নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

জুলাই গনহত্যা নিয়ে বিবিসির প্রতিবেদন

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৮

বিবিসি ৩৫ মিনিটের একটা ডকুমেন্টারি পাবলিশ করেছে আজ । The Battle for Bangladesh: Fall of Sheikh Hasina এই শিরোনামে। নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা, অডিওর সত্যতা নিশ্চিত করল বিবিসি ( ইত্তেফাক) বিবিসির এই ডকুমেন্টারিতে পয়েন্ট টু পয়েন্ট ইনভেস্টিগন করা রিপোর্ট দেয়া হয়েছে।



জাতিসংঘের ফ্যক্ট ফাইন্ডিং কমিটি আগেই তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এক বছর পার হবার পর বিবিসি জুলাই এর এই রক্তঝড়া মাসে ইনভেস্টিগেটিভ ডকুমেন্টরি প্রকাশ করল। সোস্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই প্রতিবেদন। সবার মুখে এখন একটাই প্রশ্ন '' বিচার কবে ?"






মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২২

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি জুলাই গনঅভ্যূত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন।
বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তাঁর নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার’ করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন ‘তাঁরা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাঁদের (আন্দোলনকারী) পাবেন, গুলি করবেন।’
ইন শা আল্লাহ খুনী শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে।অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি জুলাই গনঅভ্যূত্থানকালে বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন।
বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তাঁর নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার’ করার অনুমতি দিয়েছেন এবং বলেছেন ‘তাঁরা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাঁদের (আন্দোলনকারী) পাবেন, গুলি করবেন।’
ইন শা আল্লাহ খুনী শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে।

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫২

ঢাবিয়ান বলেছেন: প্রতিবেদনটা ৫ ই অগাস্টের উপড় ভিত্তি করে করা হয়েছে মুলত। শুধু শেখ হাসিনার কথোপকথনই নয় , আর্মির প্রশ্নবোধক ভুমিকাও তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও ৫ই অগাস্ট ৫২ জন মানুষ যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে খুন হয়েছে। এই তথ্য আমাদের জানা ছিল না। সেনাবাহিনীর সাজোয়া যানে থাকা সেনবাহিনীর অফিসার, সোলজারদের কাছে মানুষ সাহায্য প্রার্থনা করলে তাদের সাহায্য না করে চলে যেতে দেখা যায় ভিডিওতে ।

২| ০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

নতুন বলেছেন: এর পরেও আয়ামীলীগের অন্ধ ভক্তরা বলবে শেখ হাসিনা র্নিদোষ। :|

০৯ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩৫

ঢাবিয়ান বলেছেন: এরাতো pathological liar । বিচার না হবার কারনেইতো মিথ্যা বলার সাহস পাচ্ছে।

৩| ০৯ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:২০

মি. বিকেল বলেছেন: যাত্রাবাড়িতে গুলির দৃশ্যের একটি ফুটেজ আছে আমার কাছে। যেখানে দেখা যাচ্ছে পুলিশ নির্বিচারে গুলি ছুড়ছে। তবে ঐ ভিডিওর সত্যতা যাচাই আমার পক্ষে করা সম্ভব হয় নাই। এই ডকুমেন্টারি আজ সকালেই দেখলাম এবং ঐ ফুটেজ এই ডকুমেন্টারি তে ব্যবহার করা হয়েছে। নিহতের সংখ্যা আন্দাজ করা যায়, ৫০+ তো অনায়াসেই হয়ে যাবার কথা।

০৯ ই জুলাই, ২০২৫ রাত ৮:৪৩

ঢাবিয়ান বলেছেন: এই ভিডিও আগে দেখি নাই। আশুলিয়ায় ভ্যানে করে লাশ পুড়ানোর এক ভয়াবহ ভিডিও দেখেছিলাম কিন্ত সেটা ৫ তারিখের আগের। ৫ তারিখে হাসিনা পালিয়ে যাবার পরেও যে যাত্রাবাড়িতে ৫২ জন খুন করা হয়েছিল এবং আর্মি নিষ্ক্রিয় ভুমিকা পালন করেছিল , তা জানা ছিল না।

কিন্তু বিচার কেন হচ্ছে না? আইন উপদেষ্টা আসিফ নজরুলকে টেনে হিচরে শাহবাগে এনে জিজ্ঞাষাবাদ করা উচিত।

৪| ০৯ ই জুলাই, ২০২৫ রাত ৯:১৩

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা হুকুমের আসামি হিসাবে ১০০ বছর সাজা পাবে। যে জিনিস নিজে দেখিয়ে গেছে তা উহাকেই দংশন করবে ।

৫| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: হ্যা সব বুঝলাম। মানলাম।
থানায় আগুন দিলো কে? পুলিশ হত্যা করলো কে?
লুটপাট করলো কারা? মেট্রোরেল ভাঙল কারা?
জ্বালাও পোড়াও করলো কারা?

৬| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৭

নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: হ্যা সব বুঝলাম। মানলাম।
থানায় আগুন দিলো কে? পুলিশ হত্যা করলো কে?
লুটপাট করলো কারা? মেট্রোরেল ভাঙল কারা?
জ্বালাও পোড়াও করলো কারা?


যখন পুলিশ ৫২ জন হত্যা করেছে তখন জনগন থানায় গিয়ে পুলিশকে ধন্যবাদ দিতে গেছিলো।

কিন্তু ঐ সময় ওসি সাহেব যারা ধন্যবাদ দিতে গেছিলো তাদের কাছে ঘুষ দাবী করছিলো।

ঐ সময় ওসি সাহেবের ঘুষ দাবী করা উচিত হয় নাই।

তাই জনগন একটু আগুন দিছিলো।


আপনার কি মনে হয় পুলিশ নিবিচারে গুলি করে ৫২ জন মানুষ হত্যার পরে জনগন ঐ থানায় আগুন দেবে না? আমাদের দেশের জনগন এতো ভালো মানুষ হয়ে যায় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.