নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপাবলি

আলো আমার আলো ওগো আলো ভূবন ভরা আলো নয়ন ধোওয়া আমার আলো হৃদয় হরা।

দীপিকা

দীপিকা › বিস্তারিত পোস্টঃ

দূরন্তপনা!

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

রফিক, শান্ত, রানা একসাথে হেঁটে যাচ্ছে। দোতলার বারান্দা থেকে কলেজের শহীদমিনার দেখা যাচ্ছে। যুঁথি আর রায়না বলল, “তোরা একটু দাঁড়া এখানে কিছু ছবি তুলবো।” যুঁথি ছবির পাগল। সবসময় সাইবার শট সাথে নিয়ে ঘুরে বেড়ায়। বেশ কিছু ছবি তোলা হল। হঠাৎ রানা বলে উঠলো, যুঁথি আমি দোতলা থেকে লাফিয়ে শহীদ মিনারটার পাশে নামবো। দেখি তুই কেমন আমার শট নিতে পারিস। আমরা হাসতে হাসতে বললাম, হয়েছে চল নীচে চা সিঙারা খাব। এমন সময় দেখি রানা রেলিং টপকিয়ে কার্নিসে দাঁড়িয়েছে! পাগলটা কি সত্যি লাফ দেবে? রানা বলল, “যুঁথি, আমি রেডি ওয়ান, টু থ্রী বলব আর তুই শট নিবি।“ রানা লাফ দিল! আমরা ছুটে রেলিং এর ধারে গেলাম। ছাগলটা মাটিতে ঘাড় গোঁজ করে বসে আছে। যুঁথি জিজ্ঞেস করলো, “তুই ঠিক আছিস?” রানা উত্তর না করে একই ভাবে বসে রইল। আমার ভেতরটা ছ্যাত্‌ করে উঠল। নিশ্চয় ব্যাথা পেয়েছে! সবাইকে তাড়া দিলাম, “শীগগির ওর কাছে চল।” দ্রুত সিঁড়ি ভেঙে রানার কাছে ছুটে গেলাম। রানা একই রকম ঘাড় গোঁজ করে বসে আছে। শান্ত জেজ্ঞেস করল, “কি হল তোর?” “পা মচকে গেছে, নাড়তে গেলেই ভীষন ব্যাথা করে উঠছে। পায়ে ওজন দিয়ে দাঁড়াতে পারছিনা। তিন সপ্তাহ পর রানার প্লাস্টার কাটা হল। গোড়ালীর হাড় জোড়া লেগে গেছে ততদিনে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১

জন রাসেল বলেছেন: আপনার প্রচেষ্টাটি ভালো তবে গল্পের ম্যাসেজটা ঠিক ধরা গেল না। গল্পের মধ্যে একটি ম্যাসেজ থাকতে হয় যেটি আপনি সবাইকে দিতে চান গল্পের আঙ্গিকে একটা কাহিনির অবতারনা করে।

যাইহোক, সেটা এসে যাবে লেখালেখি করতে করতে। চালিয়ে যান।


আমাদের নতুন অ্যালবামের গান শোনার আমন্ত্রন রইলোঃ

স্বপ্ন দেখার দিন - টিয়ারস অফ সাইলেন্স

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

দীপিকা বলেছেন: চেষ্টা করব জন রাসেল। অনেক ধন্যবাদ আপনাকে! আপনার গানের বিশ্লেষণ খুব ভাল লেগেছে!

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

জন রাসেল বলেছেন: অসংখ্যা ধন্যবাদ। ওখানে অনেকগুলো লিংক দেয়া আছে। সবইগুলোই আমার এখানে কাজ করছে। যাইহোক, এই লিংক থেকে গানটি নামিয়ে নিনঃ

ডাউনলোড লিংক

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

দীপিকা বলেছেন: হ্যাঁ, এবার ডাউনলোড হলো! অনেক সুন্দর গান!!! অনেক ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.