নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতার

ধমাধম

শুনিয়াছি ধমাধম ধর্ম নামে নতুন এক ধর্মের আবির্ভাব ঘটেছে। নতুন জিনিসে আগ্রহ থাকে। তাই ধমাধম ধমর্তেও আগ্রহ জন্মেছে।

ধমাধম › বিস্তারিত পোস্টঃ

আজ বুঝবিনা, বুঝবি কাইল : কিছু গুজবের নমুনা, যেগুলা আমরা সবাই কালকে বুঝি

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

১। শাহবাগের জামাত শিবির রাজাকার বিরোধী আন্দোলন নাস্তিকদের।

২। বাংলাদেশের জনগন আল্লার আইন তথা শারিয়া ল-এর বাস্তবায়ন চায়।

৩। চান্দে সাইদী মেশিনম্যানের চেহারা দেখা গেছে।

৪। কৃমিনাশক খেয়ে শিশুরা অসুস্থ।

৫। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর শিশুদের মৃত্যু।

৬। ? (দেশ এখন জামাত শিবির রাজাকারদের দখলে।) ?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০

আমি ব্লগার হইছি! বলেছেন: এইসব গুজব পাবলিক এখন আর আগের মতো খায় না। অপপ্রচার কারী দের ফাদে আর বান্গালী পড়বে না।
সেই ১৭৫৭ সাল থেকে ঠকতে ঠকতে আমরা এখন ঠাকুরদাদা হয়ে গিয়েছিরে পাগলা!

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭

মিনেসোটা বলেছেন: গুজব শুনলাম আপনাদের মত নাস্তিকদের লিস্টি করা হচ্ছে, আপনি থানায় যেয়ে নাম লেখাবেন কবে?

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩০

ধমাধম বলেছেন: বস "আপনাদের মত নাস্তিক" মানে কী?

সব রাজাকার আর তার বাচ্চাদের চান্দে পাঠাইয়া তারপর না হয় নাম লেখাই। কি বলেন?

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ? (দেশ এখন জামাত শিবির রাজাকারদের দখলে।) ?


কখনোই না। জামাত শিবির রাজাকরকে যেকোনোমূল্যে প্রতিহত করা হবে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

ধমাধম বলেছেন: এই গুজবটা আসতে কতক্ষণ! আর জনগন যা ভোদাই তাতে কী বিশ্বাস করে আর কী করে না, সেইটা আল্লায় নিজেও জানে কিনা সন্দেহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.