নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই গোলাপ, যে ভালোবেসে পাখি হতে চেয়েছিলো!

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !

প্লিওসিন অথবা গ্লসিয়ার

!

প্লিওসিন অথবা গ্লসিয়ার › বিস্তারিত পোস্টঃ

বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৫





বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল ।

এইসময়ে গ্রামের সকল ঊজ্জ্বল চোখের বালকেরা

সীমানা পেরিয়ে যায় ঘুড়ির নাটাই হাতে; বিকেল তুমি!

পাড়ার ছাদের কিশোরীদের এলোচুল যে বাতাসে ঊড়িয়ে

নিয়ে যাও ; তা আসলে আশ্চর্য মায়ার জাদু, গলির প্রেমিকের মনে!



দৃশ্যত বিকেল বেলা , অদৃশ্যত হাওয়ার বেদনা !

দৃশ্যের ব্যালে ডান্সে দুই একটা হলুদ পাখি সাই

সাই করে ঊড়ে যায় গোধুলীর দিকে; যে পথে

পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি!



প্রায়ই ভাবি ; এরকম বিকেলবেলাতে শহরের

প্রান্তে তোমাকে দেখে কেউ বৃষ্টি হতে চেয়েছিলো কিনা ?

মন্তব্য ১২২ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
প্লাস !

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ পার্কজি! :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৮

মেঘরোদ্দুর বলেছেন: গদ্য কবিতা! সময়ের সাথে মিশে মিশে একাকার। বেশ হারানো গেল...

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ মেঘরোদ্দুর !

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৭

অন্ধ আগন্তুক বলেছেন: আহা আহা !

দৃশ্যত বিকেল বেলা , অদৃশ্যত হাওয়ার বেদনা !
দৃশ্যের ব্যালেডান্সে দুই একটা হলুদ পাখি সাই
সাই করে ঊড়ে যায় গোধুলীর দিকে; যে পথে
পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি!


এই চারটে লাইনেই জমে আছে একশ একটা গল্প ! কোন এক সাধারণ বিকেল অদৃশ্য হওয়ার স্পৃহায় অসাধারণ হয়ে ওঠে দুই হলুদ পাখির ব্যালেড্যান্স, নাচঘরের পতনের শব্দও এমনি ছন্দিত হয় ! এপিটাফে অবসাদ ।


এক বিকেলের বিষণ্ন মনোলোগ ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বিকালবেলা খুব অস্থির লাগেরে!

এইসময় আমার আত্মার ভিতর একাধিক হলুদ পাখি গুলো উড়তে থাকে, যে কেবল পতনের দিকেই তাকিয়ে থাকে!

- এক বিকেলের বিষন্ণ মনোলোগ !

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক সুন্দর।
সুখপাঠ্য কবিতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ কবি!

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩০

কথক পলাশ বলেছেন: এইটা তুমি হুজুগে লেখছো নাকি?

অন্যদের লিখার চেয়ে (আমি সহ), অনেক ভালো কিছু হয়েছে, কিন্তু অরিজিনাল নাহোলিয় শব্দ কম। তোমার সেই দূর্দান্ত উপমাগুলো কই গেলো?


"যে পথে
পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি!"


কোট করে রাখার মত লাইন এটা। চোখে দেখতে পাচ্ছি, নর্তকীর বিষাদ দৃষ্টিতে প্রতিবিম্ব হয়ে উড়ে যাচ্ছে নাচঘর। সেখান থেকে ঘামের মতন ঝরে পড়ছে অবসাদলিপি।
এই লাইনটা দিয়ে তুমি তো আমার চোখে ঘোর লাগিয়ে দিলা হে! এখন বজরা কোথায় পাই!

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হঠাৎ লিখে ফেলেছি, কাল রাত চারটার দিকে বসে খুব অল্প সময়েই লিখে ফেলেছি, ১০-১৫ মিনিটের মধ্যে!

উপমার চিন্তা ছিলো না মাথায়, কিছু শব্দ শব্দ পেলাম হঠাৎ , লিখে ফেললাম!

আপনার পাঠে মুগ্ধতা জানালাম!


বিয়ে করুন তাড়াতাড়ি, দাওয়াত খাবো! :|

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫০

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৩

অনাহূত বলেছেন:

আমি যা বলতে চেয়েছিলাম 'কথক পলাশ' বলে দিয়েছেন এবং কোট করে নিয়েছেন। আমি আরেকটি লাইন নিলাম -

প্রায়ই ভাবি ; এরকম বিকেলবেলাতে শহরের
প্রান্তে তোমাকে দেখে কেউ বৃষ্টি হতে চেয়েছিলো কিনা ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এটা কিন্তু তার জানার অগোচরে থাকে সবসময়!

ধন্যবাদ পাঠের জন্য!

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৪

শিশিরের বিন্দু বলেছেন: হলদে পাখির নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি। তুই দেখেছিস?

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দেখেছি রে! অনেক সুন্দর!

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

বরাবরের মতোই চমৎকার :)



এতোদিন পর পর পোষ্ট দেন কেন X(( X((

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ কবি!

ভাই, আমি এত বেশি লিখি না!! কম কম লিখি! :)

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৩

সবাক বলেছেন:
পাড়ার ছাদের কিশোরীদের এলোচুল যে বাতাসে ঊড়িয়ে
নিয়ে যাও ; তা আসলে আশ্চর্য মায়ার জাদু, গলির প্রেমিকেরা জানে!


সুন্দর কবিতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নীল খরগোসের নাচ ও হতে পারে!

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৪

শহিদুল ইসলাম বলেছেন: বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল ।

যাক পোস্ট দিলা , ভালো লাগছে !

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রায়ই ভাবি ; এরকম বিকেলবেলাতে শহরের
প্রান্তে তোমাকে দেখে কেউ বৃষ্টি হতে চেয়েছিলো কিনা ?

দিলাম! ভালো থেকো, কবি হও!

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৭

জোনাক পোকা প্রামাণ্য জয় বলেছেন: ভাল্লাগছে :D

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ জোনাক পোকা!

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৫

নীলঞ্জন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।+++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ পলাশ ভাই এর ফ্রেন্ড :)

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৬

ফয়সাল হুদা বলেছেন:

পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি!
সুন্দর।
+++

৫০০০ তম মন্তব্য :) :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভেচ্ছা ফয়সাল ভাইয়া ! ভালো থাকুন !

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৬

অর্ধ বলেছেন: এরকম বিকেলবেলাতে শহরের
প্রান্তে তোমাকে দেখে কেউ বৃষ্টি হতে চেয়েছিলো কিনা ?


মুগ্ধতা!!


"ব্যালেডান্সে" একটা স্পেস দিয়ে আলাদা করে দিলে ভালো হতো না?!

ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ অর্ধ ! আপনার লেখা ভালো লাগে!

হুমম! আমি ভাবছি শব্দটা একই সাথের।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৮

নোমান নমি বলেছেন: লিখতে পারছিস তাহলে।
আমারতো প্রথম লাইনটাই চমৎকার লাগলো। ফিনিশিং লাইনটাও চমৎকার।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হুমম! লিখে ফেললাম!

তোর পাঠ আনন্দ দেয় সবসময়, ভালো থাক, সবসময়!

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২

জেমস বন্ড বলেছেন: বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল ।

দারুন ++ :) :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বিকেল তুমি!
পাড়ার ছাদের কিশোরীদের এলোচুল যে বাতাসে ঊড়িয়ে
নিয়ে যাও ; তা আসলে আশ্চর্য মায়ার জাদু, গলির প্রেমিকেরা জানে!!

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৫

রেজোওয়ানা বলেছেন: মেঘেদের নাকফুল' শব্দটা খুব সুন্দর!

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপি !

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

আমার মন বলেছেন: লেখেছেন ভাল। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার মন তেক্স!

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯

মিঠেল রোদ বলেছেন: চমৎকার হয়েছে।দারুন একটা মুহুর্তকে তুলে ধরেছেন ঝর ঝরে ভাষায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ মিঠেল রোদ!

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল ।
এইসময়ে গ্রামের সকল ঊজ্জ্বল চোখের বালকেরা
সীমানা পেরিয়ে যায় ঘুড়ির নাটাই হাতে; বিকেল তুমি!
পাড়ার ছাদের কিশোরীদের এলোচুল যে বাতাসে ঊড়িয়ে
নিয়ে যাও ; তা আসলে আশ্চর্য মায়ার জাদু, গলির প্রেমিকেরা জানে!


১ম প্যারাটা পড়তে পড়তে ভাবছিলাম, এ কবিতায় 'বিষাদ' বা 'বিষণ্ণতা' বলে কিছু নেই। শেষমেষ অবশ্য 'বেদনা' ও 'অবসাদলিপি' নামক দুটো শব্দ পাওয়া গেছে।

বরাবরের মতোই ভালো লাগলো।

শুভ কামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কবিতা লিখার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না তেমন! ভেবেছিলাম একরকম! শেষ হয়ে গেলো আরেকভাবে!


ধন্যবাদ খলিল ভাই পাঠের জন্য!

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩

নক্ষত্রচারী বলেছেন: শুরু এবং শেষ দুজায়গাতেই চমৎকৃত করসেন । ভালো লাগলো ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী! শুভ রাত্রি!

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

রোমেন রুমি বলেছেন: সুন্দর ;
ভালো লাগল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ রুমি!

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

shfikul বলেছেন: সুন্দর কবিতা।পোস্টে+

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ কুল ভাইয়া!

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪

আফসিন তৃষা বলেছেন: + :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ!

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

রাতুল_শাহ বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পেলাম।
ভাল লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনার মেবি জন্মদিন গেলো!

বাসি জন্মদিনের শুভেচ্ছা!

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০২

সায়েম মুন বলেছেন: নাইস। বেশ ভাল লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভ ভোর মুনাপি!

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:


তাই বলে মাসে দুই তিনটা পোষ্ট দেয়ার মতো লিখতে পারেন না তা তো মেনে নেওয়া যায় না /:)

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তা পারি! ব্লগে দেওয়া হয়নি!

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫

জামান তালুকদার বলেছেন: অনেক সুন্দর!

সেদিন পড়লাম;আপনার আগের কবিতা গুলোও একদম নিজের করে নেয়ার মত।অসাধারণ।


১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এক অশ্লীল অসামাজিক ব্লগারকে ধন্যবাদ ! :)

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২০

সোমহেপি বলেছেন: চমৎকার কবিতা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপি!

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৬

আনু মোল্লাহ বলেছেন: বরাবরের মত মুগ্ধ পাঠ

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভ ভোর!

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৪

শোশমিতা বলেছেন: চমৎকার কবিতা + +

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভ ভোর!

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

মুনসী১৬১২ বলেছেন: গোর কবম তবে দুর্দান্ত বর্ণনা

কবির লেখায় ভরে যাক

সকল রাজপথ

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ মুনসী ভাইয়া!

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭

মুনসী১৬১২ বলেছেন: *ঘোর কম

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :)

৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

সোনালী ডানার চিল বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো খুব......................

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শুভ রাত্রি!

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৩

সরলতা বলেছেন: উহুঁ! শেষ লাইনটা খাপছাড়া। বিশেষত শেষের 'কিনা"-টা। কিনা-র বদলে অন্য কিছু লেখা যায়না?

বাকিটুকু সুন্দর! কবিতা পড়তে পড়তে মনে হল হাইওয়েতে হাই স্পীডে গাড়ি নিয়ে বাংলাদেশের কোন এক প্রান্তে যাচ্ছি। এলোচুল আরো বেশি এলোমেলো করে দিচ্ছে গাড়ির খোলা জানালা দিয়ে আসা বাতাস! মুগ্ধ দৃষ্টিতে দেখছি গাছের ডাল ঝাঁকি দিয়ে হলুদ পাখির উড়ে যাওয়া!

প্রশংসা কি বেশি হয়ে গেল? :| :-<

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: তোমার কমেন্টের কারণে তো মাথার মধ্যে কিনা কিনা ঢুকে গেলো! আইচ্ছা, দেখি কি করা যায়!

:|

৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৩

ফারাহ দিবা জামান বলেছেন: দৃশ্যত বিকেল বেলা , অদৃশ্যত হাওয়ার বেদনা !

এই একটা লাইনে কত বেলা শেষের গল্প ।
কত মনের একা দীর্ঘশ্বাস ।
অলৌকিক বেদনার ভার ।
কবিতাটা খুবই ভালো লাগল ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপি !

৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪০

তুষার কাব্য বলেছেন: তা আসলে আশ্চর্য মায়ার জাদু, গলির প্রেমিকের মনে!

অসাধারন কবি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাইয়া~!

আমি কবি নারে ভাই :|

৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:০৫

গান পাগল মন বলেছেন: অনন্ত ভালো লাগা ভাইয়া :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আরে ভাইয়ু, ধন্যবাদ!

৪০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৪৭

শ্রাবণ জল বলেছেন: কথক পলাশ বলেছেন: এইটা তুমি হুজুগে লেখছো নাকি?

অন্যদের লিখার চেয়ে (আমি সহ), অনেক ভালো কিছু হয়েছে, কিন্তু অরিজিনাল নাহোলিয় শব্দ কম। তোমার সেই দূর্দান্ত উপমাগুলো কই গেলো?


আসলেই নাহোলীয় শব্দ কম এই কবিতায়।
এতদিন পর লিখলা,তাও মাত্র এই কয় লাইন!!? :|

কবিতায় ভালোলাগা। 8-|

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কবিতা টেনে বড় করে কি করব!! যেটুকু দরকার ততটুকু লিখছি ! :|

৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৬

আবু সালেহ বলেছেন: তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল..............

শিরোনামই যথেষ্ট..........

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাইয়া, পাঠের জন্য!

৪২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৬

নস্টালজিক বলেছেন: দূর্ধর্ষ একটা লাইন!

বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল ।


বিকেল নিয়ে লেখার কথা ভাবছিলাম আমিও!


শুভেচ্ছা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: লিখে ফেলেন ভাইয়া! আপনার লেখা মানেই তো বিশেষ কিছু! :-B

৪৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০০

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সকালে পড়লাম কিন্তু মন্তব্য করা হয়নি!!
"দৃশ্যত বিকেল বেলা , অদৃশ্যত হাওয়ার বেদনা !
দৃশ্যের ব্যালে ডান্সে দুই একটা হলুদ পাখি সাই
সাই করে ঊড়ে যায় গোধুলীর দিকে; যে পথে
পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি! " +++
কেন জানি কবিতাটা পড়ার সময় একটা গানের লাইন মাথায় চলে এল, " বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় "

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ছেড়া ঘুড়ি রঙ্গিন বল, এই টুকুই সম্ভল
আর ছিল রদ্দুরে পাওয়া বিকেল বেলা।
বাজে বকা রাত্রি-দিন, স্টেন্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়।

সে হাসি ছুটে যেত ঘধুলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে,
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়…

বন্ধু তোমায় এই গান শোনাব বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলাই। !~ :) প্রিয় গান!

৪৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১২

দূর্যোধন বলেছেন: কবিতা ভালো লেগেছে,নাহোল।মেঘাচ্ছন্ন বিকেলবেলা খুবই মন খারাপ করিয়ে দেয়।এক জার্নালে পড়েছিলাম,মেঘাচ্ছন্ন বিকেলেই আত্মহত্যাপ্রবন হয় বিষন্ন মানুষ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মন খারাপ বিকেল মানে মেঘ জমেছে,

দূরে কোথাও দুই এক পশলা বৃষ্টি পড়ছে! - কবির সুমন!

৪৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫

সালমাহ্যাপী বলেছেন: দৃশ্যত বিকেল বেলা , অদৃশ্যত হাওয়ার বেদনা !
দৃশ্যের ব্যালে ডান্সে দুই একটা হলুদ পাখি সাই
সাই করে ঊড়ে যায় গোধুলীর দিকে; যে পথে
পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি!



অনেক অনেক সুন্দর লেগেছে এই প্যারাটা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ! অনেকদিন পর দেখলাম! ভালো থাকুন!

৪৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩

অক্টোপাস পল বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে আপনার কবিতা পড়লাম। মুগ্ধতা। কেমন আছেন নাহোল ভাই?

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এইতো আছি!!

তোমার কি খবর ?

৪৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৫

ভিয়েনাস বলেছেন: প্রথম প্যারায়.... বিকেল তুমি উচ্ছ্বলতা উদ্যমতা আর প্রেমময় জীবনের সংগী।

দ্বিতীয় প্যারায় ... বিকেল তুমি বিষন্নতার বিষাদে সুন্দরীতমা।

তবু বিকেল তোমাকেই চাই অপেক্ষার প্রহর গুলিতে......

অনেক ভালো লাগা রইলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপনার মনযোগী পাঠের জন্য!

৪৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগলো। খুবই সুখপাঠ্য একটি লেখা। +++++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাইজান!

৪৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৮

অ তে আজগর বলেছেন: +++

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৬

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাইয়া!

৫০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৮

রেজওয়ান তানিম বলেছেন: কিছু পাওয়া গেছে ব্যতিক্রম ওতেই কবি খুশি, আমি ও বটে

এই যেমন কবি যখন বলে

বিকেল , তুমিই দস্যু বনহুর;

কিংবা আরেকটু ঘুরে এসে কবি হেসে ওঠে

যে পথে
পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি!

সেই সময়টাতে কি কবিতাকে খুজতে হয় হাওয়াবাড়ির সীমানা ?

কে জানে!

১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: লাশঘরও খুজতে পারে! নৈঃসংগ প্রায়ই ক্রণিক হয়ে উঠে এইসময়টায়!

৫১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৫

ফাহাদ চৌধুরী বলেছেন:


সেকেন্ড প্যারার দৃশ্যকল্পটা খুবই ভিভিড হৈসে।

শব্দচয়ন ভালো লাগছে ।

আর কবিতার শিরনাম আর কবিতা দুটোই চমৎকার ।


১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ব্রাদার পাঠের জন্য! অনেকদিন পর লিখলাম ! :)

৫২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫২

শিপন মোল্লা বলেছেন: কবিতা বরাবরের মতোই জটিল অসম্বব রকমের ভাল। আলাদা বৈশিষ্ট্য নিয়ে শব্দ বর্ণ মিলে এক চমৎকার কবিতা। এমন কবিতার মূল্যায়ন করতে এমন কবির প্রয়োজন পরে তানা হলে এই কবিতার যথার্থ মূল্যায়ন হয় না। এলোমেলো কিছু একটা বলে গেলাম। তবে প্লাস দিতে একদম কার্পণ্য করবো না।
++++++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ!

৫৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৭

মাহী ফ্লোরা বলেছেন: অদ্ভুত সুন্দর!

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপু :)

৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪০

যাযাবর৮১ বলেছেন:
+++++++

কবিতা ভালা পাই :-B
কবিতা আরো চাই :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।:)


রিকশা বাজে ক্রিং ক্রিং
যাযাবরে দিছেগো রিং :-B
আসেন আমার ব্লগে
থাকুন আমার লগে:)

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অনেক দিন পর আসলাম, কেমন আছেন?

৫৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫১

সমুদ্র কন্যা বলেছেন: শিরোনামটাই একটা কবিতা! ভাল লাগল অনেক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপি :)

৫৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৯

hasin82 বলেছেন: নতুন পোস্ট দিয়েছি। স্বাগতম আমার ব্লগে। কমেন্ট করলে খুব খুশি হব।

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পড়লাম, অনেক ভালো!

৫৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৫

নীলঞ্জন বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।++++++


শুভ সকাল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ !

শুভ দুপুর!

৫৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২

যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু :(
পাই নাতো তাই টেস্টু /:)

চাই চাই নতুন নতুন পোস্টু :-/
তবেই পাবো অনেক অনেক টেস্টু :-B

দিছি আবার পোস্টু :)
পড়লে পাবেন টেস্টু :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

০১ লা অক্টোবর, ২০১২ রাত ২:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আসব! ভালো থাকুন!

৫৯| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ৩:০৮

অণিমা বলেছেন: হয়তো পাবো না তোমায় কভু। আবদ্ধ আলয়ে
জীবনের সব আহ্লাদ
ক্লান্তিতে জড়ানো ফিরে চলা। পথ কামনা
অতৃপ্তির বিতৃষ্ণায় জেগে থাকুক
চোরাবালি তাড়নার উষ্ণ মন অন্ত:পুর
তুমি যে আমার দুপুর মিত্র স্বপ্ন বনহুর।
-----
শুভেচ্ছা।

০১ লা অক্টোবর, ২০১২ রাত ৩:১০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চোরাবালি তাড়নার উষ্ণ মন অন্ত:পুর
তুমি যে আমার দুপুর মিত্র স্বপ্ন বনহুর। !

সুন্দর! পাঠের জন্য ধন্যবাদ!

৬০| ০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৮

যাযাবর৮১ বলেছেন:



ভালবাসি রাশি রাশি :D
ব্লগে ঘুরে যান আসিB-)
জীবন যায় ফুরিয়ে /:)
সময় যান একটু উড়িয়ে :-B
নীলকণ্ঠে আঁকে ছবি B:-)
দাওয়াত দিছে যাযু কবি:)

০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :D

৬১| ০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৬

অর্ণব আর্ক বলেছেন: বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল ।
এইসময়ে গ্রামের সকল ঊজ্জ্বল চোখের বালকেরা
সীমানা পেরিয়ে যায় ঘুড়ির নাটাই হাতে; বিকেল তুমি!
পাড়ার ছাদের কিশোরীদের এলোচুল যে বাতাসে ঊড়িয়ে
নিয়ে যাও ; তা আসলে আশ্চর্য মায়ার জাদু, গলির প্রেমিকের মনে!


এর উপরে মন্তব্য করার মতো কিছু পাচ্ছি না।
অসাধারণ। :)

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :) ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.