নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

ভাষণঃ আজ একুশে ফেব্রুয়ারি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩


ভাষণঃ আজ একুশে ফেব্রুয়ারি

দ্বীপ সরকার

ঊনিশ শো,বায়ান্ন সাল,
পাকিস্তানি এক মনুর
মোহাম্মদ আলি জিন্না বলে উঠলো
"ঊর্দু এবং ঊর্দুই হবে রাষ্ট্রের ভাষা "
তখন সাড়ে সাত কোটি বাঙালির
শরীরে প্রতিবাদী রক্ত ধ্বণিত হয়ে উঠলো,
না, রাষ্ট্রের ভাষা বাংলা হবে,
এই অঞ্চলের মানুষের মুখে ভাষা বাংলা হবে,
কথা বলার ভাষা বাংলা হবে,
অফিস আদালতের ভাষা বাংলা হবে,
মায়ের শেখানো ভাষা বাংলা হবে,
বাংলার প্রতিটি বর্ণমালাকে এইবার
স্বাধীনতা দিয়েই ছাড়বো।

বাংলা জুরে প্রতিবাদ আর দ্রোহের
মিছিল গর্জে উঠলো
পাখ পাখালির গান ,সমুদ্রের গর্জন
আর মানুষের দাবীর সুর মিশিয়ে
আনাচে কানাচে বেরিয়ে পড়লো
সালাম,জব্বার, বরকত,রফিকেরা।
অতঃপর অকপট ব্রাশ ফায়ারে
কয়েকটি তাজা প্রাণ ঢলে পড়লো
পিচঢালা রাস্তায়,
সাথে বর্ণমালাদের বেঁচে ওঠার আর্তনাদে
এদেশের আকাশে বাতাসে ভারি হতে
থাকলো রক্তের গন্ধ
অতঃপর একুশে ফেব্রুয়ারি
বাংলা আমাদের মুখের ভাষা হয়ে গেলো।
আজ সেই একুশে ফেব্রুয়ারি,
বাংলা বর্ণমালাদের স্বাধীনতা দিবস।
এখন মায়ের ঘুমপাড়ানি গল্পে গল্পে
মায়ের সিথানে নির্বিঘ্নে ঘুমাতে পারি।

লেখাঃ ২১শে ফেব্রুয়ারি,২০১৫ইং।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.