![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁঝবাতি
১০/০৭/২০১৬ থেকে মা আমাদের বাসায় আছে।তার মেজ বৌ চাকরি পেয়েছে।ছোট নাতিকে বৌমা নিয়ে যাবে ,বড় নাতনির দশটায় স্কুল সাড়ে বারটায় আসবে।এপর্যন্ত তার বাসা সামলাতে হবে। বলি মা তুমি পারবেনা,তোমার শরীর ভালনা।তাতে কী হবে? ও আমি পারবো,তার দৃঢ় প্রত্যয়। যে এক রাত্র কোথাও থাকতে পারেনা,সে বাসায় থাকবেই। আশ্চর্য! যে কথা সে কাজ ।এসে হাজির এবং থাকছেনও।এ হলো মা।
©somewhere in net ltd.