নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

পাগল প্রায় অবশেষ যখন তোমরা ছেলে সন্তান উৎপাদনের জন্য উদ্ভিদ আঁকড়ে ধরো !!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮


হে মানুষ এখনও যদি তোমাকে মানব উৎপাদনে লিঙ্গ ভেদের ফরমুলা খুঁজতে হয়, থাকতে হয় সদা বিচলিত সময়ের সাথে পাল্লা দিয়ে, তবে কি তোমার জন্মই সত্যিকারের সফল কিনা, আপন মনে দেখেছো ভেবে !
যদি না তাকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলা যায়,, আর যদি তাকে তুমি পৃথিবীর সভ্য আলোয় আলোকিত করতে পারো, তবে তুমি নিশ্চিত এক সার্থক মানব উৎপাদনকারী, যে কিনা তার প্রজন্ম দায়ভার শতভাগ সফলতার সহিত সু'সম্পূর্ণ করেছে,, আর তাই তোমাদের কাছে সভ্য সভ্যতা চিরোকাল কৃতজ্ঞ,, শত বাধা আর পিচ্ছিল পথে তুমি চলেছো দৃঢ় মনোবলে, দূর্গম সে পথ দিয়ে পাড়ি সাফল্যকে তুমি করেছো নিজের, তোমায় আটকাতে পারেনি কভু সেই ভীরু দূর্বলেরা, ওদের চোখে জিবন্ত মেলে ধরেছো ছেলে - মেয়ের তকমাতাবিজে নয়, তাদের শ্রেষ্ঠ পরিচয় তারা মানুষ, সুন্দরতম এ পৃথিবীর তরে তোমার প্রজন্ম কে তুমি নিজ হাতে গড়েছো একজন গর্বিত মানব উৎপাদক হিসাবে, লিঙ্গ দূষণ দুপায়ে ঠেলে মানুষ নামে করেছো তাদের আলোকিত, তুমি হয়েছো মহান, সভ্য মানবতার কাছে,, আমরা তোমাকে জানায় স্ব শ্রদ্ধেয় সালাম,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.