নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

নিশ্চয় আমরা ডাহা মিথ্যাচার কে বলদ প্রানীকুল বলতে পারি বৈকি!!

০৯ ই মে, ২০১৫ রাত ১২:৩৬


জামাত-বিএনপির মিথ্যুক, ভন্ড,
দুর্নীতিবাজ এজেন্টরা –
ফেসবুক সহ বিভিন্ন সামাজিক
যোগাযোগ মাধ্যমে একটি
“ফটো শপ” করা ছবি দিয়ে--
ইচ্ছাকৃত ভাবে এবং পরিকল্পিত
ভাবে মিথ্যাচার করে—
মাননীয় প্রধান মন্ত্রীর
সাংবাদিক সম্মেলনে দেখানো সেই এর গাড়ী চাপা দেয়া ছবিকে “ফটো শপ” এর
অভিযোগে অভিযুক্ত করেছেন!
প্রধান মন্ত্রীর ছবিটিকে নকল ছবিও (“ফটো শপ” করা) বলেছেন!
আসলে উনার ছবিটিই নকল ও “ফটো শপ” করা ছবি!
চোর বা ডাকাত বা খুনী – বেশীর ভাগ ক্ষেত্রেই – তাদের সকল ধরনের চাতুরিতা
ও সাবধানতার পরও—
কিছু “ক্লু” রেখে যায়!
এর জন্যই বেশীর ভাগ ক্ষেত্রেই “ওরা” ধরে পরে যায়!
ওদের “ফটো শপ” করা ছবি দিয়ে--
ইচ্ছাকৃত ভাবে মিথ্যাচার করে মাননীয় প্রধান মন্ত্রীর সাংবাদিক সুম্মেলনে
দেখানো সেই ছবিকে “ফটো শপ” এর অভিযোগে অভিযুক্ত করেছেন!
হাঁ,
আগে যা বললাম,
জামাত-বিএনপির “ফটো শপ” করা ছবিতে কিছু “ক্লু” আছে, যাতে প্রমান করা যায়, খুব
সাবধানে এবং নিপুন ভাবে “ফটো শপ” করার পরও ওদের ছবিতে কিছু স্পষ্ট এবং দৃশ্যমান
অসঙ্গতি থেকে গেছে-
দেখুন জামাত-বিএনপির “ফটো শপ” করা ছবিতে --
(১) মাইক্রোবাসের সামনের বাম্পার এর নীচে সড়কের “সাদা ডিভাইডার লেন
লাইন” ‘বাঁকা ও মোটা’ হয়ে গেছে – “ব্রাশিং” করার সময়! যা ‘বাঁকা ও মোটা’ হওয়া
উচিত না। ওটা সোজা (সরল রেখা বরাবর) এবং সমান “উইডথ” এর হওয়া উচিত!
আর
(২) মাইক্রোবাসের সামনের অংশে গাড়ীর নীচে যে “ছায়া” থাকা উচিত (যে
“ছায়া”, মাইক্রোবাসের পেছনের অংশে আছে) – “ফটোশপ” করতে গিয়ে ‘তা’
দিতে বা করতে ভুলে গেছেন!
এই দুটি খুব সুক্ষ ভুল জিনিসই প্রমান করে যে জামাত-বিএনপির পোস্ট করা ছবিটি “ফটো
শপ” করা!
ধিক, জনাব, জামাত-বিএনপির এবং
প্রকাশ্যে এবং গোপনে আওয়ামী লীগ বিরোধী মূর্খ-জ্ঞ্যানপাপী, যুক্তিহীনদের
সম্বলই হচ্ছে-
পুনঃ পুনঃ মিথ্যচার।
হাঁ,
আওয়ামী লীগ বিরোধীদের না জানলে বা তাদের কথা না শুনলে বা তাদের
অপপ্রচার না দেখলে--
জানা যায় না!
বোঝাও যায় না!
মিথ্যা, ভন্ডামী, দুর্নীতি - কত প্রকার ও কি কি!!:P:D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.