নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী পথিক।যখন যা ভালো লাগে তাই মনযোগ দিয়ে করার চেষ্টা করি।সত্যের সন্ধানী।

দেব জ্যোতি কুন্ডু

সাঁঝবাতি

দেব জ্যোতি কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

যোগাযোগ মাধ্যম

০৮ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

মানুষ টিভি বা পত্রিকায় গুনি মানুষদের গল্প পড়ে বা শোনে।নিজেকে প্রকাশ কয়জনে করতে পারে।আফসোস থেকেই যায়।তাই বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।সাধারণ মানুষদের বেশিরভাগ বেছে নিয়েছে ফেসবুক।করনাকালীন সময় কীভাবে কাটানো যায়?তাই গান ,নাচ,কবিতা আবৃত্তি,অঙ্কন কতকিছু...।আবার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান খুলেছে ফেসবুক পেজ,গ্রুপ।যার মাধ্যমে লাইভ ক্লাস,লাইভ গানের অনুষ্ঠান,বিভিন্ন লেখা,আঁকা ছবি ইত্যাদি পোস্ট করছেন।চলছে আড্ডা,অডিও -ভিডিও কল।আবার গুগল মিট,জুম ইত্যাদির মাধ্যমে অফিসিয়াল মিটিং ,ভার্চুয়াল ক্লাস করছেন অনেকে।পত্রিকা পড়া,বই পড়া,মুভি দেখা,রান্না শেখা,সেলাই শেখা,জামা কাপড় বানানো শেখা...কতকিছু শিখছে অনলাইন মাধ্যমে।নেটওয়ার্ক ভালো হলে,ইন্টারনেট সহজলভ্য হলে,সরকার অনলাইন ক্লাসের প্রতি ভালো মনোযোগি হলে শিক্ষার্থীরা এ কয়মাস পড়ালেখায় এক্টিভ থাকতো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: আমি আছি, মুভি, বই আর ব্লগ নিয়ে। বেশ ভালোই আছি।

০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: যার যেখানে প্রতিভা,সেখানে তা প্রয়োগ করতে হবেতো।

২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কুন্ডু দাদা আমি আছি ব্লগ আর ব্লগারদের নিয়ে।
কি আজব চরিত্র এক এক জনের!! সকালে এক
তো বিকেলে আর এক রং। রাতেরটতো বোঝাই
দায়!!

৩| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: যার যেখানে প্রতিভা,সেখানে তা প্রয়োগ করতে হবেতো।এগিয়ে চলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.