![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা হরহামেশাই মনের বিভিন্ন বিক্ষিপ্ত অবস্থায় ইংরেজি বয়কট (boycott) শব্দটির এস্তেমাল করে থাকি। এই শব্দটির ব্যবহার হয়ে থাকে সমাজচ্যুতি, সম্পর্কচ্ছেদ, পরিবর্জন, বর্জন, বহিস্কার, একঘরে করার মতো বিষয়ের ক্ষেত্রে। তবে মজার ব্যাপার হচ্ছে, বয়কট শব্দটি ব্যবহারিক ইংরেজি অভিধানে যুক্ত হয়েছে খুব বেশি আগে নয়।
১৮৮০ সালের দিকে আয়ারল্যান্ডে ক্যাপ্টেন চার্লস কানিংহাম বয়কট নামে এক অত্যাচারী নায়েবের বিরুদ্ধে তার প্রতিবেশী ও প্রজারা তাকে সর্বতোভাবে বর্জন ও একঘরে করার নীতি অবলম্বন করেছিলো। তারপর থেকেই আংরেজি অভিধানে বয়কট শব্দের বর্তমান রূপ প্রতিষ্ঠিত হয়। ক্রমেই এই শব্দটি বিশেষ রাজনৈতিক অর্থ ও তাৎপর্য বহন করা শুরু করে।
আমি প্রায়ই ভাবতাম জেফরি বয়কটের পূর্বজরা কি করতে এমন পারিবারিক উপাধী গ্রহণ করতে গেলেন! আজ তার জবাব পেলাম।
কতো অজানা রে...!
©somewhere in net ltd.