![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার সসস্ত্র হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সারজিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে হাসনাতকে রক্ষা করার আর্তি জানান । এনসিপির বিভিন্ন নেতারা
ফেসবুকে পোস্ট দেয়ার পরেও আমরা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর কোন খবর দেখিনি। বরং দেখেছি যে , হাসনাত আব্দুল্লাহ গাজীপুরের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি IUT র গেটে নেমে গেছে এবং উনি IUT র স্টুডেন্টদের দিয়ে পরিবেষ্টিত আছেন। অর্থাৎ পুলিশ নয়, হাসনাতকে বাচিঁয়েছে ছাত্ররা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের নিরাপত্তা ‘নিশ্চিত করতে’ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও ‘গাড়িসহ পুলিশি নিরাপত্তা’ চাওয়া হয়েছে। চিঠিতে চার ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সশস্ত্র ‘গানম্যান’, গাড়িসহ ‘পুলিশ প্রটেকশন’, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন। সুত্র ঃ গনমাধ্যম
অন্তবর্তী সরকারকে বলতে চাই , কাদের রক্তের উপড় দিয়ে আজ আপনারা ক্ষমতায় বসেছেন? বিএনপি চেয়ারম্যানের স্ত্রী যদি পুলিশ প্রটেকশন পায় , তবে বিপ্লবীরা কেন নয়? স্বৈরাচারের পতন ঘটিয়েছে কারা ? হাসনাতরা নাকি মির্জা ফখরুলরা ? মির্জা ফখরুলতো সরাসরিই জুলাই এর গনঅভূত্থানকে অস্বীকার করেছিল। তাহলে রাস্ট্র এখন কার ইশারায় চলছে? স্বৈরাচারের পতন ঘটাতে নাহিদ , সারজিস , হাসনাতরা মৃত্যূকে বেছে নিয়েছিল বলেই কি তাদের এখন জোর করে মৃত্যূর মুখে ফেলতে চাচ্ছেন আপনারা ?
এনসিপিকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আরেকদফা আন্দোলনে নামতে হবে , নতুবা খুব শীঘ্রই আমরা এনসিপি নেতাদের একের পর এক হামলার শিকার হয়ে নির্মমভাবে মৃত্যূ বরন করতে দেখব। দালাল দিয়ে পরিবেষ্টিত অন্তবর্তী সরকার বিপ্লবিদের মৃত্যূকে শহীদি আখ্যা দিয়ে কেবল দুঃখপ্রকাশ করতে চায় !!!
০৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৯
ঢাবিয়ান বলেছেন: এদের পুলিশি নিরাপত্তা না দিলে যে কোনদিন পথেঘাটে মরে পড়ে থাকবে। রাস্ট্র কি তাই চায়?
২| ০৫ ই মে, ২০২৫ বিকাল ৫:০১
বাকপ্রবাস বলেছেন: এনসিপিতে হাসনাতকেই বিশ্বাস করি, অন্যদের তেমন না
৩| ০৫ ই মে, ২০২৫ বিকাল ৫:০৭
যামিনী সুধা বলেছেন:
আমেরিকা জল্লাদ ভাড়া করে; পরে জল্লাদের ঝুলায়ে দেয়।
৪| ০৫ ই মে, ২০২৫ বিকাল ৫:৫১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: এদের পুলিশি নিরাপত্তা না দিলে যে কোনদিন পথেঘাটে মরে পড়ে থাকবে। রাস্ট্র কি তাই চায়?
পুলিশের ভূমিকা হলো বাংলা সিনেমার গল্পের মতো: এক বধু দুই স্বামী।
পুলিশ ভাইরাসের মতো ঘাপটি মেরে আছে! নতুন রাজনৈতিক দলের শরীরে প্রবেশ করার জন্য।
৫| ০৫ ই মে, ২০২৫ রাত ৮:৫৪
জুল ভার্ন বলেছেন: জুলাই আন্দোলনের ছাত্রদের প্রতি আমজনতার যে ভালোবাসা, স্নেহ সম্মান ছিলো- সেই অবস্থান ওরাই নষ্ট করেছে... দিন দিন প্রতিপক্ষ তৈরী করছে অনেকটা পায়ে পাড়া দিয়ে।
৬| ০৬ ই মে, ২০২৫ রাত ১:১৫
কামাল১৮ বলেছেন: এএসইএম সমস্ত জল্লাদদের জনতার হাতে ছেড়ে দেয়া দরকার।জনতাই শ্রেষ্ঠ বিচারক।একাত্তুরের সেই গান মনে নেই।তোমার বিচার করবে যারা,আজ জেগেছে সেই জনতা।
৭| ০৬ ই মে, ২০২৫ রাত ১:১৮
কামাল১৮ বলেছেন: এই সমস্ত হবে
৮| ০৬ ই মে, ২০২৫ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: সন্ত্রাসীদের বিপ্লবী বলছেন কেন??
৯| ০৬ ই মে, ২০২৫ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: নির্ভীক হাসনাত আব্দুল্লাহ তার সাহসী বক্তব্যের জন্য 'বিশেষ টার্গেট' এ পরিণত হয়েছেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২৫ বিকাল ৩:২৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হাসনাত-এর মধ্যে তারুণ্য ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক নেতৃত্ব দেয়ার যোগ্যতা ও সাহস আছে! যা বুড়োদের জন্য পীড়াদায়ক।