| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দ্বীপ রয়
	সময়ের স্রোতে-উল্টো পথে,উল্টো রথে চলছি...
কি সম্পর্ক ছিল তোমার আর আমার?শুধু কিছুদিনের জানা শোনা-তবে চেনা নয়।তার পরও অনেকটা দিন রাত কেটে গেছে অপেক্ষার প্রহর গুনে!একটা আশ্চর্য রকমের টান অনুভব করেছি-হয়ত তুমিও করেছিলে কিংবা করোনি কখনো-এর সব কিছুই আমার নিজস্ব ধারনা মাত্র।হৃদয়ের মাঝে যে না বলা কথাগুলো তা এখনো হয়নি বলা-তুমিও বলোনি-যে স্বপ্নের বীজ হয়নি বোনা তা অঙ্কুরিত হবার কোনো সম্ভাবনাই তো থাকে না......এই ভাল-স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাক চোঁখের আঁধারে-নিঃশব্দে তুমি চলে গেলে নীরব অভিমানে অথবা তীব্র ঘৃনা অন্তরে নিয়ে!!যদি কখনো আসো ফিরে-আসতে চাও আমার ভুবনে-নিঃসঙ্কোচে এসো,আমি থাকব তোমার ফেরার পথ চেয়ে!তোমার ঘৃনা মান অভিমান সে তোমার অনুরাগ বলেই জানি-জানব আজীবন।যদি ভুলে যেতে চাও কিম্বা ভুল করেই ভুলে যাও-আমি দুঃখ পাব না জেনো--শুধু আমার অন্তরে তোমার উপস্থিতি আছে-থাকবে সেই আগের মতই।একাকি নিভৃতে কোনো শ্রাবনের রাতে যদি প্রশ্ন আসে মনে তোমার কে ছিলাম আমি-আর তুমি কি আমার...তবে উত্তর তার একটাই-বন্ধু!!তাই রইলাম তোমার নিঃস্বার্থ বন্ধুত্বের প্রতিক্ষায়!!
২| 
২৩ শে জুলাই, ২০১৩  রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
বন্ধুত্বের প্রতিক্ষার শেষ হোক। শুভ কামনা রইল। 
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩  রাত ১২:২৬
পেন্সিল চোর বলেছেন: কাকে নিয়ে লিখলেন ভাই ? দারুন হয়েছে