নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

এমন হলে কেমন হয় ?

২৯ শে মে, ২০১৮ রাত ১০:২০



আমাদের দেশে যেমন বিয়ের পর মেয়েরা ছেলের বাড়ি আসে শ্রীলংকান তামিলদের ক্ষেত্রে তার উল্টা, ছেলেরা বিয়ের পর সাধারণত মেয়ের বাড়িতে যায় । একটু অবাক হয়ে এক তামিলকে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে ও বললো ওদের সিস্টেমই ভালো, যুক্তি হিসেবে ও বললো এতে করে শশুর বাড়িতে মেয়েদের উপর যে অত্যাচার নির্যাতন ঘটে, যা আমাদের সব দেশে অত্যন্ত কমন, তা হওয়ার সুযোগ থাকবে না, কারন শশুর বাড়িতে জামাইয়ের উপর অত্যাচার হওয়ার সুযোগ কম, কেননা জামাই সাধারণত কামাই রোজগার করে, কোথাও যদি জামাই সাচ্ছন্দ অনুভব না করে তো বৌ নিয়ে (বা বেশি খারাপ অবস্থা হলে ছেড়ে দিয়ে ) অনায়াসে অন্যত্র চলে যেতে পারবে ।

একেবারে কি অযৌক্তিক ? একবার ভাবুন না !

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবনার সমু‌দ্রে ফে‌লে দি‌লেন তো!

২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪১

ঢাকার লোক বলেছেন: একেবারে গোসল করেই নাহয় উঠুন, ক্ষতি কি ? মালয়েশিয়ায় তো অনেক তামিল আছে তাদের মাঝেও কি একই প্রথা ? জেনে নিয়ে জানাবেন ? ধন্যবাদ মন্তব্য করার জন্য , ভালো থাকুন .

২| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি ভাই ঘর জামাই থাকেন!

আমাদের ওসবের মধ্যে টানবেন না!
যাদের পারসনালিটির ঘাটতি থাকে তারাই শশুর বাড়ীতে পড়ে থাকবে!!(বর্তমান অবস্থা প্রেক্ষিতে)

২৯ শে মে, ২০১৮ রাত ১১:০১

ঢাকার লোক বলেছেন: কিছু মনে করবেন না ভাই, শশুরের বাড়ি বা প্লট পেলে বা মোটর সাইকেল পেলে তো বঙ্গসন্তানদের খারাপ লাগে না ! তখন পার্সোনালিটি কোথায় থাকে ? ধন্যবাদ, ভালো থাকুন

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ও যে ঘরজামাই এই বোধদয় নাই জন্যই এমন অযুক্তিক যুক্তি দিয়েছে। আর নারী নির্যাতনের কথা বলছেন তো। ওটা তো সব পরিবারেই হয় না। আর তাছাড়া মেয়ে বাড়িতে ঘর জামাই থাকলে যে পুরুষ নির্যাতিত হবে না তার-ই বা গ্যারান্টি কি??

সব কথার এক কথা হলো, "সব যুক্তি সব সময় সব জায়গায় চলে না।"

২৯ শে মে, ২০১৮ রাত ১১:০৯

ঢাকার লোক বলেছেন: "সব যুক্তি সব সময় সব জায়গায় চলে না।" এতো গায়ের জোরের কথা ! আপনার যুক্তি পেশ করুন আমাদের প্রথার পক্ষে !

৪| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৯

শামচুল হক বলেছেন: নিজেই যদি কামাই করে খাই তাহলে আর ঘরজামাই থেকে লাভ কী?

২৯ শে মে, ২০১৮ রাত ১১:১৪

ঢাকার লোক বলেছেন: ঘর জামাই কেন থাকবেন ভাই ? ভালো রোজগার করলে বৌ নিয়ে আলাদা বাড়ি করে থাকুন . আমার মনে হয় সচ্ছল তামিলরাও শশুর বাড়িতে পড়ে থাকে না সুযোগ মতো আলাদা বাড়িতে চলে যায়।

৫| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:১৬

উদাস মাঝি বলেছেন: ইন্টারেস্টিং ! ভালই মনে হচ্ছে ।

ওই দেশে শাদি করার ইচ্ছা জাগছে, কি করা যায় বলুন তো ?

২৯ শে মে, ২০১৮ রাত ১১:৩১

ঢাকার লোক বলেছেন: যাক একজন অন্তত পাওয়া গেছে যার এ সিস্টেমটা পছন্দ হয়েছে ! শ্রীলংকান হাইকমিশনে খোঁজ নিতে পারেন!
বিষয়টা নিয়ে ভেবেছেন সে জন্য ধন্যবাদ

৬| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৮

উদাস মাঝি বলেছেন: আপ্নিও আসুন, একলগে যাই ।
দল ভারি থাকলে সুবিধা আছে না ? ;)

৩০ শে মে, ২০১৮ রাত ১২:০৯

ঢাকার লোক বলেছেন: আগে আপনি যান, সাদি কইরা শশুর বাড়িতে কেমন থাকেন জানায়েন, দল ভারী করতে তখন আরো লোক পাইতে পারেন ! গুড
লাক !!

৭| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:৫৫

শিখণ্ডী বলেছেন: এত দূরে যাবার দরকার কী? ময়মনসিংহ যান, গারো সমাজেও একই প্রথা। প্রয়াত প্রমোদ মানকিনের ছেলের নাম যেন কী? মনে আসছে না;বাপের পদবি নয় মায়ের। আচ্ছা ওদের বউরা ঠ্যাঙানি দেয় না? না দিলে ভালই তো

৮| ৩০ শে মে, ২০১৮ রাত ২:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা বউর কারণে নিজের ঘর ছাড়তে হয় অথবা পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হয় তাদের জন্য শশুর বাড়িই ভরসা। কারণ অনেকেরই বউ নিয়ে আলাদা থাকার মত সামর্থ্য হয় না...

৯| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১০

কামরুননাহার কলি বলেছেন: ভালোই বলেছেন মেয়েরা একা থাকবে কেনো শশুড় বাড়ি ছেলেরাও একটু থাকুক। তাতে দোষের কি আছে।

১০| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:১০

কামরুননাহার কলি বলেছেন: প্রধানমন্ত্রীর হলে আমি এই নিয়মটাই চালু করবো।

১১| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৬

ক্স বলেছেন: গারো সমাজে ছেলেরা মায়ের পদবী ধারণ করে।

১২| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: ভাবতে আছি। ভাবনা শেষ হোক। তারপর জানাবো।

১৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:২১

ব্লগার_প্রান্ত বলেছেন: মানি না। শ্বশুর বাড়িতে পুরুষদের মারধর করলে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.