নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কোথাও কোন শাখা নাই :(

প্রতিদিন ভাবি আর ঢুকুম না ;)

ধীরে বৎস

ধীরে বৎস › বিস্তারিত পোস্টঃ

অভিমান(Abhimaan) মুভি রিভিউ (৪) =p~ =p~ :D

০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ১:১৫

উহু যারা ৯০ এর দশকে জন্মেছেন, তাদের এ মুভির নাম শোনার কথা না। ৮০ বা ৭০ এর দশকের মানুষজনকে জিজ্ঞেস করলে হয়তো স্মৃতি হাতড়ে মনে করার চেষ্টা করতে পারেন। হুম, আবছা আবছা মনে পড়ছে কি? না মনে পড়লে আরেকটু পেছন থেকে ঘুরে আসি। এই অসাধারন ক্লাসিক মুভিটি ১৯৭৩ সালে নির্মিত। প্রয়াত হৃষিকেশ মুখার্জির আরো অনেক অনন্য সৃষ্টির মধ্যে একটি। অনেকেই হয়তো জানেন না, তিনি বাঙ্গালী ছিলেন। এই গুণী পরিচালকের হাত দিয়ে আমরা পেয়েছি অনুপমা,চুপকে চুপকে, গোলমাল এরকম আরো অনেক কালজয়ী সিনেমা।



অভিমান হিন্দিতে নির্মিত খুবই চমৎকার ড্রামা মুভি। আপনি চাইলে মিউজিকাল ড্রামাও বলতে পারেন, কোন ক্ষতি নেই। পৌনে দুই ঘন্টার এই মুভিতে ৭/৮ টি গান আছে। মুলত দুজন শিল্পী ও তাদের সঙ্গীতসত্তাকে উপজীব্য করে এর কাহিনী গড়িয়েছে। ও আচ্ছা, আপনি তাদের টানাপোড়েন নিয়ে জানতে অতটা আগ্রহী নন!! ঠিকাছে, তারপরো পিছপা হবেন না। এ ছবির সঙ্গীত পরিচালকের নামটা জেনে রাখতে পারেন, হয়তো মত পাল্টাতেও পারেন ......গ্রেট শচীন দেব বর্মন। অসাধারন সুর আর সঙ্গীতের জন্যেও এ মুভিটি বিখ্যাত। লতা মুঙ্গেশকার, কিশোর কুমার আর মোহাম্মদ রফির অনন্য ট্রায়ো আর কোথায় পাবেন?



খুবই সরল আর সাধারন কাহিনী নিয়ে যে গল্পের শুরু, কাহিনীর টানাপোড়েনে আর কলাকুশলীর মুন্সিয়ানায় তা-ই একসময় অসাধারন হয়ে ওঠে। ছবির মূল দুই ক্যারেক্টার সুবীর (অমিতাভ বচ্চন) আর তার স্ত্রী রমা (জয়া ভাদুরী)। সুবীর উঠতি গায়ক, পসারও ভালো। সঙ্গীত আর সাফল্য দুয়ে মিলে ভালোই চলে যাচ্ছিল, তবু কোথায় যেন এক নিষ্পাপ শূন্যতা সুবীরের মনে। তাই মাসীর বাড়ি গিয়ে যখন রমার সাথে পরিচয় হয়, সুবীর তাকে সারাজীবনের মতো নিজের জীবনে জড়িয়ে নিতে চায়। বিয়েটা যেন হয়ে যায় হুট করেই। মজার ব্যাপার হলো রমাও খুব ভালো গান জানে, বাবার কাছে সে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছে।সুবীরও রমার প্রেমে পড়ে এই গান শুনেই। একজন প্রতিষ্ঠিত কমার্শিয়াল গায়ক (অমিতাভ বচ্চন) আর আরেকজন (জয়া ভাদুরী)গান করে শুধুই প্রানের টানে । ধীরে ধীরে স্বামীর হাত ধরে, কিছুটা অনিচ্ছায় রমাও প্রবেশ করে সঙ্গীতের জগতে। দুজনেই গান করে, কখনো একসাথে, কখনো সুবীরের অনুরোধে একা। খ্যাতি,প্রশংসা, পুরস্কার সবই আসতে থাকে, হয়তো সুবীরের চেয়ে একটু বেশিই প্রাপ্তি ঘটে রমার ভাগ্যে।একসময় অজান্তে হোক আর পরিস্থিতির পরিনতিতেই হোক রমাকেই যেন প্রতিদ্বন্দী মনে হতে থাকে সুবীরের কাছে। সুবীর কি পারবে এই টানাপোড়েনকে পাশ কাটিয়ে রমাকে আবার আগের মতো কাছে ডাকতে? রমা কি ভুলে যাবে সুবীরের ত্যাগের কথা? নাহ আর বেশি কথা নয়, বাকীটুকু সেলুলয়েডের ফিতায় বাঁধা থাকুক। ইউটিউবেও পাবেন যদি পুরনো এই কাহিনীর আমেজ পেতে চান।



সবকিছু ছাপিয়ে এই ছবির আরেক আকর্ষন অমিতাভ আর জয়া ভাদুরীর চমৎকার অভিনয়।আমার সবসময়ই মনে হয়ে হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'সুচিত্রা সেন' কেউ যদি থেকে থাকেন, তবে তিনি জয়া ভাদুরী।ভাবনাটা যে খুব মিথ্যে নয়, এখানে তিনি তার ছাপ রেখেছেন। অমিতাভও ভালো কাজ করেছেন। বাকী সবাইও মানানসই।



এবার আসা যাক, কিছু মজার কথায়। Akon এর lonely গানটা অনেকেই শুনে থাকবেন। গানের শুরুতে যে সুর ব্যবহার করা হয়েছে, তার সাথে এই ছবির বহুল ব্যবহৃত একটি আবহ সঙ্গীতের অসম্ভব মিল আছে। Akon এর গানের সাথে কি করে শচীন দেব বর্মনের করা সুর মিলে গেল, এটা আবিষ্কার করা মুশকিল, হয়ত মনের মিল (!!)। আগেকার দিনে (বেশিদিন আগে নয়, এইতো ১৯৭৩ সালে), হসপিটালে ব্রাদাররা যে হাফ প্যান্ট পড়তেন একথা কি জানেন? না জানলে, আপনার জন্য আরো অনেক কিছুই জানার আছে সেসময়কার জীবন, জীবনদর্শন আর অনুভূতি নিয়ে। উপভোগ করুন 'অভিমান', কোন এক সন্ধ্যায়, প্রিয়ার হাত ধরে, যাকে আপনি কখনোই হারাতে চাইবেন না।



(এই রিভিউ টমেটো ল্যাংগুয়েজে লিখতে ইচ্ছা করেনি, মুগ্ধতা মানুষকে মাঝে মাঝে সুশীল বানিয়ে দেয়.......



দিতে পারো ১০০ মুভি এনে, আজন্ম সুশীল সাধ

একদিন ব্লগের পাতায় একটু শুদ্ধ ভাষায় লেখা লিখি !! ;)

মন্তব্য ২০ টি রেটিং +৪/-১

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৭

হায়রে দুনিয়া বলেছেন: একটা তথ্য আপনার রিভিউতে বাদ পড়েছে।

অভিমানের গানগুলি অলটাইম হিট। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান তেরে মেরে মিলান কি ইয়ে রেয়নার সুর শচীন কর্তা রবীন্দ্রনাথের গান থেকে নোট টু নোট চুরি করেছিলেন। :D

০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:০১

ধীরে বৎস বলেছেন: হুম ঠিক ঠিক, "যদি তারে নাই চিনি গো সে কি"..... ঠিক ধরেছি? :D

২| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:০৭

ধীরে বৎস বলেছেন: আবার সেই টেকনিক ;)

৩| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:০৯

হায়রে দুনিয়া বলেছেন: ইয়েস স্যার। আপনি কোন ব্যাচ নটরডেমে??

৪| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:১০

হায়রে দুনিয়া বলেছেন: কোন টেকনিক? আমাকে কিছু বললেন?

০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৭

ধীরে বৎস বলেছেন: আপনারে না, নিজেরেই কই আর কি ;) এখনো সংকলিত পাতায় জায়গা পাই নাই, তাই হাল্কা টেকনিক খাটাইতেছি যাতে লেখা সবাই অ্যাটলিস্ট পড়ে :D

৫| ০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৪:২২

বড় বিলাই বলেছেন: সুন্দর একটা সিনেমা। হৃষিকেশের অন্য সিনেমাগুলোও অসাধারণ। চুপকে চুপকে, গোলমাল সিনেমা দুটো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। চুপকে চুপকে তে পার্শ্ব অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চন অসাধারণ অভিনয় করেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৪

ধীরে বৎস বলেছেন: বড়বিলাইপু বানানটা ধরিয়ে দাওয়ার জন্য থ্যাংক্স।চুপকে চুপকে কিন্তু অগ্রদূতের ছদ্মবেশীর রিমেক,ছদ্মবেশী বেশি মজার মনে হয়েছে আমার কাছে।হয়ত উত্তম আছে বলে ;)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: খুব ভালো লাগে মুভিটা এবং এর গানগুলো।

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৬

ধীরে বৎস বলেছেন: আমি সবসময় ভালো মুভি বানাই :P

এনিওয়ে হায়রে দুনিয়ার প্রথম কমেন্টটা পড়েছেন? এ জিনিষ আমিও খেয়াল করি নাই /:)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭

হায়রে দুনিয়া বলেছেন: চুপকে চুপকে/ছদ্মবেশির কাহিনী নিয়ে বাংলাদেশেও ছবি হয়েছে যার নাম খুব সম্ভবত স্বরলিপি।

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫১

ধীরে বৎস বলেছেন: স্বরলিপি দেখেছি কিনা শিওর না :( আচ্ছা ওটাতে উজ্জ্বল কি উত্তমের রোলটা করেছিল?

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৮

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আগে জানতাম না।

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫১

ধীরে বৎস বলেছেন: আমিও খেয়াল করিনি =p~

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১:০২

হায়রে দুনিয়া বলেছেন: না, রাজ্জাক আর আমার জান ববিতার ছবি।

কিন্তু নামটা আমি শিওর না। এইখানে ত সবাই চরম ইন্টালেকচুয়াল, বাংলা সিনেমা কেউ দেখে না আর দেখলেও স্বীকার করবে না। জিজ্ঞেস করার কেউ পাই কিনা দেখি।

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১:১৩

ধীরে বৎস বলেছেন: খিক খিক হিক হিক...... বাংলা সিনেমা সেইডা আবার কি? গায়ে মাখে না মাথায় দেয় ;)

১০| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৮

অরুদ্ধ সকাল বলেছেন:
হ্যালো
আপনাকেই বলছি ............
আসুন আমার লেখা নিয়া একটা কট্ঠিন সমালোচনা চাই

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩০

ধীরে বৎস বলেছেন: জট্টিলস, অরুদ্ধ সকাল, আমি মুগ্ধ আপনার attitude এ। বাহ বাহ এই তো চাই, কঠিন সমালোচনাকে আপন করে নেয়া। আমার খুব ভালো লেগেছে আপনার এই response.

কবিতা থেকে দুইলাইন টুকে দিয়া আহা উহু করা আমি অসম্ভব ঘিন্না করি, তাই ওপথে যাবো না। তারমানে এই নয় যে, আপনার সৃষ্টি কোন হেলাফেলার কিছু, বরং কারো লেখাকে ফুৎকারে উড়িয়ে দেবার মতো বুদকার আমি নই। আপনার লেখাটি আমার কাছে কবিতা হয়ে ওঠেনি, দয়া করে মনে কোন রাগ বা অভিমান রাখবেন না। আসলে ভাবুলতা আছে, কিন্তু কাব্যে কোন মুন্সিয়ানার ছাপ পাইনি, নিতান্তই আনকোরা মনে হয়েছে। হতে পারে আপনি কেবল লেখা শুরু করেছেন, আবার ভুলও হতে পারে। লেখায় শব্দ নিয়ে কোন খেলাধুলা নেই, পাঠ শেষে পাঠকের কল্পনার জন্য সামান্যই অবশিষ্ট আছে। এগুলো আমার কাছে পাঠক হিসেবে দুর্বল লেগেছে।

ও যে কথা বলা হয় নি, এমন না যে এখানে যা বলছি তাই সার্বজনিন, তা কিন্তু নয়, আপনি কিন্তু অনেক প্রশংসাও পেয়েছেন, এদের মধ্যে কেউ কেউ সত্যি ভালো কবিতা পড়ে। সুতরাং তাদের মুগ্ধতাও খুবই গুরুত্বপূর্ণ, এমন হতে পারে তারাই ঠিক, আমিই হয়তো আপনার লেখার স্টাইলটা ধরতে পারিনি। আপনি আরো কিছু কবিতা পড়েন (অবশ্যই গুরুদের), আপনারও নিজস্ব ধারনা আরো পোক্ত হবে।

যাহোক, অত মাথা ঘামানোর দরকার নেই, নিজের জন্য লেখা হলে,নিজে আনন্দ পাওয়াটাই মূখ্য। আনন্দে থাকুন। আমার কথা বাদ দিন।

দেয়ালে দেয়ালে মনে খেয়ালে লিখি কথা
আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা।

১১| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:০২

অরুদ্ধ সকাল বলেছেন:
আপনার মুভি রিভিউর ছবি কই

০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৩২

ধীরে বৎস বলেছেন: ভালো জিনিস ধরেছেন, আসলে আলসেমি, ডাউনলোড করো, তারপর আপলোড করো, ধুর !!! হুম next time করবো, থ্যাংক্স :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.