নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

গ্রীক মূর্তি এবং দুটি কথা।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯



প্রিয় বন্ধুরা আমার মনে হয় আগামীর পরিপূর্ণতা আনতে , আরও কিছু সাবধানী সুযোগ না দেওয়া সময়ের প্রয়োজন, আর তাই আমরাই বরং আগামী শতভাগ নিশ্চিত করতে, এখন ওদের থেকে সুযোগ নিচ্ছি! মনে রাখতে হবে ৭১'র মূল প্রেতাত্মাদের ধ্বংস করা হয়েছে, কিন্তু তাদের হিংস্র অনুসারীগণ আগামীতে আবারও ধর্মকে ব্যবহার করে বিষাক্ত ছোবল দিতে অপেক্ষারত !!! যদি ওরা তাতে সফল হয় তবে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে জাতিকে পড়তে হবে, একবার চুপটি করে ভাবুন তো ?? নিশ্চিত তবে কি আবার আমাদের ১০০ বছর অপেক্ষা করতে হবে না? যেখানে ৪৫ বছরে ওই কালো শুকুনেরা ধর্মকে ব্যবহার করে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে, অনেক বড় শক্ত অবস্থান তৈরি করে রেখেছে, ভাবতে হবে সেখান হতে আমরা সামান্য ৫ - ১০ বছরে শতভাগ বেরিয়ে আসতে পারবো না নিশ্চয়! আর তাই আমাদের একটু ধৈর্য্য তো ধরতেই হবে নাকি! মনে রাখতে হবে ৭৫'র পর এই ৪৫ বছরে যতটুক মহান স্বাধীনতার স্বাদ পেয়েছেন, তা এই মুজিব কন্যার হাত ধরেই, বাকিদের সময় কি পেয়েছেন তার জীবন্ত স্বাক্ষী আপনি নিজেই নয় কি? বিধায় এক্কেবারে সর্বগ্রাসী প্রত্যাসা করতে গিয়ে গলায় না আটকে, একটু ধীরে ধীরে মজবুত সম্পাদন করাটা কি শ্রেয় নয়? সুতরাং আমরা অবশ্যই বঙ্গবন্ধুর কণ্যার প্রতি শতভাগ আস্থা,বিশ্বাস ও ধৈর্য্য রেখেছিলাম,রেখেছি এবং রাখবো, যদি তা না রাখতে পারি তবে যে জাগ্রত চেতনার শেষ প্রদীপ্তি শিখাটি, সেই ৭১'র পরাজিত কালো শকুনের পাল আর হিংস্র প্রেতাত্মার বড়ই নির্মমভাবে ঠুকে ঠুকে খাবে!!!!! তবে হ্যা, আমরা আমাদের জাগ্রতচিত্ত দিয়ে সকল অন্ধকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অব্যাহত রাখবো ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ সকল পাঠকবন্ধুদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.