নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো কারো জানা থাকতে পারে চরমনাইয়ের বর্তমান পীর সাহেব রেজাউল করিম সাহেবের দাদা প্রাক্তন পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক এর লিখা একটা কিতাব "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা" । পীর থাকা জরুরি কিনা এ সম্পর্কে জনগণের মাঝে দ্বিমত আছে অনেকেই জানেন, তাই পীর থাকার উপকারিতার সপক্ষে দলিল হিসাবে তিনি একটি গল্প ২৭-২৮ পাতায় বর্ণনা করেছেন । এতে লিখেছেন, কোনো এক দেশে এক দরবেশ মারা গেলে সেখানকার এক কাফন চোর রাতের অন্ধকারে নতুন কবরে ঢুকে যেই না কাফন খুলতে গেছে অমনি সেই মৃত দরবেশ খপ করে তার হাত ধরে ফেলেন, এতে বেচারা কাফন চোর সেখানেই হার্ট ফেল করে মারা যায় । দরবেশ সাহেব এবার তার এক খলিফাকে স্বপ্নে আদেশ করেন যেন এই কাফন চোরকে তুলে নিয়ে গোসল দিয়ে আবার তারই পাশে কবর দেয়া হয় । তাকে কেন এ সম্মান দেয়া হবে জানতে চাইলে তার উত্তর, " কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লেগেছে , তাকে ফেলে রেখে আমি কেমনে কিয়ামত দিবসে পুল সিরাত পার হয়ে যাবো ?"
বইটা দেখতে চাইলে, (এতে অনেক শিরকী আকিদা রয়েছে কাজেই আমল যোগ্য নয়!) Click This Link
এ গল্প পড়লে সুবহানাল্লাহ বলে অনেকেই পীরের মুরিদ হওয়ার জন্য লাইন ধরতে পারেন, কিন্তু যদি আমরা একটু গল্পটাকে বিশ্লেষণ করি তো কতগুলো প্রশ্ন জাগে,
১. কবরের ভিতরে মৃত দরবেশ জীবিত হয়ে চোরের হাত ধরে ফেলার ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু ?
২. কবরের ভিতরে মৃত দরবেশ তার খলিফাকে স্বপ্নে নির্দিষ্ট কিছু দেখানোর ক্ষমতা রাখেন কি?
৩. দরবেশ কিয়ামত দিবসে নিজে পুল সিরাত পার হওয়ার নিশ্চয়তা কিভাবে পেয়েছেন ? আরেকজনকে সাথে নেয়াতো পরের কথা!
গ্রাম দেশে ওয়াজে কিছু মাওলানা সুরালো গলায় অনেক চমকপ্রদ মিথ্যা বানোয়াট গল্প বলে মানুষকে আকৃষ্ট করে থাকেন, এগুলোর সত্যতা যাচাই না করে গ্রহণ করা এক ধরনের মূর্খতা । " কোনো এক দেশে এক রাজা ছিল" জাতীয় গল্প কোনো বিষয়ে ধর্মীয় গুরুত্ব বুঝাতে ব্যাবহার করার ক্ষেত্রে আরো যত্নবান হওয়া দরকার।
আশা করি আমার পয়েন্টটা,বুঝাতে সক্ষম হয়েছি । সাধারণ গল্পের জন্য রেফারেন্স লাগে না, যেমন বাঘ ও রাখালের গল্প, এতে কেউ জিজ্ঞেস করেনা কোথাকার কোন রাখাল ইত্যাদি! কিন্তু ধর্মীয় বিষয়ের গুরুত্ব বুঝাতে গল্প বলতে হলে অনেক ক্ষেত্রেই উপযুক্ত রেফারেন্স বা দলিল দরকার!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২
ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ ! অন্ধত্ব দূর হোক জ্ঞানের আলোয় !!
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম ঘটনাটা অতিরঞ্জিত।
এখনকার তথাকথিত পীরেরা ভন্ড। আপনি পরামর্শের জন্য একজন ভালো ইমাম/আলেম এর সাথে সম্পর্ক করেন। নিজের ভালোমন্দ কথা তাকে বলেন। পারলে তার কথামত চলেন। কোন ইমাম সৎ এটা একটু নেড়েচেড়ে দেখলেই বুঝতে পারবেন।।
@ ৩. দরবেশ কিয়ামত দিবসে নিজে পুল সিরাত পার হওয়ারনিশ্চয়তা কিভাবে পেয়েছেন ? আরেকজনকে সাথে নেয়াতো পরের কথা!
এসব একেবারে ফালতু কথা।
পুনশ্চঃ
ভালো/মন্দকে চিনতে পারাটা কিন্তু খুব জরুরী। সত্যি জরুরী।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
এস এম ইসমাঈল বলেছেন: নিজে সৎ থাকুন তাহলেই দেখবেন, জীবনটা কত মধুময়। ভন্ড পীর থেকে সাবধান।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে এসেও কুসংস্কারে বিশ্বাস করা লোকের সংখ্যা অনেক। আজিব !!!
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০
নীল আকাশ বলেছেন: বর্তমানে দেশের সমস্ত পীর দরবেশ হচ্ছে ভন্ডামীর আর্দশ উদাহরন। ইসলামে কোথাও পীর দরবেশ এর কোন জায়গা নেই। কেউ যদি দাবী করে সোজা হাদিসের রেফারেন্স চাইবেন.......
এই বইটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। নামাচ্ছি এখন। লিংক দিয়ে খুব ভালো কাজ করেছেন। আর এই পোস্টের বিষয়বস্তুইও চমৎকার।
ধন্যবাদ আপনাকে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
ঢাকার লোক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
যবড়জং বলেছেন: +++++ অন্ধত্ব দূর হোক জ্ঞানের আলোয় ।।
শুভকামনা ।।