![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার মত অনেক কিছুই আছে। কিন্তু যখনই লিখতে চাই বুঝতে পারিনা আমি আসলে কি বলতে চাই!! আমি সহজ সরল ভাবেই লিখতে চাই। কারো প্রতি কোনও বিদ্বেষ নিয়ে না। আমি শুধুই আমার মনের ভেতরের অনেক লুকোনো কথা বলতে চাই।
কথোপকথন
- মন খারাপ?
- না....
- মেজাজ খারাপ?
- না…..
- কি হয়েছে?
- কিছুনা….
- হুম….আচ্ছা….তোমার কি কি খারাপ লাগে ?
- মানে?
- মানে… কি দেখলে তোমার বিরক্ত লাগে? মেজাজ খারাপ হয়ে যায়?
- এই যে বিচ্ছিরি রোদ… খুব বিরক্ত লাগে
- আর কি খারাপ লাগে?
- রাস্তার বিচ্ছিরি ধুলা আর জ্যাম….
- আর?
- ঝাকানাকা গান... ইচ্ছে করে গলা টিপে ধরি যে গায় তার…
- হুম…. আর??
- মানুষের ন্যাকামো। বিশেষ করে ছেলে মানুষের ন্যাকা ন্যাকা আদুরে ডাক...
- ওহ আচ্ছা….আর??
- কেউ অতিরিক্ত কেয়ার করলে বিরক্ত লাগে….
- হুম… নেক্সট….???
- আর কি?? আর কিছু নেই তো!!!
- আরেকটু ভেবে বলো না!!! আর কি বিরক্ত লাগে??
- উফ… বললাম তো আর কিছু নেই!! জ্বালাচ্ছেন কেন শুধু শুধু??
- উহু…. বলো না…. একটু ভেবে দেখো…. আর কোন কিছু আছে কিনা যা তোমার অনেক বিরক্ত লাগে??
- না…আর নেই… বললাম তো!!!
- আরেকবার একটু ভেবে দেখো…
(কিছুক্ষণ অপূর্বর দিকে তাকিয়ে থেকে….)
- আর যখন আপনার প্রেমে পাগল হয়ে মেয়েরা আপনার পেছন পেছন ঘুরে বেড়ায় তখন আমার মাথা গরম হয়ে যায়….
- হুম…. ( মুচকি হেসে) চল….
- কোথায়???
- আইসক্রিম খাই... তোমার মাথাটা একটু ঠান্ডা করি...
( লাবণ্যর এখন ইচ্ছে করছে অপূর্বকে সে আস্ত খেয়ে ফেলবে…. কিন্তু সেই চিন্তা ঝেড়ে ফেলে দিল…. আপাতত অপূর্বর মাথা থেকে আইসক্রিম তার কাছে বেশি সুস্বাদু মনে হল )
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:০৭
আরণ্যক রাখাল বলেছেন: মেয়েরা আইসক্রিম এতো পছন্দ করে ক্যা??