![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরে নিলাম নিত্য-অনিত্যের খেলায়,
আমরা দু'জন অলীক পুতুল!
যা কিছু মিথ্যে,যা কিছু ভুল
আমূল কশেরুকায় গেঁথে ভয় ধরায়!
আচ্ছা,ধরে নিলাম পুরোটাই স্বপ্নঃ
শুরু থেকে একদম পুরো শেষ;
তবু স্বপ্নটা যতই হোক বা ক্ষীন-
এবার তবে এসো জীবনটা
এমনভাবে সাজাই যেন-
সত্যিই সত্য হোক স্বপ্নের রেশ;
যেমন আমি ভাজ্য,তুমি ভাজক-
যাকিছু আমার ভেঙে গুড়িয়ে খড়-কুটা!
আর স্বপ্নের জানালার বাইরেটা ভাগশেষ...
©somewhere in net ltd.