![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রায় সবাই যার যার ধর্ম পেয়েছি জন্মসূত্রে। জন্মের উপর আমাদের কারো কোন হাত নেই। এটা নিতান্তই একটা অতর্কিত ঘটনা। জন্মসূত্রে আমরা যে ধর্মটা পাচ্ছি তার উপর পুরো শ্রদ্ধা রেখেই তাহলে আমরা কেন আমাদের পরিচয়কে সবার আগে মানুষ তার পরে অন্য কিছু বলবো না? অনেকে বলবেন এটা একটা মধ্যবিত্ত মানসিকতার প্রশ্ন। বটেই তো। ইন্টারনেট তো মধ্যবিত্তই ব্যবহার করে। এখনো এই প্রযুক্তি সুবিধা প্রোলেতারিয়েত বা সাবঅল্টার্ন কেউ ব্যবহার করে বলে জানি না।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১০
দেওয়ান-এ-রাসুল বলেছেন: অথচ অন্যথা হলে ধর্ম নিয়ে হানাহানি অন্তত ৭০% কমে যেত।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: মানুষ হওয়া কঠিন, ধর্ম সোজা।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
দিশার বলেছেন: কারণ জ্ঞান হবার থেকে আমাদের মগজে ঢুকিয়ে দেয়া হয় আমরা মুসলমান/হিন্দু/বোদ্ধ , বাকি রা মালাউন, যবন , নুনুকাটা . তাই শিশু রা পরিনিত হয় "ধার্মিক" নামক জন্তু তে।