নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কখনো কখনো কোন আবেগে আহত হলে লিখি,যা মন চায়।বাকি সময়টা পড়ি,যা মন চায়।

ধ্রুব প্রত্যয়

ধ্রুব প্রত্যয় › বিস্তারিত পোস্টঃ

কুপন

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৩:১২

।। কূপন ।।

ঈশ্বরের চোখে পলক নেই-
তবু সেই চোখে বিঁধে যাওয়া প্রায় অলীক কুপন।
এমন নির্লজ্জ সুখ পেলেই উদরে পোষাবে কেন?
সে সুখ তো নিজের পায়ে ফিরেনি।
ফিরেছে কোমল মখমল চাঁদরে-
পরম ওমের উষ্ণতা নিয়ে।
সে উষ্ণতাও উচ্চতা ভেদে ভিন্ন।

ঈশ্বরের চোখে পলক নেই;
তবু সে চোখের ছানি সাড়াতে এতোদিন!
নিশ্চুপ-নিঢেউ দৃষ্টি,যা সর্বাঙ্গে স্থির-
ভুল জমিতে ভুল বীজ বোনার অপরাধে পাপী!
তার ইশারার ভয়ে অপেক্ষমান সহস্র যজমান
ধূসর সামিয়ানার রোদেতে তপ্ত কড়াই
তাতে গরম-সরম ছায়া ভাজা হচ্ছে-
বাটোয়ারা শুরু হবে এক্ষুনি!
কেবল জুড়ে দিলেই উদ্ধত হবে ইন্ধনের প্রথম সিঁড়ি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.