নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

বেহেশতের টিকেট ! তোরা কে কে নিবি আই !!

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০



....বাড়ি গিয়ে দেখি মায়ের হাতে একটা রশিদ,রশিদ হাতে নিয়ে দেখি জামাতশিবির এর চাঁদা আদায়ের পর্ব,মাকে বললাম এটা কি,মা বললো পাশের বাড়ির ভাবি রশিদ দিয়ে বলেছে এই চাঁদা দিলে সরাসরি বেহেশত পাওয়া যাবে,মাকে বললাম তার মানে এটা বেহেশত এর টিকেট,তাই না মা ? ..... আচ্ছা মা- আমার বেহেশতের টিকেট দান করা সেই ভাই ভাবি যে ,নিজ মাকে মারধোর করলো,তার জন্ম দাতা মা ২ বছর অসুখে বিছানাই পড়ে থাকলো,এক দিনের জন্যও মাকে ডাক্তার দেখালো না,,,মাকে বললাম - মা আমার কথা কি ঠিক আছে? মা বললো কথাতো ঠিকি- ই আছে", এমনকি সে ভাই তার ছোট ভাইদের ঠকিয়ে জমি গুলো নিজ নামে লিখে নিলো ! ...কি মা নিয়েছে নাকি? মা বলে - তা তো করেছেই ।..... তাহলে মা বলতো , যে নিজ জন্মদাতা মা কে অসম্মান করে এবং নিজ ভাইদের ঠকাতে ব্যাস্ত থাকে , নিজ বাড়িতে স্যাটেলাইট টিভিতে নিয়মিত রঙ্গ দেখেন আর অন্যদের বেলায় বলেন টিভি দেখা হারাম ! নিজ সন্তানদের নিয়ে বিভন্ন সামাজিক অনুষ্ঠানে আত্মীয়দের কাছে দাবি করে মোটা অংঙ্কের উপঢৌকন গ্রহন করেন দাঁত কেলিয়ে আর অন্য বাড়ির দাওয়াতে বলেন - এ অনুষ্ঠান করা হারাম হারাম !! কাল কিয়ামতে তার জন্য কি হতে পারে??? আমার আম্মাজান একটু চিন্তাই পড়ে গেল ! মাকে বললাম, এরা হলো সেই মোনাফেক যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে ভন্ডামীর চরম পৌছে গেছে আর ইয়াজিদের কফেলাই যোগ দিয়ে নিজ ক্ষমতা ও অর্থ লিপ্সাই পাপাচারে ব্যাস্ত থাকে,, এরা সুদ কে লাভের অংশ বলে,যৌতুক কে হিহিহি করে, দরিদ্র মানুষদের সাহায্যের নামে কুরআন শপথ করাই " নিজ সন্তানদের বর্হিবিশ্বে মদ নারী নিয়ে ব্যভিচার করতে নিয়মিত কাঁড়ি কাঁড়ি অর্থের যোগান দেয় পক্ষান্তরে অন্যের সন্তানদের সকাল বিকাল নাস্তিক আখ্যায়িত করতে মুখের ফেনা তুলে ফেলে !! নিরঅপরাধ ঘুমিয়ে থাকা মানব জাতিকে গান-পাওডার ছিটিয়ে পুড়িয়ে হত্যা করে। ইসলাম প্রচার নামের ব্যাবসাই মাত্র ৫০০টাকা কম হলে সেই জালসা মহফিলে যায় না। বেহশতের টিকেট এর নামে কর্মীদের ঘাম ঝরানো টাকা দিয়ে ,এরা সবাই আলিশান জিবন যাপন করে,তারা নিজ মাতৃভূমি কে অন্য দেশের দাস বানিয়ে তার জন্মস্থানকে অকার্যকর জঙ্গী রাষ্ট বানাতে চাই। ...সুতারাং মা আপনি এই রশিদ নিজ হাতে পুড়িয়ে ফেলেন ....মা কোন কথা না বলে চুপটি করে করলো !! ......................................................................আসুন আমরা সবাই ১ম নিজ পরিবারের মধ্যে গোপনে ইসলােমর অপব্যাখ্যাকারী মোনাফেকদের মুখোস খুলে দিই এবং মহান ৭১"র চেতনা বন্ধন অটুট রেখে জামাতশিবির রাজাকারের উপর সর্বত্র ঘৃণা ছড়িয়ে দিই ।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

আহলান বলেছেন: এমন কথা শোনানোর মত মানুষ এখনো দেশে আছে? ভাই বেহেশতের টিকেটের একটা ছবি দিতেন ... আমরাও দেখতাম ...

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ ভাই , অবশ্যই চেষ্টা করবো চাঁদা আদায়ের রশিদ টি দেখাতে , তবে আপনি নিজে আশপাশে একটু খোঁজ নিলেই আশাকরি পাবেন বৈকি !

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা স্বাভাবিক জীবনে বাঁচতে চাই। কারো টিকিটবাজী আর কারো চেতনা বাজিতে নিজেদের স্বাভাবিক জীবন কে বিষের বাষ্পতে পরিণত করতে চাই না।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২০

অর্ধ চন্দ্র বলেছেন: হাহাহাহা বাজি তো বাজিই, জন্ম যখন হয়েছে তখন পথ মাত্র দুই" জন্মদাতা কে স্বীকার করা / না করা .. !

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

মাকার মাহিতা বলেছেন: টিকিটবাজী আর চেতনাবাজীতে
নাকাল আমার দেশের লোক,
তোমার আমার শান্তি নাই রে
সর্বত্র খালি শোক আর শোক।

কে দেয় টিকিট কে দেয় আশা
খায় ভাঙ্গিয়ে কাহার নাম,
দামী লোকের দাম আছে ভাই
দুঃখ যাদের বিধী বাম।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

অর্ধ চন্দ্র বলেছেন: দারুন সত্য বলেছেন,ধন্যবাদ

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

রাফা বলেছেন: আমার একটা টিকেট লাগবে।এত শহজ বেহেস্তে যাওয়া -নামাজ রোজা করার আর দরকার কি।আসেন সবাই দলে দলে টিকেট ক্রয় করি।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৩৪

জগতারন বলেছেন:

জামাত-শিবীর নিতাত যাক।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

মাকার মাহিতা বলেছেন: "নিতাত" মানে কি...?
তাতা-তাতী টাইপের কিছু হবে হয়তো...?

৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, বেশ কিছু ব্যক্তিগত ঝামেলা সময় পার করে ফিরে এলাম।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, বেশ কিছু ব্যক্তিগত ঝামেলা সময় পার করে ফিরে এলাম।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, বেশ কিছু ব্যক্তিগত ঝামেলা সময় পার করে ফিরে এলাম।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১০

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, বেশ কিছু ব্যক্তিগত ঝামেলা সময় পার করে ফিরে এলাম।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১২

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, বেশ কিছু ব্যক্তিগত ঝামেলা সময় পার করে ফিরে এলাম।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, বেশ কিছু ব্যক্তিগত ঝামেলা সময় পার করে ফিরে এলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.