![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে করেই হোক,সে দুপুরটা স্তম্ভিত
বজ্রের মত তাকিয়ে আছে আজো।
মেঘ পোড়ানো রোদ ছিল সেদিন।
স্বচ্ছ কিংবা সচ্ছল একটা দুপুর ছিল-
সব কিছুর শুরুতে। তোমার জোড়া ভুরুতেও।
মিষ্টি গন্ধের মাতম ছিল,
ছন্দে তাথৈ ছিল সব কবিতারা।
হোক স্তব্ধ তবু তা থেমে থাকে না-
সময় জানা থাকলেও
ঠিকই বোঝা যাচ্ছিল ধূর্ত-সন্ধ্যে
জড়িয়ে নিচ্ছে আমাদের।
যেভাবেই হোক সেই ছদ্মবেশী
সন্ধ্যার মত মেঘ-মেঘ কালো দুপুর
বনসাঁই এই হৃদয়ে গেঁথে আছে,
এখনো।
বুকখোলা সড়কের সঙ্গী
নীল মাখা মেহগনি গাছগুলো জানে-
তারা দেখেছে প্রহরীর আদরে:
জানে সেদিন
একদিনের জন্য হলেও ভালোবেসে ফেলে
জ্বিব কেটেছিলাম লুকিয়ে।
যে করেই হোক:
হয়তো ঘন মেঘের ষড়যন্ত্রেই-
আমাদের কক্ষপথ,অক্ষপথ
সমান্তরাল সদৃশ সমঝোতায় চলে এসেছিল
জড়িয়ে গড়িয়ে লীন হয়ে যাচ্ছিল রোধ।
কতকটা সমযোজী বন্ধনীতে।
কতকটা শিহরিত আবাছায়ার মদতে।
জড়াতে জড়াতে কেমন করে,
দূর থেকে দূরে নি:সৃত হয়ে
যাচ্ছিলাম,তাও মনে পড়ে।
যে কোন কারণেই হোক, কিংবা বিনা কারণে,
রাজপথে মেঘবার্তা পৌঁছাবার আগেই-
আমরা দু'জন সরে সরে ততক্ষনে
দূরবর্তী কারাগারে পৌঁছে আছি।
মধ্যবর্তী শূণ্যতাও,তদানীন্তন শূন্যতার হাতে নেই।।
২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৪২
ধ্রুব প্রত্যয় বলেছেন: ধন্যবাদ☺
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে। সামুতে আপনাকে স্বাগতম।