নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ সার্চম্যান এর লেখা "একটু অসাবধনতায় মুহুর্তে চলে যেতে পারে একটা জীবন " পড়ে মনটা খারাপ হয়ে গেলো, তারই পরিপূরক হিসেবে এ লেখা ।
নির্মাণকাজে দুর্ঘটনায় মৃত্যু উপর থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাই সব থেকে বেশি, মোট সংখ্যার প্রায় এক তৃতীয়ংশ । সাধারণত আবাসিক গৃহ নির্মাণ প্রকল্পেই এ ধরনের দুর্ঘটনা সব চেয়ে বেশি দেখা যায় । একটা বড় কারণ ছোট কন্ট্রাক্টররা তাদের শ্রমিকদের উপযুক্ত ট্রেনিং দেয়া, প্রয়োজনীয় নিরাপত্বা মূলক জুতা হেলমেট ইত্যাদি সরবরাহ করা এবং ব্যবহারে উত্সহিত করা ইত্যাদিকে বাজে খরচ মনে করে অবহেলা করেন । ছাদে কাজ করার সময় উপর থেকে পড়া রোধ করার জন্য ছাদে শক্ত কিছুর সাথে রশি দিয়ে নিজেকে বেঁধে নিলে দুর্ঘটনা এড়ানো সম্ভব । একে বিদেশে লাইফ লাইন বলে । আমেরিকায় OSHA ( Occupational Safety and Health Administration ), যারা নির্মাণ কাজে নিরাপত্বামূলক ব্যবস্থা নিশ্চয়তা করতে সদা কর্মরত, ৬ ফুট বা তার বেশি নিচে পড়ে যেতে পারে এমন কাজ করলে লাইফ লাইন ব্যবহার করা বা অন্য কোনো উপযুক্ত নিরাপত্বামূলক ব্যবস্থা গ্রহণ (যেমন উপযুক্ত রেইলিং বা গার্ড রেইল দিয়ে নেয়া ) বাধ্যতামূলক করেছে ।
কাজকে নিরাপদ করার জন্য যার উপরে দাঁড়িয়ে কাজ করবে সেটা শক্ত এবং নিরাপদ কিনা সেটা নিশ্চিত করা প্রথমেই আবশ্যক ।
বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের নিরাপত্বামূলক ব্যবস্থা গ্রহণ আবশ্যক হতে পারে, পরিস্থিতির জন্য সব চেয়ে কার্যকরী ব্যবস্থা কি হতে পারে অভিজ্ঞ নিরাপত্তা বিশেষজ্ঞ ঠিক করবেন এবং মালিক ও শ্রমিক উভয়েই এতে সহযোগিতা করবেন । তবেই এ ধরণের দুর্ঘটনাজনিত মৃত্যু কমানো সম্ভব ।
মই বা চঙ্গ থেকে পড়ে যাওয়াও অত্যন্ত কমন দুর্ঘটনা যাতে অনেকে আহত হন, মই ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়মাবলী মানলে দুর্ঘটনা এড়ানো সম্ভব; যেমন, মই ভালো অবস্থায় হতে হবে, ভাঙা বা ত্রূটিপূর্ণ যেন না হয় , এ ছাড়াও
১. নিচের যায়গা শক্ত , ভার নিতে পারে , পিসলিয়ে যেন না যায় ,
২. মই এমন ভাবে দাঁড় করান যাতে প্রতি ৪ ফুট উচ্চতার জন্য ১ ফুট সেট ব্যাক থাকে
৩. মইয়ের মাথা যেন উপরে যেখানে কাজ করবে তা থেকে কম পক্ষে ৩ ফুট উপরে থাকে
৪. দরকার হলে মই উপরে এবং নিচে আটকায়ে/ বেঁধে নিন
৫. একজনের বেশি একত্রে উঠবেন না
৬. মইয়ের দিকে মুখ করে সম্ভব হলে দুই হাতে ধরে উঠা নাম করুন, সর্বদা কমপক্ষে ২ পা এক হাত অথবা ২ হাত এক পা মইয়ের উপর যেন থাকে
৭. আরো উঁচুতে উঠার জন্য মইকে কোনো বাক্স বা অন্য্ কিছুর উপর বসবেন না
৮. মই কোনো দরজার সামনে বসালে দরজা বন্ধ করে নিন যেন কেউ এ দরজা ব্যবহার না করে
৯. ধাতু নির্মিত মই ইলেকট্রিক লাইনের কাছে বসাবেন না
মনে রাখতে হবে , জীবন আপনার , সর্বোপরি চতুপার্শ সম্বন্ধে সতর্ক থাকা ও নিজের নিরাপত্বা সম্বন্ধে হুশিয়ার থাকার অন্য কোনো বিকল্প নেই । সবাই নিরাপদ থাকুন !
ছবি সূত্র : অন্তর্জাল
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৬
ঢাকার লোক বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ, ভাই । সবাই নিরাপদ থাকুন !
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩২
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭
ঢাকার লোক বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ, প্রামানিক ভাই। সবাই নিরাপদ থাকুন !
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের এত এত ইঞ্জিনিয়ার বের হয় তেনারা এসব বিষয়ে তদারকি করেন না কেন? কন্ট্রাক্টরদেরও সচেতন হতে হবে...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
ঢাকার লোক বলেছেন: আপনি ঠিক বলেছেন, প্রকল্পের মালিক, কন্ট্রাক্টর এবং তদারককারী ইঞ্জিনিয়ার সবারই এ বিষয়ে আরো ভিজিলেন্ট হওয়া দরকার , সেই সাথে আমাদের শ্রমিকদেরও নিরাপত্বা মূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা যে জরুরি সেটা বুঝতে হবে . মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই রকম দুর্ঘটনায় মালয়েশিয়াতে প্রতি দিন ২ থেকে ৪ জন বাংলাদেশী শ্রমিক মারা যায়।
আহা জীবন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ঢাকার লোক বলেছেন: সত্যি দুঃখজনক !! মালয়েশিয়াতে আইন কানুন আছে, আমাদের দেশের শ্রমিকরা সাধারণত নিরাপত্বা মূলক ব্যবস্থাগুলো গ্রহণে অবহেলা করে ! ব্যবস্থাগুলো গ্রহণ করা যে জরুরি সেটা বুঝতে হবে !!
তেরিমাকাশি সাজ্জাদ ভাই !
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩
চাঙ্কু বলেছেন: দেশে অনেক বিল্ডারই সেফটি রিকোয়ারমেন্টসকে বৃদ্ধাঙ্গুলি দেখায়!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
ঢাকার লোক বলেছেন: দুঃখজনক ! নিরাপত্বা মূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা যে জরুরি সবারই সেটা বুঝতে হবে । সরকারি পর্যায়ে তদারকির ব্যাবস্থা থাকাও জরুরি । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: সরকারের তো এ ব্যাপারে কোনো তদারকি নাই।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
ঢাকার লোক বলেছেন: দুঃখজনক ! নিরাপত্বা মূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা যে জরুরি সবারই সেটা বুঝতে হবে । সরকারি পর্যায়ে তদারকির ব্যাবস্থা থাকাও জরুরি । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯
করুণাধারা বলেছেন: সচেতনামূলক পোস্টের জন্য ধন্যবাদ। ভালো লাগলো আপনার সতর্ক বার্তা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
ঢাকার লোক বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ। সবাই নিরাপদ থাকুন !
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।সতর্কবার্তার জন্য ধন্যবাদ।