![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁঝবাতি
ভাগ্নে ক্লাস সিক্সে পড়ে।তাকে বাসায় চারজনে পড়াতে আসে।আর্টের একজন,গানের একজন,পড়ার জন্য দুজন স্কুলেও প্রাইভেট পড়ে আসে।পড়ালেখা করতে ইচ্ছা করেনা জিজ্ঞেস করলে,বলে,"কখন পড়বো বলো? এই আামার অবস্থা।" সত্যিই কখন পড়বে নিজে।সপ্তাহে একদিন খেলাধুলা করার সময় পায়।পত্রিকা পড়েনা, খবর দেখেনা। যান্ত্রিক জিবন যাকে বলে।বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত
ওদের সে সকাল নটা পর্যন্ত সময় দেয়,বিকেলে দুঘন্টা বড় ছেলেকে নিয়ে ঘুমায় আর রাত্রে দশটার পর বাসায় এসে সঙ্গ দেয়, বললো।কিন্তু খবর দেখা, পত্রিকা পড়া,কারেন্ট এ্যফেয়ার্স পড়া এসবের প্রতি কোনো নজর দেয় না।সে বলে,"মাস্টার না হলে পড়ালেখা করে না,তবু মাস্টার থাকলে যতটুকু পড়ে।"
ওর মা বলে,"শুধু ব্যবসা আর ব্যবসা অন্য কিছু তাঁর মাথায় নেই,আমার উপর সব ছেড়ে নিস্চিন্ত,ছোট ছেলেটাকে সন্ধায় নিলে বড়টাকে আমি নিয়ে বসতে পারি,শুধু টাকার প্রতি নেশা।"
এ যদি অবস্থা হয় তবে ছেলেদের কি অবস্থা হবে! ঘড়ে ঘড়ে একই অবসথা।পাঠ্যবইয়ের প্রতি সন্তানদের ডুবায়ে রাখা হয়।বড় হলে এরা কি করবে?
©somewhere in net ltd.