![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁঝবাতি
আজ তুমি পাশে থেকেও অনেক দূরে।তোমাকে পাওয়ার ব্যকুলতা আমাকে পেয়ে বসেছে।এমন একসময় তুমি শুধু মাঝেমাঝে বলতে এই বয়সে এভাবে দূরে দূরে রাখলে তুমি বৃদ্ধ বয়সে আমাকে আর কাছে নিতে চাইবে না,ছেলেমেয়েরাও পাশে বসে থাকতে দেখলে ভালোভাবে নেবেনা।তখন কিন্তু আফসোস করবে।আজ সেই তুমি ক্লান্ত হয়ে নিথর পরে থাকো।ভয়েও জোর করিনা। ভোর সাড়ে পাঁচটায় উঠে ঘর সংসারের কাজ, রান্নাবান্না করে আমারটা গুছিয়ে খাবার টেবিলে গুছায়ে ছেলেকে খাওয়ায়ে নিজে কোনদিন খেয়ে বা নাখেয়ে ছোট কর্মস্থলে। ফেরার সময় একরাশ ক্লান্তি ও বিরক্তি নিয়ে আস ঘরে সাথে থাকে ছেলে।কী করতে পারি তোমার জন্য,বাসায় একজন না একজন থাকলেও ছেলেকে নিয়েই যত কস্ট।ও কবে বড় হবে? তখন আবার হয়তো নতুন কোনো সমস্যা এসে উপস্থিত হবে।
এইতো সংসার জিবন।
©somewhere in net ltd.