| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাত দৃষ্টিতে দুইজন দুই মেরুর হলেও আমার মনে হয় তাদের মাঝে মৌলিক কিছু মিল আছে।
আগে দেখে নেই ছাগু কাকে বলে।
ছাগুঃ যারা জামায়তে পাকিস্তানি করে তাদের কে প্রাগ ঐতিহাসিক কালে ছাগু বলা হলেও এখন আর যারা জামায়তে পাকিস্তানি করে তাদের শুধু ছাগু বলা হয়না। এখন ছাগু বলা তাদের যারা কুকুরের মত অন্ধভাবে আওয়ামীলীগের আনুগত্য করেনা তাদের।
ছাগু হান্টারঃ নাম শুনলেই বোঝা যায়। তবু বলি যারা জামায়তে পাকিস্তানিদের হান্ট করে বেড়ায়।
এখন আসুন কিছু মিল দেখে নেয়া যাক।
১। দুইজনই কুকুর স্বভাবের। একজন জামায়তে পাকিস্তানির প্রতি কুকুরের মত আনুগত্য করে আরেকজন আওয়ামীলীগের প্রতি। এদের মাথায় মগজ থাকলেও সেইটা ব্যাবহার না করতে করতে এখন আর ব্যাবহার করার অবস্থায় নাই। তাই কুকুরের মত আনুগত্য ছাড়া তাদের কোন উপায়ও নাই।
২। তারা কেওই নিজের দলের সমালেচনা সহ্য করতে পারেনা।আওয়ামীলীগের সমালেচনা করলে পাকিস্তানি দালাল,ছাগু ট্যাগ মারে, আরেকজন জামায়তে পাকিস্তানির বিপক্ষে বললেই ভারতীয় দালাল,নাস্তিক ট্যাগ মারে।
৩।তাদের কাছে তাদের নেতাগন ফেরেস্তাদের চাইতেও পবিত্র এবং তারা কোন দোষ করতে পারে তা মানতে নারাজ। অবশ্য দোষগুন আলাদা করে বোঝার জন্য মগজ লাগে। তাদের সেটা নাই বললেই চলে। দল থেকে যা আসে তাই কুকুরের মত প্রভুর আদেশ মনে করে মেনে চলে।
৪। দুইজনের পেশাতে "ছাগু" শব্দটা কমন। (দুইটাই এখন অনেক প্রফিটেবল পেশা। ঠিক মত দাও মারতে পারলে কিছু না করেও সংসার চালানো যায়।)
৫। দুইজনই বেচে খায়। একজন ইসলাম বেচে খায় আরেকজন চেতনা বেচে খায় এবং ভাব ধরে যে তারা আসলে ইসলামের বা চেতনার চর্চা করছেন,তার প্রসার করছেন।
৬।দুজনই কেও কাউকে মানুশ মনে করেনা। সুযোগ পেলেই কোপাতে থাকে। কোপ খেলে ব্লগে,ফেসবুকে এসে কান্নাকাটি করে আর কোপ দিতে পারলে উল্লাস করে।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১
সাদ আরেফিন বলেছেন: আরেকটা মিল আছে তা হইল .... ছাগুলিগ ছাগুদের পুন্দায় আর ছাগুলিগ কে সবাই পুন্দায় ........