ্যবহুল। দারুণ কাজ!
১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৫০
ফারহান দাউদ বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের সামান্য কাজে এলেও সার্থক।
২১| ১৩ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৮
সামী মিয়াদাদ বলেছেন:
তালাশ-শাহীন আখতার
যুদ্ধ-সেলিনা হোসেন
আব্বুকে মনে পড়ে-হুমায়ূন আজাদ
বিদেশী লেখকদের বইগুলো থাকবেনা? থাকলে ভাল হবে কিন্তু?
এটাও প্রিয়তে
১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৮
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ অনেক,যোগ করলাম বইগুলি। বিদেশি লেখকদের বইগুলির নাম ঠিক জানি না,কেউ যোগ করলে ভাল হয়।
২২| ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪২
নগর বাউল বলেছেন: +
১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৪
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ।
২৩| ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৬
ফাহমিদুল হক বলেছেন: 'নামহীন গোত্রহীন' (গল্পগ্রন্থ) -- হাসান আজিজুল হক
'দ্বিতীয় দিনের কাহিনী' (উপন্যাস) -- সৈয়দ শামসুল হক
'সাত ঘাটের কানাকড়ি' সাম্প্রতিক সময়ভিত্তিক (এরশাদের আমল); এটি সম্ভবত সরাসরি মুক্তিযুদ্ধভিত্তিক নয়। এক মায়ের কয়েকজন সন্তান ... চেক করে দেখা দরকার।
আব্দুল্লাহ আল মামুনের কয়েকটি মঞ্চনাটক আছে। 'এখন দুঃসময়', 'মেরাজ ফকিরের মা' হতে পারে।
কেরামতমঙ্গল (মঞ্চনাটক, বিশাল প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধও একটি অংশ) --সেলিম আল দীন
জীবন ও রাজনৈতিক বাস্তবতা (উপন্যাস) -- শহিদুল জহির
হাঙ্গর নদী গ্রেনেড (উপন্যাস) -- সেলিনা হোসেন
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
ফারহান দাউদ বলেছেন: অনেক ধন্যবাদ নাগুলোর জন্য,যোগ করে দিলাম।
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
ফারহান দাউদ বলেছেন: "নামগুলোর" জন্য।
২৪| ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৮
ফাহমিদুল হক বলেছেন: ৬৫ নম্বরের তরুক্ষু আবার কী? নাসরীন জাহানের 'উডুক্কু' নাকি? সেটা মুক্তিযুদ্ধভিত্তিক বলে মনে হয়না।
২৫| ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩১
ফাহমিদুল হক বলেছেন: ৩৮ নম্বরে আছে 'তোমারি', নামটা হবে 'তোমরাই'। এটি সাম্প্রতিক প্রেক্ষাপটের নাটক। তবে মুক্তিযুদ্ধ প্রসঙ্গটি আছে। এযুগের তরুণদের বলা হচ্ছে তোমরাই। তোমরা চেতনা ফিরিয়ে আনবে ইত্যাদি। রাজাকার চরিত্রগুলো এযুগে সুখেই আছে এরকম আলোকপাতও আছে।
১৭ ই মার্চ, ২০০৮ রাত ১:৩২
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ,ঠিক করে দিলাম।
২৬| ০৯ ই মে, ২০০৮ রাত ৮:৫৮
যূঁথী বলেছেন: আমি মিলিয়ে দেখিনি কিন্তু মনে হল আমার পড়ার লিস্টের কিছু মিসিং তাই দিচ্ছি। হয়ত আপনার লিস্টেও আছে খেয়াল করিনি। তাই আগেই ক্ষমা প্রার্থণা করে নিচ্ছে।
১। ক্যাম্প - মুহম্মদ জাফর ইকবাল
২।জনযুদ্ধের গণযোদ্ধা - মেজর কামরুল হাসান ভূঁইয়া
৩। এক জেনারেলের নীরব সাক্ষী (স্বাধীনতার প্রথম দশক) - মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী - তবে সরাসরি মুক্তিযুদ্ধ সম্পর্কিত না , যুদ্ধোত্তর বলা যেতে পারে
৪। আমার ছোটবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ - সিমিন হোসেন রিমি
৫। মুক্তিযুদ্ধের গল্প (সংকলন) - অবসর প্রকাশনী
৬। আত্মকথা ১৯৭১ - নির্মলেন্দু গুণ
৭। বিজয়ী হয়ে ফিরব না হয় ফিরবই না - মেজর কামরুল হাসান ভূঁইয়া
৮। খুঁজে ফিরি (১৯৭১ এর পিতৃস্মৃতিহীন সন্তানদের কথা) - সংকলন
৯। চরমপত্র - এম. আর. আখতার মুকুল
১০। Witness to Surrender - Siddiq Salik
১১। আরেক ফাল্গুন - জহির রায়হান (ভাষা আন্দোলন সংক্রান্ত , সরাসরি মুক্তিযুদ্ধ নয়)
আপাতত এই মনে পড়ছে। পরে মনে পড়লে আবার জানাবনে।
প্রিয়তে থাকল। শুভকামনা রইল।
১০ ই মে, ২০০৮ রাত ২:১৮
ফারহান দাউদ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার লিস্টের বেশ কিছু আছে প্রামান্য বই,সেগুলো এর আগের পোস্ট "মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা" তে যোগ করে দিলাম,আর গল্প বা উপন্যাস যোগ করলাম এই লেখাতে। আপনাদের তথ্যের উপর ভিত্তি করেই নিয়মিত এই তালিকা আপডেট করা হবে,তাই যেকোন রকম সাহায্য কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে। আবারো ধন্যবাদ।
২৭| ০৯ ই মে, ২০০৮ রাত ৯:০৪
যূঁথী বলেছেন: ১২। কাঁচসমুদ্র - মুহম্মদ জাফর ইকবাল (এক্কেবারে ভিন্নভাবে আমাদের মুক্তিযুদ্ধ উঠে এসেছে এই বইটিতে)
২৮| ১০ ই মে, ২০০৮ ভোর ৪:০৫
নির্মোহ বলেছেন: খুব জরুরি। ভাল।
১০ ই মে, ২০০৮ ভোর ৫:২২
ফারহান দাউদ বলেছেন: অনেক ধন্যবাদ।
২৯| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনার পুরনো লেখাগুলো দেখতে দেখতে এই পোস্ট চোখে পড়লো। এই তালিকার সবগুলো সম্ভবত গল্প/কবিতা/উপন্যাস নয়। কয়েকটি উপন্যাসের নাম দিচ্ছি, এগুলো সবই মুক্তিযুদ্ধভিত্তিক।
১. আমার যত গ্লানি - রশীদ করীম
২. জীবন আমার বোন - মাহমুদুল হক
৩. খেলাঘর - মাহমুদুল হক
৪. অশরীরী - মাহমুদুল হক
৫. কবেজ লেঠেল - মঈনুল আহসান সাবের
৬. অন্ধ কথামালা - রশীদ হায়দার
পরে মনে পড়লে এই তালিকা পূর্ণাঙ্গ করতে আরো যোগ করার ইচ্ছা রইলো। সুন্দর উদ্যোগের জন্য অভিনন্দন।
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
ফারহান দাউদ বলেছেন: সবগুলো আসলে যাচাই করা সম্ভব ছিলনা,নিজেই আর কয়টা পড়েছি? আপনারগুলো যোগ করে দিচ্ছি,অসংখ্য ধন্যবাদ।
৩০| ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
বাপ্পাদিত্য বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সংগ্রহে রাখার মতো পোস্ট।
একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম, - আগের তালিকায় কি দিয়েছেন নাকি বইটির নাম? মুক্তিযুদ্ধের দিনযাপনের এমন বর্ণনাময় ও তথ্য সমৃদ্ধ বইটি তালিকায় না পেয়ে অবাক লাগছে।
১২ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩৭
ফারহান দাউদ বলেছেন: একাত্তরের দিনগুলি প্রামান্য বইয়ের তালিকাতে আছে। পড়ার জন্য ধন্যবাদ।
৩১| ০৮ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৯
ফিরোজ খাঁন তুষার বলেছেন: খুজতে খুজতে পেয়ে ঘেলাম , সরাসরি প্রিয়তে নিলাম ..... :-)
১৭ ই জুলাই, ২০১১ রাত ২:২০
ফারহান দাউদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০০৮ রাত ২:১২
ইরতেজা বলেছেন: ফারহান দাউদ ভাই অনেক অনেক ধন্যবাদ