নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

mother of corruption!

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৭

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার হুমকি সহ আইনী নোটিশ পাঠিয়ে বিএনপি শুধু দল নয় বরং বলা যায় জিয়া পরিবারের 'প্যান্ট খুলে ফেলার পাকাপোক্ত ব্যবস্থা করেছে!'
চুরিও চুরি আবার সিনাজুড়ি!!
পাগল কি আর গাছে ধরে?
পাগল থাকে মহামঙ্গার মেকাপ বক্সে আর গুলশানের চিপাচাপায়!!
ওরা প্রমাণ চায়!! প্রমাণ তো থরেথরে সাজানো আছে!! প্রমাণ যদি নাইবা থাকে তবে মিঃ টেন পার্সেন্টের অপকম্মের ফিরিস্তি কেন ইথারে ইথারে ভেসে বেড়ায়? দুর্নীতির অভিযোগ প্রমানিত হয়েছে বলেই না আদালত তারেক জিয়াকে দন্ডিত করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কেন এসেছিল বাংলাদেশে --সে কি তারেক জিয়ার নূরানি বদন অবলোকন করার জন্য? আলোড়ন সৃষ্টিকারী উইকিলিকস তারবার্তায় প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতির অভিযোগে তারেক জিয়াকে সে দেশে রাজনৈতিক আশ্রয় দেয়নি!! জার্মানির সিমন্স কোম্পানি হইতেও অল্পস্বল্প ইয়ে মানে হাজার কোটি টাকা নজরানা (ঘুষ) নিয়েছিল বেগম জিয়ার দুই রত্ন!! সিঙ্গাপুর হইতে কোকোর দুর্নীতির মাধ্যমে পাচার করা টাকা ইতিমধ্যেই ফেরত আনা হয়েছে। ১/১১ সময়কালীন কালো টাকা সাদা করার মতো ঘটনাও ঘটিয়েছে জিয়া পরিবার!! আর সাম্প্রতিক জিয়া পরিবারের দুর্নীতির মধ্যপ্রাচ্য যোগাযোগ বহুল আলোচিত ঘটনা!! এতকিছুর পরও প্রমাণ চায় ওরা!!
এতিমদের টেকাটুকা এধার -ওধার করার মতো ছোটখাটো বিষয় না বলাই ভাল!! তাতে করে দুর্নীতির মতো একটি শিল্পকে অসম্মান করা হয়!! অন বিহাফ অব সোয়া দুইবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ইট ইজ মাস্ট সে দ্যাট কিক দা পাগল -ছাগল উপদেষ্টা এজ আর্লি পসিবল একসেপ্ট রাজাকার ছাওয়াল fuক্রুল!! কারন, এইডা থাকলে আওয়ামী লীগের আর কষ্ট কইরা ইস্যু খুঁজতে হয়না!!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আহা হা হা ! এত কিছু করার পরও নিরপেক্ষ ভোট হলে তারাই জিতবে। বকবক কোন কাজে আসবে না। চু চু চু...

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

অর্ধ চন্দ্র বলেছেন: হাহাহাহা ধন্যবাদ

২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৫

কারি আলি বলেছেন: প্রমাণ যদি নাইবা থাকে তবে অপকর্মের ফিরিস্তি কেন ইথারে ইথারে ঘুরে বেরায়- মন্তব্যটা ভাল ছিলো, বৈজ্ঞানিক বিশ্লেষণ :) :)

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

অর্ধ চন্দ্র বলেছেন: জি ভাই,যথাযথ বলেছেন,অনেক ধন্যবাদ

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রকৃত নিরোপেক্ষ ভোট বাংলার ইতিহাসে একবারই হয়েছিল।
২০০৮ এ। জিবদ্দশায় এরকম ভোটানুষ্টান আর হবে বলে মনে হয়না।
সেই ফলাফলে বিম্পি-জামাট শোচনীয় ভরাডুবি সবাই দেখেছে।
সুতরাং চু চু করে কোন লাভ নেই।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

অর্ধ চন্দ্র বলেছেন: বাঙ্গালী আগে শিখবে কেমনে,কাকে,কি কারণে ভোট দিতে হয়, তারপর যদি এই ২০০৮ আমরা আবার দেখতে পাই

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশী জনগণ এত কিছু মনে রাখে না। তারা এখনো হাসিনা খালেদা বলতে অজ্ঞান...@হাসান কালবৈশাখী...

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

অর্ধ চন্দ্র বলেছেন: যদিও তাই,তবে তার অনেকাংশ পরিবর্তন চলমান....

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩৮

কলাবাগান১ বলেছেন: গুগল কই সব দেখা যায়...এটা দেখে ও যদি বলে যে বিনপি সৎ, তাহলে বলতে হবে যে আমেরিকার এম্বাসিও আওয়ামী লীগ চালায়। নিচের শব্দগুলি দিয়ে গুগল করুন
লাইন বাই লাইন অসৎ কাজের ফিরিস্তি ক্যাবলে

wikileaks tareq zia uS embassy cableরলে

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

অর্ধ চন্দ্র বলেছেন: হাহাহাহা, হাঁসতে মানা,তা এখন সবার জানা, সাধারণ আর নেই কানা!!
ধন্যবাদ ভাই

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: ভালই বলেছেন

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাংলাদেশীরা সহজেই ভুলে যায় ঘটনা এজন্য বস্তা পচা মাল বারবার খাওয়ানো যায়।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

অর্ধ চন্দ্র বলেছেন: পরিবর্তনের ছোঁয়া চলমান। ধন্যবাদ

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: জনগন আগের চেয়ে সচেতন।বেশ বিরক্ত বটে।তারা পরিবর্তন চায়।তারা এক হদুলিয়া পাখি দেখতে দেখতে বিরক্ত।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

অর্ধ চন্দ্র বলেছেন: যা শুরু হয়ে গেছে। ধন্যবাদ

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: এ ব্যপারে কোনো লাভ নেই।
আমাদের হাতে অপশন কম।

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

অর্ধ চন্দ্র বলেছেন: না,পূর্বে আমাদেরই ছিলো,আমাদের একটা পর্দাপ্রথা দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছিলো,যদিও সে অন্ধপর্দা এখনো চলমান। তবে তার পরিবর্তন এ প্রজন্মের হাতে চলছে...

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: চোর যাবে চোর আসবে, চেয়ার বসার অপশন চোরদের দখলে!

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

অর্ধ চন্দ্র বলেছেন: আর আমরা বোকা হয়ে চেয়ে দেখবো! না, তা হতে পারে না, কারণ পরিবর্তন আমরা করতে পারি,যার সচিত্র চলমান...

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১২

জগতারন বলেছেন:
খালেদা জিয়া দুষ্ট মহিলা।
তার নিপাত যাওয়া কমনা করি।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

অর্ধ চন্দ্র বলেছেন: হাহাহাহা যা বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.