![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
বাসের শেষ হুইসেলটা কানে ভাসে এখনো
পাঁচ আঙ্গুল নাড়াতে নাড়াতে
নিষ্পলক হয়ে গেলো এক খন্ড হাত
এক জোড়া চোখও নিভে গেলো অতঃপর;
এভাবেই মানুষ হারিয়ে যেতে থাকে
দুরন্ত বাস বেসামাল হয়ে হুইসেল বাজাতে থাকে।
এখন নরম দৃষ্টি মেললে নদী পেয়ে বসে নাব্যতা
আঁধারেরা কখন এসে ভর করে আঙ্গুলজুরে
কলম ধরে কবিতা রচিতে পারিনা আর।
এখন সেই টার্মিনালে চলে অযথা হাত নাড়া নাড়ি
" আসেন আসেন আর সময় নেই এক্ষুনি ছাড়বে গাড়ী "
আমার সেই চেনা হাত, চেনা চোখ
আর একটি বারও নড়ে ওঠেনা,
কেবলি জিপসী স্বপ্নে কেঁপে ওঠা নরক
চিতায় শব হয়ে ফিরে আসে বারংবার
আর জ্বালিয়ে পুড়িয়ে মারে
আমার অনুশীলনী জীবন যাপন।
ওহ আমার আমি!
আমাকে ফেরাও! আমাকে ফেরাও!
লেখাঃ ৪/১/১৫ইং
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
দ্বীপ ১৭৯২ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩
স্বদেশ হাসনাইন বলেছেন:
বেশ অনেকটাই ভাল লাগলো।
কবিতায় কখনো ভুল শুদ্ধ নেই। তবে পাঠকের ভাবনা শুনতে পারেন।
পরিচিত হলেও আবারও এই প্রকাশটা ভাললাগলো
বাসের শেষ হুইসেলটা কানে ভাসে এখনো
পাঁচ আঙ্গুল নাড়াতে নাড়াতে
নিষ্পলক হয়ে গেলো এক খন্ড হাত
এক জোড়া চোখও নিভে গেলো অতঃপর;
এভাবেই মানুষ হারিয়ে যেতে থাকে
দুরন্ত বাস বেসামাল হয়ে হুইসেল বাজাতে থাকে।
আঁধারেরা কখন এসে ভর করে আঙ্গুল জুড়ে
আঙ্গুলজুরে -বানানটা দেখেন আরেক বার।
"কলম ধরে কবিতা রচিতে পারিনা আর।"
রচিতে শব্দে কেমন আটকে যায়।