নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

না, না, না বেগম জিয়ার মরা পচা গন্ধময় নিলজ্জ গগনতন্ত্র চাই না

০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৩

♦♦♦
বেগম জিয়ার " গনতন্ত্র গনতন্ত্র সমাচারপত্র "

গনতন্ত্রের মূলমন্ত্র খাঁটি দেশপ্রেম, প্রগতিশীল সমাজ সভ্যতা,মহান ৭১'র চেতনা বুকে দেশের সর্ব ক্ষেত্রে উন্নয় এবং পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়ানো,

যদি তাই হয় তাহলে হাজারো হাজারো কোটি টাকা অন্যদেশে পাচার নয়,দেশদ্রহী কুৎখ্যাত মোনাফেকদের দেশে দাওয়াত করে নাগরিকত্ব দেওয়া নয় ,দালাল আইন বাতিল করে বিভন্ন দেশে বাংলার প্রতিপাদক করে মহা পুরষ্কার দেওয়া নয়, বাংলার চিরো দুশমন রাজাকার মোনাফেকদের রাজবন্দী বানিয়ে প্রকাশ্য জনসভায় বেহায়া নিলজ্জ মুক্তির দাবি করা?? ? বাংলার চিরো শত্রু রাজাকারের গাড়িতে তুলে দেওয়া নয়? জাতিরপিতার কন্যকে ও দেশের শ্রেষ্ঠ চেতনার মানুষদের একের পর এক হত্যার চেষ্টা এবং হত্যা করা নয়,? দেশর তৃণমূল কে ধীরে ধীরে দরিদ্র হতে দরিদ্রতর করা নয়,বিশ্বের দরবারে দূর্নীতিতে বারং বার চ্যাম্পিয়ন করা নয়,? দেশের প্রতিটি জনপদ জঙ্গীদের কাছে হস্তান্তর আর ঘরে ঘরে গ্রেনড তৈরির কারখানা স্থাপন করা নয়,? ভিন্ন ধর্মের হাজারো মেয়েদের প্রকাশ্য ধর্ষণ - হত্যা,ধর্ম ও দেশান্তর করা নয় ? নিজ জন্মদিন বছরে নিলজ্জ বেহায়া হয়ে চার বার করা নয়,? সোনার বাংলাকে বিশ্বে মূর্খ জাতি হিসাবে নিজের মাধ্যমে পরিচয়দান নয়,,,,,? সোনার বাংলার সকল মহান অর্জন গুলি দু -পায়ে মাড়িয়ে, র্নিলজ্জ বিশ্ব মিরজাফর আর মোনাফেকদের কাতারে দাড়িয়ে,একের পর এক আমার নিরঅপরাধ শিশু আবাল বৃদ্ধ সহ বিরোধী দলের জাতীয় নেতাদের একের পর একএক বিভৎস হত্যাযজ্ঞে মত্ত থাকা নয়? এক মুখে একই বিষয়ে বারবার ভিন্ন কথা বলা ! নিজ সন্তানদের শ্রেষ্ট চোর বানানো নয় ! সোনার বাংলাকে সমসাময়িক পৃথিবী হতে ১০০ বছর পেছনে ঠেলে দেওয়া নয়! শুধুমাত্র নিজের ও পরিবারের আরাম আয়েশ,খায়েশ মিটানোর জন্য কাপুরুষের মতো অন্ধকারে লোক ভাড়া করে জিবন্ত নারী শিশু বৃদ্ধদের বিভৎস পুড়িয়ে হত্য করা!!! এই খালেদা তুমি!!!! এই কি তোমার গনতন্ত্র!!!!!!????? তাহলে আমরা তোমার এমন মরা পচা গন্ধযুক্ত গনতন্ত্র চাই না না না , ( চলবে,,

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.