![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রেন ছেড়ে দিল আবার। স্টেশন থেকে খালের পাড় ঘেঁষে বয়ে যাওয়া রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে সবুজের সমারোহ। কিছুদূর গিয়েই পেয়ে গেলাম সর্ষে ক্ষেত। হলুদ ফুলের সমারোহে চোখ ধঁধিয়ে যায়। ক্ষেতের আল ধরে নেমে গেলাম হলুদের রাজ্যে। কিছু প্রজাপতি আর ঘাসড়িং বন্ধু হয়ে সঙ্গ দিতে লাগলো। এখনো ৭ মাইল পথ যেতে হবে। না এখনি রিক্সা নেবোনা। রাস্তায় ফিরে এলাম। নির্জন সবুজের সমারোহে একা হাঁটছি। শীত শীত সকালের শিশির ভেজা মিষ্টি রোদ, অপরূপ! রাস্তা ছেড়ে সবুজ ঘাসের গালিচায় নেমে হাঁটতে লাগলাম। শিশিরে পা ভিজে যায়! গ্রামের ভেতর চলে এলাম। নির্জনতাও কমে এলো। হাঁস মুরগীর সরব কোলাহলে সম্বিত ফিরলো। এরপর রিক্সা নিয়ে পৌঁছে গেলাম পদ্ম ফোটা কাজল কালো পুকুর ধারের নিজ গ্রামের বাড়িতে।
৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫
দীপিকা বলেছেন: অনেক সুন্দর ব্লগ! দেখে ভাল লাগলো!
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৯
মহসিন০৮ বলেছেন: ভালা লাগল। আপনাকে আমন্ত্রণ http://www.ctgblog.com/ -এ