নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

সরকার রক্ষার আন্দোলন

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২৭



৩রা অগাস্ট , ২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম ঐতিহাসিক এক দফায় স্বৈরাচার শেখ হাসিনার পতন সহ সকল গুম, খুনের বিচারের আওয়াজ উঠিয়েছিলেন। তিনি আরো বলেছিলেন - আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই, যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে৷বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব৷’’

বর্তমানে নির্বাচন নির্বাচন করে মুখে ফেনা তোলা বিএনপির কেন্দ্রীয় নেতারা বোঝাই যাচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সেই ভয়াবহ দিনগুলোতে দেয়া বক্তব্যগুলো শোনেন নাই। ছাত্র - জনতার তুমুল আন্দোলনে যে আওয়ামিলীগের পতন ঘটতে যাচ্ছে তা তাদের মত অভিজ্ঞ রাজনীতিবিদেরা ঠিকই বুঝতে পেরেছিল। তাই রাজপথে যখন নাহিদরা শহীদি মৃত্যূর প্রস্তুতি নিয়ে এক দফা দাবী দিচ্ছিল লক্ষ লক্ষ ছাত্র-জনতাকে সাথে নিয়ে সেই সময়ে বিএনপি নির্ঘাত নির্বাচনের সীট বন্টনে ব্যস্ত ছিল। কে কোন জায়গা থেকে নির্বাচনে দাঁড়াবে , কে কোন মন্ত্রনালয়ের মন্ত্রী হবে , কত টাকায় মনোয়নপত্র বিক্রি হবে এই নিয়ে তারেক রহমানের সাথে দেন দরবারে তারা ভয়ানক ব্যস্ত ছিল!! তা নাহলে বিএনপির জানার কথা যে , তরুনদের রক্তের উপড় প্রতিষ্ঠিত বিপ্লবী সরকার কোন তত্বাবধায়ক সরকার নয় যাদের কাজ স্রেফ নির্বাচন আয়োজন করা। স্রেফ ক্ষমতার পালাবদলের জন্য রক্ত দেয়নি এই দেশের তরুন সমাজ। বিএনপি বার বার অন্তবর্তী সরকারকে অনির্বাচিত সরকার বলে নির্বাচনের তাগাদা দিচ্ছে। এনসিপির সারোয়ার তুষার এক টকশোতে বলেছে ,এই সরকারকে অনির্বাচিত সরকার বলা হচ্ছে দিল্লির লাইন। বীণা সিক্রি, ভারতীয় সেনাপ্রধান ও ভারতীয় মিডিয়ার মুখে এ ধরনের কথা হরহামেশাই শোনা যাচ্ছে।


খুবই দুঃখজনক যে বিএনপি এই দেশের তরুনদের বার্তা বুঝতে সক্ষম হয়নি। তারা ভেবেই নিয়েছে যে, ডক্টর ইউনুসের ওপড় চাপ প্রয়োগ করলেই তিনি বিএনপির ভয়ে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন দিয়ে দেবেন। বিএনপি বুঝতেই চাচ্ছে না যে ডক্টর ইউনুস জুলাই বিপ্লবের দাবী বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সোস্যাল মিডিয়ায় তরুনদের ক্ষোভ দিন দিন বাড়ছে। পরিস্থিতি যে রকম দাড়িয়েছে তাতে হয়ত এই দেশের ছাত্র জনতা সামনে আরেক দফা রাজপথে নামবে সরকারের পতন ঘটাতে নয়, ইউনুস সরকারকে দূর্বৃত্তদের কবল হতে রক্ষা করতে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪১

ভুয়া মফিজ বলেছেন: বিএনপি (বেকুব ন্যাশনালিস্ট পার্টি) এর রামছাগল বুইড়া নেতৃবৃন্দ বুঝতে পেরেছে যে, যা খাওয়ার এখনই খেতে হবে। কোন সময়ে আবার আজরাইলের ডাক চলে আসে, কোন ঠিক ঠিকানা নাই। তাই তারা কোন রকমের দেরী সহ্য করতে পারছে না। বাংলাদেশের তরুণ সমাজ কি চায়, এরা সেটা জানে না, জানতে চায়ও না।

বিএনপি'র উচিত হবে, আগামী কোরবানী ইদের পরে আন্দোলন শুরু করা; তাদের তো আবার ইদের পরে ছাড়া আন্দোলনের জোস আসে না!! কয়েকটা অন্ধভক্ত ছাড়া এদের যে কেউ এখন পোছে না, এই সহজ কথাটা এরা বুঝতেও পারছে না। এমনই এদের মগজের কার্যক্ষমতা!!! =p~

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৯

ঢাবিয়ান বলেছেন: বিএনপির সাথে আওয়ামিলীগ ও পার্শ্ববর্তী দেশের আতাত এখন দৃষ্যমান যেটা নাহিদ আজ প্রকাশ করে দিয়েছে। বর্তমান প্রসাষন এখন বিএনপির হয়ে কাজ করছে। অথচ এই প্রসাষনেতো বসে আছে মুলত স্বৈরাচারের দোসররা। তারা হঠাৎ বিএনপি পন্থী হয়ে গেল কেন? ব্লগে কিংবা সোস্যাল মিডিয়ায় খেয়াল করলে দেখবেন যে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকেরা এখন পরস্পরের বন্ধু। দুই বন্ধু মিলেমিশে লুটপাঠ ও পুনরায় গোলামির জিঞ্জিরে ফিরিয়ে নিতে চায় দেশকে।


২| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সেনাপ্রধানের সমর্থন নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফাঁকা মাঠে নিজেরা নিজেরা একতরফা নির্বাচন করছে,
এরপরেও নির্বাচন দিতে এত দ্বিধা এত ভয়, নির্বাচনের নাম শুনতেই আতঙ্ক!
প্রকৃত নির্বাচনে আওয়ামী লীগ ও সব দল সহ নির্বাচনে আসলে যে টোকাইদের কি 'অবস্থা' হবে সেটাই ভাবছি।

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩০

ঢাবিয়ান বলেছেন: ডক্টর ইউনুসের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে , নির্বাচনে আর কোন দুর্নীতিবাজ নির্বাচনে দাড়াতে পারবে না। সে ক্ষেত্রে কি হবে আপনাদের ? দুর্নীতির ছাপ নাই এমন কোন ব্যক্তিতো আর আওয়ামিলীগে নাই। তবে বিএনপির জন্য আসলেই ভাল হবে। ১৫ বছরে বিএনপির তৃ্নমুল নেতা কর্মীরা তুমুল দমন , নীপড়নের শিকার হয়েছে। হয়ত সংস্কারের পর তারাই কেবল নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৩

আরোগ্য বলেছেন: আজকে তো দেখলাম জামাত প্রধানও নির্বাচনের তাগিদ দিয়েছে, উনি আবার রোজার আগেই নির্বাচন চেয়েছেন। লন্ডনে মনে হয় ভালোই খাতিরদারি হয়েছে। দুই দলই একই সুর তুলেছে। ইদানীং এই লোকটাকেও কেমন রহস্যময় মনে নয়, নেতিবাচক ধারণা আসে। আল্লাহ মালুম। ছাত্রদল আর অরাজনৈতিক ইসলামি দলগুলো যদি ইউনুস সরকারের পক্ষে আন্দোলন করেন তাহলে বিএনপি জামাত কিছু করতে পারবে না। আল্লাহ ভরসা।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১১

ঢাবিয়ান বলেছেন: জামাত বিএনপির সৃষ্ট দল। এদের রক্তেই দেশের সাথে বেইমানি লেখা। জামাতের আমীর লোকটা একটা ভয়াবহ পেডোফাইল। এই ধরনের জঘন্য , নোংরা ব্যক্তিদের রাজনীতিতে দেখাটা আমাদের জন্য অভিশাপ।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৩

এ পথের পথিক বলেছেন: বি দল নিম্ন মানের ছ্যছড়ামি শুরু করেছে, যারা ১৬ বছরে বালুর ট্রাক সরাতে পারেনি এখন ক্ষমতা কুক্ষিগত করতে মরিয়া ।
আমি মনে করি মার্চ ফর ইউনুস হওয়া উচিত, অথবা গনভোট হওয়া উচিত । গনভোটের কথা বললে বি দল আবার ঠ্যাটামি শুরু করবে, অথচ তারা জানেনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এ ভোটের আয়োজন করেছিলেন ।
অনেক হয়েছে দেশ হয় লিক বা বি দল দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শিষ । এদের হাতে দেশ নিরাপদ না ।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৪

ঢাবিয়ান বলেছেন: ডক্টর ইউনুস নির্বাচনের রোডম্যাপ দেয়নি। সরকার বলেছে , আগামী বছর নির্বাচন হবে। একটা বছর শুধু কাজ করুক এই সরকার। আগামী বছর নির্বাচনের রোডম্যাপ দিলে মার্চ ফর ডক্টর ইউনুস আপনাতেই শুরু হয়ে যাবে।

৫| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০৪

ভুয়া মফিজ বলেছেন: @আরোগ্যঃ জামায়াত সব সময়েই পরগাছা। এদেরকে বাকী জীবন পরগাছা হয়েই থাকতে হবে, এর-ওর উপর ভর করে। বাংলাদেশের রাজনীতিতে সরকার গঠন করার মতো গ্রহনযোগ্যতা এরা জীবনেও পাবে না। ১৯৭১ এর ভূমিকার জন্য যদি এরা জাতির কাছে অনুতপ্ত হয়ে মাফ চায়, তাহলে অবস্থার খানিকটা উন্নতি হবে, এই আর কি। B-)

বিএনপি'র মতো জামায়াতও ভারতের কাছে নিজেদের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য দেন-দরবার করছে। টিস্যু পেপারের জীবন আর কতোদিন..........জামায়াতের নেতৃবৃন্দের আত্মজিজ্ঞাসার এখনই হাই টাইম!!!!

৬| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩১

আরোগ্য বলেছেন: @ভুয়া মফিজ ভাই, পদাতিক ভাইয়ের রিসেন্ট পোস্ট পড়সেন কি না জানি না। সেখানে দেখলাম ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের সহযোগী জামায়াত। ৭১ এর কথা না হয় বাদ দিলাম তবে ইদানীং আমীরের দরবেশসুলভ আচরণ আমার হজম হয় না। গণতন্ত্রের সাথে আতাত করে ইসলাম কায়েম হবে না, কস্মিনকালেও না। তাইলে সুরা কাফিরুন নাযিল হতো না। আর জামায়াতে ইসলামী কখনও রাষ্ট্র ক্ষমতায় আসবে তা আমার হিসাবে মেলেনা এতে ইসলামের বদনাম হবে। তবে দলীয় নাম থেকে ইসলাম বাদ দিলে ভিন্ন কথা তাহলে তাদের আর কোন অস্তিত্বও হয়তো থাকবে না। বিএনপির কথা আর নতুন কইরা কইতে চাই না। মনে আসহাবে কাহফের মত ঘুমতে উইঠা যদি দেখতাম এসব জঞ্জালমুক্ত দেশে শ্বাস নিতাসি! :-<

৭| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ।
কখন কি হয়ে যায়, আগে থেকে কিচ্ছু বলা যাবে না। কেউ কি ভেবেছিলো- আওয়ামীলীগের কোমর ভেঙ্গে যাবে, তারা গর্তে লুকাবে? কাজেই অপেক্ষা করুন আর দেখুন। আরো অনেক কিছু ঘটবে।

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩০

ঢাবিয়ান বলেছেন: যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ আর যদি তুমি রুখে দাড়াও তবে তুমি বাংলাদেশ।

এই দেশকে আর পেছনে ফিরতে দেবে না এই দেশের তরুন সম্প্রদায়।

৮| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নতুন ইতিহাস হয়তো হবে সরকার রক্ষার আন্দলোন।

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৩

ঢাবিয়ান বলেছেন: নাহিদ, হাসনাতরা যদি এক ডাক দেয় আবারো রাজপথে নেমে পড়বে মানুষ , এতে কোন সন্দেহ নাই।

৯| ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১০০০+ শহীদ হয়েছে বিএনপি-কে ক্ষমতায় আনার জন্য...

১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৪১

ঢাবিয়ান বলেছেন: অন্তবর্তী সরকারি বা কেন বিএনপিকে এত পাত্তা দিচ্ছে বোধগম্য নয়। বিএনপিতো সরাসরি জুলাই গনঅভূত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এদের সাথে কিসের এত বৈঠক?

টকশোগুলোতে বিএনপি নেতারা চরম নাস্তানাবুদ হচ্ছে এনিসিপির তুখোর সব নেতাদের কাছে।

১০| ১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: একেবারে মনের কথাগুলো বলেছেন, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.