নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী পথিক।যখন যা ভালো লাগে তাই মনযোগ দিয়ে করার চেষ্টা করি।সত্যের সন্ধানী।

দেব জ্যোতি কুন্ডু

সাঁঝবাতি

দেব জ্যোতি কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

তেজদাসকাঠী গণহত্যা

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৩

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ৫নং টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রাম।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর হুলারহাট নদী বন্দরের কঁচা ও কালিগঙ্গা নদীতে গানবোটে চড়ে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা আসে।স্থানীয় রাজাকার,আলবদর,আল শামস্‌ ও শান্তি বাহিনীর সহযোগিতায় তারা হুলারহাট থেকে শুরু করে-নরখালি,চরলখাকাঠী,লখাকাঠী,ওদনকাঠী,মূলগ্রাম পালপাড়া,পান্তাডুবি,টোনা, তেজদাসকাঠী থেকে প্রভাবশালী সনাতন ধর্মাবলম্বী কমপক্ষে ৩০ জনকে ধরে এনে তেজদাসকাঠী গ্রামের বর্তমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে মেরে খালে ফেলে দেয়। এসময় অনেক হিন্দুবাড়িতে লুটতরাজ করে আগুন ধরিয়ে দেয় তারা।যা তেজদাসকাঠী গণহত্যা নামে পরিচিত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ১৯৭১ এর কোন সময়কার ঘটনা এটা? পিরোজপুর, হুলারহাট ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে এই এলাকায়।

২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৩

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: এপ্রিল মে তে হবে।

২| ২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.