নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৬ ই মে, ২০১৪ সকাল ৭:৫৮

# একটি হুইল চেয়ার ও একটি প্রেম #



-------দ্বীপ সরকার



একটি হুইল চেয়ার

খুব আয়েশে ওঠানামা করতো

উঠোনের উত্তর দিকে

চেয়ারে বসা মেয়েটির চোখে

কালো চশমা থাকতো -হাতে নভেল ;

আমি বেলকোনীর গ্যালারি ধরে

ব্যাঞ্জন দৃষ্টি মেলে দেখি

সূর্যটা নারিকেল পাতার ফাঁক দিয়ে

সাবধানে আলোকিত করে রেখেছে

তার বিখ্যাত কাব্যময় অধরখানি।



আমাকে দেখে হাসতো -

অনেক দুর থেকে ভিন্ন নিয়মের শৈল্পিক হাসি

হাসি দেখার লোভটা আমার আরাধনা হয়ে গেলো এভাবেই

এভাবেই-

শরতের পাখপাখালী জাগে, আমিও

ছুটে আসি বেলকোনীর বারান্দায়

একই নিয়মে ভিখিরির ন্যায় শৃকনো চাহনী তাথৈ খেলে

আমি জীবিত হই পুনশ্চ পুনশ্চ

অথচ কথা হয়নি কোনদিনও।



ঘরোয়া শাসনে বদ্ধ পাখির ন্যায় বেষ্টিত সে

বহুকাল ধরে -চৌকাটের ভেতরেই

অনেকবার মরে আবার বাঁচে।

হঠাৎ এক ভোরে চাবুক দৃষ্টি মেলে দেখি

চশমা পড়া মেয়েটি নেই

হুইল চেয়ার আর ওঠানামা করেনা;

আমার বেলকোনী, আমার ভোর এবং

আমার দৃষ্টি কিছুতেই বিশ্বাস করতে পরেনি

পর দিন খবরের কাগজে দেখি

রঙ্গিন ব্যানারে প্রেস হয়েছে

''সিলিং ফ্যানের সাথে সুইসাইড,,

শুধু একটি চিরকুট লিখে রেখেছিলো

" একটা হুইল চেয়ার ও একটি বেলকোনী

বড় ভালোবাসার ছিলো,,।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.