![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
:মন:
মনের ভেতর অনেক মন
লুকোচুরি খেলে
তার ভেতর একটি মন
পাখনা মেলে।
রংবতী ফুল বিপনী
শুধুই রং ছড়ায়
বৃদ্ধ বয়সেও মনটাকে
সুতোয় বাঁধা না যায়।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ইভটিজিং বিরোধি গন সচেতনতা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও তা গন আন্দোলন আকারে বিস্ফোরিত হচ্ছেনা। শুধু ইফেক্টেবল স্থানেই এর দু চারটা ফেস্টুন, প্লেকার্ড বা মিছিল,মানববন্ধন হতে দেখা যায়।
এছাড়া এ জন্য সরকারী ভাবে বা বেসরকারীভাব তেমন কোন প্রতিরোধক মূলক উদ্যোগ চোখে পড়ছে না।
সরকার তার দায়িত্ব বৃদ্ধি করলেই তার সাথে দেশের আমজনতার অংশগ্রহন বৃদ্ধি পাবে।
তখনই এর ফল সুফল পাবে। নচেৎ তেমন কোন পরিবর্তন আসবেনা। সমাজে এর কুপ্রভাব ছড়িয়ে পড়বে।