নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা যাক!!

দেখা যাক!! › বিস্তারিত পোস্টঃ

কনফেশনঃ আমি কারো মাল্টি নই।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আমি কারো মাল্টি নই। অনেক আগে নিক খুলে বসেছিলাম কিছু পোস্ট দিয়েছিলাম কিন্তু জেনারেল না হবার কারনে আমার পোস্ট আপনারা কেও পড়তে পারেননি। তাই সব পোস্ট মুছে দিয়েছি।

তাই এখনো যদি আমি কারো পোস্টে গিয়ে কমেন্ট করি এবং সেটা তার কাছে গদাম মূলক মনে হয় তবে সে চিল্লানো শুরু করবে আমি কারো মাল্টি এবং আমি যেন আসল নিকে আসি। ব্লগে নিক না থাকলেও লেখা পড়তাম, ক্যাচাল দেখতাম। কেও গদাম খেলে মাল্টি নিক মাল্টি নিক বলে পাস কাটানোর চেষ্টা করে। তাই আগেই বলে রাখলাম আমি কারো মাল্টি ন। নিরাপত্তা স্বরূপ আগেই জানিয়ে রাখলাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

আমার পরিচিত একাধিক জন আছে, যারা কখনো সখনো ব্লগে লগ ইন হয় । কিন্তু তারা যদি কখনো কাওকে গদাম দেয় আমি নিশ্চিত তাদেরকে মাল্টি ডাকা শুরু হবে। যদিও তারা গদাম দেবার মানসিকতা সম্পন্ন নয়।

আপনার জন্যে শুভকামনা রইল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.