| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্লিওসিন অথবা গ্লসিয়ার
!
হাসনাহেনা, বকুল, জুই, চামেলী, গোলাপ, চন্দ্রমলিকা বলে কিছু নেই। এসব পৃথিবীর সবচেয়ে পুরোনো বাগানের মালীর ফুল বিষয়ক অজ্ঞতা। ঘাসের আংগুলগুলো ছুয়ে ছুয়ে সহজ নাট্যমঞ্চে গিয়ে চন্দ্রমল্লিকারা একা হয়ে যায়।
পৃথিবীতে এখনও প্রেম হয়, বসন্ত আসে। গোলাপ বা কদমফুলের পায়ে সোনার ঘুঙুর। সকল বিষাদ পুরোনো বাগানে ফিরে যায়।অভাবিত মেঘ উড়ে গেলে সে বাগানে বৃষ্টির রং হয়ে উঠে বধিরতম।
এইসব পলাশ, কৃষ্ণচূড়া অনায়াসেই পাখী হতে পারত,পাখিদের ঠোঁটে পৃথিবীর গাঢ়রং নৈ:শব্দ। পাখিরা এখানে একাকীত্বের উপকরণ, পোষার নয়!জুই, রক্তজবারা হতে পারত পাহাড় অথবা সমুদ্র,আকাশের চেয়ে ছোট। আছে নিজস্ব ঘুমের স্মৃতি, স্মৃতি পাঠে জানলাম ফুল দেরও চোখ আছে, সহস্র জোড়া মৃত্যুর মতন। এবং সব ফুলের কোমলতা আসলে বৃদ্ধ মালীর বিভ্রমফসল!
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনাকেও পুত্তুম ধন্যবাদ
২|
১৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:০৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনার পাঠ অনুপ্রেরণা দেয়! ভালো থাকুন সবসময় ![]()
৩|
১৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:৩৬
নোমান নমি বলেছেন: ভাইরে কবিতা লিখতে লিখতে তো মইরা যাইবে।
বরাবরের মত ভাল লাগছে।
সব ফুলের কোমলতা আসলে বৃদ্ধ মালীর বিভ্রমফসল!
কি বলবো? রীতিমত অসাধরণ লাগছে কিছু লাইন।
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কবিতা লিখতে লিখতে মরতে পারলে তো ভালোই হতো-এটা তো মহৎ মৃত্যু !
৪|
১৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:৩৭
বেঈমান আমি বলেছেন: হাউ ইউ রাইট দিস??????????????????????লাভ ইউ ব্রো
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:২০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পিসির সামনে বসে দুর্জয় ভাইয়া আর আপনার সাথে চ্যাট চ্যাট করতে লিখেছি!
৫|
১৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৫:৩৯
মুনসী১৬১২ বলেছেন: ঝপাৎ বাদুরে রাত পালায় ।এখন কাক-শালিকের ডানায় সকাল আসবে। উঠন কোণে বুড়ো বকুল তলায় জমছে সফেদ ভ্রান্তি গাঢ় স্মৃতিবোটা নিয়ে।তুলসি জলে স্নাত চড়ুই বসেছে পন্ডিত চশমার ডাটে।সদর দরজায় কুন্ডলি পাকিয়ে কুমারী সম্ভ্রম পাহারা দেয় নেড়ি কুকুর।মালি জল ঢেলে চলে বট বৃক্ষে রুদ্র পলাশের আশায়। মরা ঝিনুক শুষে নেয় তন্বী নদী।তবু বাগানে ঘাসফুল বুকে টগর হাসে ।
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মালি জল ঢেলে চলে বট বৃক্ষে রুদ্র পলাশের আশায়।
মরা ঝিনুক শুষে নেয় তন্বী নদী।তবু বাগানে ঘাসফুল বুকে টগর হাসে !
আপনার কমেন্ট আমার পোস্টের চেয়েও সুন্দর হয়! ![]()
৬|
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ঘাসের আংগুলগুলো ছুয়ে ছুয়ে সহজ নাট্যমঞ্চে গিয়ে চন্দ্রমল্লিকারা একা হয়ে যায়।
চমৎকার।
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পৃথিবীতে এখনও প্রেম হয়, বসন্ত আসে।গোলাপ বা কদমফুলের পায়ে সোনার ঘুঙুর!
নিয়মিত পাঠের জন্য ধন্যবাদ ![]()
৭|
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৫০
লেখোয়াড় বলেছেন:
কোমল, নিষ্পাপ, ঝরঝরে.............. ভাললাগা।
ভাল থাকুন।
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনার কমেন্ট প্লাস দিলাম ! ভালো লাগলো ![]()
৮|
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৫৩
রেজোওয়ানা বলেছেন: সব ফুলের কোমলতা আসলে বৃদ্ধ মালীর বিভ্রম!!
তাই কি?
না মনে হয়!
চোখ মেলে ভাল করে দেখো, তা নয় কিন্তু!
লেখাটা অনেক সুন্দর! বেগুনী জারুল ফুলের মতো!!
শুভ সকাল নাহোল
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সবচেয়ে পুরানো বাগানের মালীকে ধরা উচিত! ব্যাটা, ফুল নিয়ে এইসব রোমান্টিকতার জন্ম কেন দিলো?
জারুল ফুল চিনি না
আপনাকে শুভ দুপুর!
৯|
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৫৫
ঈষাম বলেছেন: বৃদ্ধ মালীর ছোঁয়া ছাড়াও কিছু ফুল ফুটে যায় অগোচরে,
যাদের সৌন্দর্য্য দূর থেকে অবলোকন করতে হয় অপার বিষ্ময়ে!
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এইসব ফুলের কি হাঁত পা আছে!!
১০|
১৭ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শেষ লাইনটা একত্র হওয়ায় আরো ভালো লাগছে।
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: জিনিসটা স্মরণ করিয়ে দেওয়ার ধন্যবাদ! ![]()
১১|
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৪
রেজোওয়ানা বলেছেন: কবিদের জারুল ফুল না চেনা শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পরে
View this link
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কিডা কবি ! :-&
ব্যাপক সুন্দর ফুল! স্পেশাল থ্যাংক্স ! ![]()
১২|
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৪
খাতা কলম বলেছেন: সুন্দর লেখা
++
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ডায়েরী ও কলম ! আমি কখনও ডায়েরী লিখি নাই!
১৩|
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২২
রাতুল_শাহ বলেছেন: কথাগুলি অনেক সুন্দর ।
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ রাতুল_শাহ ![]()
১৪|
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২৪
খাতা কলম বলেছেন: তাহলে এখানে কি লিখেন???
এটা হলো ডিজিটাল ডায়েরী
১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এইখানে সব কথা লিখা যায় না, এই যে ছাগু, শুয়োরদের লাথি গুতা দেওয়া হয় সেগুলো তো ডায়েরীতে স্থান পায় না !
১৫|
১৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০১
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
১৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কি হইলো?
১৬|
১৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৬
মিরাজ is বলেছেন: সুন্দরম!
১৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ মিরাজ ইজ! ভালো থাকুন সব সময় ![]()
১৭|
১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২১
চাঙ্কু বলেছেন: মাথার উর্পে দিয়ে গেল। মাইনাস
১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:২২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: জ্যাডা ! তোমারে ডাবল মাইনাস, কই থিকা ফুচকি দেও ম্যালা দিন পর পর!
১৮|
১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩২
চাঙ্কু বলেছেন: কইতাম পারি নাতো। খালি ঘুমাই, এই জন্য ঘুম থেকে কয়েক সপ্তাহ পরে পরে উঠে মাঝে মাঝে ব্লগে উকিঁ দেই ।
১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নিয়মিত ফুচকি দিলে ফুচকা খাওয়ামু!
১৯|
১৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৫
চাঙ্কু বলেছেন: ফুচকা আমি খাই না। দাঁতে পোকা হয়
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ফুচকার সাথে দাঁতে পোকার কি সম্পর্ক সেটা নিয়েই না হয় একটা কুটোরিয়াল পোস্ট দাও!
২০|
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ৮:২৯
খাতা কলম বলেছেন: একটা কমেন্ট মারছিলাম, মুইছা দিলেন কেন ভাই???
আপনার লেখা পইড়া আপনার ভক্ত হতে চলছিলাম। মাগার এটা কি দেখাইলেন?
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৩৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কোন কমেন্ট মুছা হয়নি!! ব্লগ এখন খালি কমেন্ট না পোস্ট ও খেয়ে দেয়!! বাগ হয়ত।
আর আমার লেখার ভক্ত হওয়ার কিছু নেই।
২১|
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৬
রাহি বলেছেন: পিলাচ। যদিও মাথার এক হাত উপ্রে দিয়া গেছে
:-<
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মাথার উপ্রে দিয়ে যাওয়ার সময় ক্যাচ ধরে ফেলবা!
২২|
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৯
ফারিয়া বলেছেন: এত সুন্দর লেখা লিখতে কতক্ষন লাগে?
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এটা অনেক কম সময়েই শেষ হয়েছে- আধা ঘন্টা ! ![]()
২৩|
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪৫
শাহনেওয়াজ লতিফ বলেছেন: সব ফুলের কোমলতা আসলে বৃদ্ধ মালীর বিভ্রমফসল
চমতকার লাগলো কিন্তু । আর একটু বড় করুন না এটা । ভাল লাগছে । আহমদ ছফার একটা বই এ এই টাইপ লেখা পড়েছিলাম ।
+++++
১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বড় করলে আসলে সুর কেটে যাওয়ার সম্ভাবণা থাকে, সে কারণে বড় করি না ভয়ে।
আহমদ ছফার বইটার নামটা বলবেন,, পড়ে দেখব।
পাঠের জন্য ধন্যবাদ ভাইয়া আর প্রথম আলোতে আপনার লেখাটা সুন্দর হয়েছে, শুভকামনা রইলো।
২৪|
১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৩
~মাইনাচ~ বলেছেন: চমৎকার প্রকাশ
ভাল লাগল গ্লিসারিন ভাই
১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ মাইনাচ!
প্রোপিক কিঊটি বাবুটা কে? ^_^
২৫|
১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩১
মাহী ফ্লোরা বলেছেন: অভাবিত মেঘ উড়ে গেলে সে বাগানে বৃষ্টির রং হয়ে উঠে বধিরতম।
গুডনেস! এত দারুন সব শব্দ একের পিঠে আরেক। ভীষন ভাল লাগা রইলো।
১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ কবি মাফ্লোপু, পাঠের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকা হোক সবসময় ![]()
২৬|
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৩৬
নস্টালজিক বলেছেন: নাহোল, দাড়ি-র পরে একটা স্পেস দিও। বানানের প্রতি মনোযোগী হও!
লেখা নিয়ে বলি,
সুররিয়েল ভাবনা আর শব্দচয়নের নিখাদ কম্বিনেশন হচ্ছিলো...
লেখাটা সুন্দর! লেখাটায় বিষাদ আছে।
বিষাদ উপমা না দিলেও বিষাদ....
ঘাসের আংগুলগুলো ছুঁয়ে ছুঁয়ে গিয়ে চন্দ্রমল্লিকারা একা হয়ে যায়।
দিস ওয়ান ইজ ' দ্য ম্যালাঙ্কোলি! '
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৫৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রিয় রানা ভাই,
এটার লেখার পিছেন মজার ঘটনা বলি-
আমার এক ফ্রেন্ডের সাথে টিএসসিতে বসে আড্ডা দিচ্ছিলাম, ওখানে ওর জিএফ ও ছিলো,! পিচ্চি পিচ্চি ছেলে গোলাপ বিক্রি করে , তো ওদের একজনের কাছ থেকে গোলাপ কিনে ওর জিএফকে হ্যাভি রোমান্টিক মুডে দিয়েছিলো, তখন আমার সকল রাগ পড়েছে ফুলের উপ্রে
তারপর রুমে এসে, এটা লিখে ফেলছি !
২৭|
১৯ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:০৫
নস্টালজিক বলেছেন: ঘোড়েল,
আশ্চর্য সব ঘোড়েল!
এই ইমোটাকে আজ থেকে ঘোড়েল ইমো ঘোষনা করা হলো-
১৯ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:১৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
গর্বিত ঘোড়েল!
২৮|
১৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৪১
ত্রাতুল বলেছেন:
অভাবিত মেঘ উড়ে গেলে সে বাগানে বৃষ্টির রং হয়ে উঠে বধিরতম।
অদ্ভুত ভাল লেগেছে এই লাইনটা!
১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
ঘাসের আংগুলগুলো ছুঁয়ে ছুঁয়ে গিয়ে চন্দ্রমল্লিকারা একা হয়ে যায়।
২৯|
১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: শব্দের প্রয়োগ গুলো সুন্দর হয়েছে।।
প্লাস দেওয়া ছাড়া উপায় নাই
++++
১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্লাসের জন্য আমারও ধন্যবাদ দেওয়া ছাড়া উপায় নেই ![]()
৩০|
১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৫
আহাদিল বলেছেন: এইসব পলাশ, কৃষ্ণচূড়া অনায়াসেই পাখী হতে পারত,পাখিদের ঠোঁটে পৃথিবীর গাঢ়রং নৈ:শব্দ। পাখিরা এখানে একাকীত্বের উপকরণ, পোষার নয়!...
বাহ! পিচ্চি তো দিন দিন ঘোড়েল লেখক হয়ে উঠছে!
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তোমার এফবি ডিএকটিভেট কেন?
ঘোড়েল লেখক! হুহ!
৩১|
১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯
অনন্ত দিগন্ত বলেছেন: পাখিরা এখানে একাকীত্বের উপকরণ, পোষার নয়[/si
ঠিক তাই ...
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অভাবিত মেঘ উড়ে গেলে সে বাগানে বৃষ্টির রং হয়ে উঠে বধিরতম।
অনেকদিন পর ব্লগে!
৩২|
১৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৬
সকাল রয় বলেছেন:
পৃথিবীতে প্রেম হয় না
প্রেম আমরা নিজেরাই বানাই
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হয়তবা!
প্রেম বিষয়ে আমার জ্ঞান শুন্যের কোঠায়!
৩৩|
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১০
সোমহেপি বলেছেন: অনেক ভাল লাগলো।দারুণ শব্দচয়ন।
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ কবি, ভালো থাকুন সবসময়! ![]()
৩৪|
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৭
হাসান মাহবুব বলেছেন: এবং সব ফুলের কোমলতা আসলে বৃদ্ধ মালীর বিভ্রমফসল!
গেঁথে দেয়ার মত লাইন। এবং একমত
১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনি ম্যালা দুষ্টু!
৩৫|
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৮
শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর সুন্দর
১৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
৩৬|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৩:৫০
গান পাগল মন বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
![]()
৩৭|
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৩
সায়েম মুন বলেছেন: কোন বনমালি সেই কবে গুনকীর্তন করেছেন। সেই সুর ধরে আমরা আজও ফুল গুনকীর্তন করে যাচ্ছি।
লেখায় ট্রিপল ষ্টার।
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এই কারণে আমি ফুলের দুর্ণাম করলাম!
৩৮|
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৩
অন্তি বলেছেন: এত দারুণ করে লিখেন যে ঘোর লেগে যায়। কাব্যের সৌন্দয্য আপনাকে আরো সুন্দর করে তুলুক আর আমাদের চমত্কার কবিতা লিখে পাঠক হবার সুযোগ দান করবেন নিরন্তর
২০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ অন্তি, দুআ করবেন যেন লিখতে পারি! ভালো থাকুন ![]()
৩৯|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১১
সাইফুলহাসানসিপাত বলেছেন: অনেক সুন্দর লিখেছ । আরো অনেক শক্তিশালী বাক্যের চেয়েও এটা কেমন যেন খুব মনে ধরে গেল । সকল বিষাদ পুরোনো বাগানে ফিরে যায় ।
ভালো থেকো ভাইয়া ।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভালো আছি, আপনিও ভালো থাকুন!
৪০|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪৭
শাহনেওয়াজ লতিফ বলেছেন: @ প্লিওসিন অথবা গ্লসিয়ার ভাই বইটার নাম হলো
পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ -- আহমদ ছফা ।
অবশ্যই পড়বেন ।
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ..অবশ্যই পড়বো।
৪১|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫৭
আহাদিল বলেছেন: এফ-বি? ওইডা আবার কী জিনিস?
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কিছু না! ভাবে থাকো! ভালো!
৪২|
২০ শে এপ্রিল, ২০১২ রাত ৯:০২
রিভানুলো বলেছেন: ভালোলাগলো কবিতা ++++++্
২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ।
৪৩|
০৪ ঠা মে, ২০১২ ভোর ৬:০৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: পৃথিবীতে এখনও প্রেম হয়, বসন্ত আসে!!
সকল বিষাদ পুরোনো বাগানে ফিরে যায়। (ঠিক!)
****^^^^^^******
"শেষমেষ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে।
তবু শেষমেষ একটি নীলাভ প্রজাপতির জন্যেও,
যে যার স্মৃতির ফ্রেমে কষ্টটাকে বাঁধিয়ে রাখে।
অনেক যত্ন করে।
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ,
তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন।
একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।"
০৪ ঠা মে, ২০১২ দুপুর ১২:২৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
৪৪|
০৪ ঠা মে, ২০১২ ভোর ৬:০৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ঢাকা শহরের মশা মারার দায়িত্ব কি তোমার উপর দেয়া হইছে? নাকি রাত জেগে চুরি-ডাকাতি করো?
০৪ ঠা মে, ২০১২ দুপুর ১২:৩৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :-& :-&
গোলাপের নীচে নিহত হে কবি কিশোর আমিও ভবঘুরেদের প্রধান
ছিলাম ।
জোৎস্নায় ফেরা জাগুয়ারা চাঁদ দাঁতে ফালা ফালা করেছে আমারও
প্রেমিক হৃদয় !
আমিও আমার প্রেমহীনতায় গণিকার কাছে ক্লান্তি
সঁপেছি
বাঘিনীর মুখে চুমু খেয়ে আমি বলেছি আমাকে উদ্ধার দাও !
সক্রেটিসের হেমলক আমি মাথার খুলিতে ঢেলে তবে পান করেছি মৃত্যু
হে কবি কিশোর
আমারও অনেক স্বপ্ন শহীদ হয়েছে জীবনে কাঁটার আঘাত সয়েছি
আমিও ।
হৃদয়ে লুকানো লোহার আয়না ঘুরিয়ে সেখানে নিজেকে দেখেছি
পান্ডুর খুবই নিঃস্ব একাকী !
আমার পয়ের সমান পৃথিবী কোথাও পাইনি অভিমানে আমি
অভিমানে তাই
চক্ষু উপড়ে চড়ুইয়ের মতো মানুষের পাশে ঝরিয়েছি শাদা শুভ্র পালক !
হে কবি কিশোর নিহত ভাবুক, তেমার দুঃখ আমি কি বুঝি না ?
আমি কি জানি না ফুটপাতে কারা করুণ শহর কাঁধে তুলে নেয় ?
তোমার তৃষ্ণা তামার পাত্রে কোন কবিতার ঝিলকি রটায় আমি কি
জানি না
তোমার গলায় কোন গান আজ প্রিয় আরাধ্য কোন করতলও হাতে লুকায়
আমি কি জানি না মাঝরাতে কারা মৃতের শহর কাঁধে তুলে নেয় ?
আমারও ভ্রমণ পিপাসা আমাকে নারীর নাভিতে ঘুরিয়ে মেরেছে
আমিও প্রেমিক ক্রবাদুর গান স্মৃতি সমুদ্রে একা শাম্পান হয়েছি
আবার
সুন্দর জেনে সহোদরকেও সঘন চুমোয় আলুথালু করে খুঁজেছি
শিল্প ।
আমি তবু এর কিছুই তোমাকে দেবো না ভাবুক তুমি সেরে ওঠো
তুমি সেরে ওঠো তোমার পথেই আমাদের পথে কখনও এসো না,
আমাদের পথ
ভীষণ ব্যর্থ আমাদের পথ !
৪৫|
২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: খুব ভালো লাগলো
২৬ শে জুন, ২০১২ রাত ১০:৩০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: খিকজ! :!>
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পুত্তুম!