![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
কবিতার ভূমিষ্ট (২০ মার্চ,১৪ইং)
শুভ্র চাদরে আজ রাতে রক্তস্রাব ঘটলো
আমার কলমের। বিষক্রিয়ায় আপাদমস্তক
লালচে মাটি খুঁড়ে বেরিয়ে পড়লো জাতক
এক কবিতা।তীব্র নেশায় ঘুঙুর সরালো
অস্পষ্ট রাত। আরক্তিম আঁচরে যে কবিতা
শোভা পেলো আমার নিতান্ত ডায়েরীতে-
নাম দিলাম "প্রেমের মুদ্রাস্ফীতি,,ছুঁয়ে নিলো সভ্যতার অংকিত স্বাধিনতা,
চোখ ফুটলো নরম শরীরের স্তন অব্দি,
নেকড়ে শাবক হতে থাকলো ক্রিয়াশীল শিশু;
নবজাতক শিশুর মতোন ঘনিষ্ট আত্নায়
মানুষ দেখবে তাদের প্রতিবিম্ব।
শুভ্র কচি,দশ বারো শ্লোকের আঁষ্টে কবিতার
নিরেট আয়ুর ভূমিষ্ট হলো।
কবিতার দাফন (২৩ সেপ্টেম্বর,১৪ইং)
অতঃপর মনপুত হলোনা বলে
ডায়েরীতে লাল কালির ক্রোস চিহ্ন দিয়ে
মেরে ফেল্লাম আগলে ধরে সিক্রেটলি;
তার শাণিত চিৎকার নতুন প্রজন্মকে
ইঙ্গিত ঢেলে দিয়ে বল্লঃ
" অহেতুক কিছুই সৃষ্টি হয়না,আমকে সৃষ্টি
করা হয়েছে,মেরেও ফেলা হলো,,
যার নরম শরীর স্থান পেলোনা
সূর্যাস্তের সন্নিকটে-একটি দিবসের তলে,
একজন পাঠকও ছুঁতে পারলোনা আর্দ্রময়
কবিতার দৈনন্দিন বেড়ে ওঠা নিক্কন শরীর,
অথচ তারও অধিকার ছিলো মানুষের
মুখে মুখে ছিপ ছিপে উচ্চারন হয়ে বেঁচে থাকা।
আমি এক হন্তারক কবি। নিষ্পাপ এক সৃষ্টিকে
জখম করে কল্পনায় থুইয়ে গেলাম অনাদরে।
আর হয়তো প্রেমের মুদ্রাস্ফীতি জাগ্রত হবেনা
কলমের ঠোঁটে,আঙ্গুল জুরে অথবা
কালের প্রবাহে ডকুমেন্টারি আবর্তে।
অথচ মডিফাই করে তাকে আবিস্কার করার
কথা ছিলো নতুন আঙ্গিকে নতুন ভঙ্গিতে...।
২| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
বলেছেন: +
৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
লীনা জািম্বল বলেছেন: সুন্দর
৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো বেশ ।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: সকলকেই ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো!